দার্জিলিং, 10 অক্টোবর: রাস্তা দিয়ে হেঁটে এসে, একটি বাড়ির উঠোনে ঘুরছে চিতাবাঘ ৷ আর তার সামনে দিয়ে লোকজন হেঁটে চলে বেড়াচ্ছে ! এমনই একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে ৷ ঘটনাটি বৃহস্পতিবার সকালের ৷ দার্জিলিং বন দফতর এলাকার লাপচু ও পেশকের মাঝে একটি গ্রামের ঘটনা ৷
বন দফতর সূত্রে খবর, পূর্ণবয়স্ক চিতাবাঘটি অসুস্থ ৷ তাই লোকজন তার খুব কাছে চলে এলেও, কারও উপর হামলা চালায়নি সে ৷ যদিও, পুরো ঘটনায় বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা ৷ খবর দেওয়ার প্রায় 2 ঘণ্টা পর চিতাবাঘটিকে উদ্ধার করতে আসেন বন দফতরের কর্মীরা ৷ যদিও, সেই অভিযোগ নিয়ে বিশেষ কিছু বলতে রাজি হননি উত্তরবঙ্গের মুখ্য বনপাল ৷
জানা গিয়েছে, আজ সকালে লাপচু ও পেশকের মাঝে একটি গ্রামে হঠাৎই পূর্ণবয়স্ক চিতাবাঘটিকে ঘুরতে দেখা যায় ৷ চিতাবাঘটি ধীরে ধীরে হাঁটছিল ৷ খবর চাউর হতেই, চিতাবাঘ দেখার জন্য লোকজন ভিড় করতে থাকে ৷ কিন্তু, লোকজন দেখেও সেটি হামলা চালায়নি ৷ এরপরেই গ্রামবাসীরা চিতাবাঘটির খুব কাছে চলে যায় ৷ এমনকি তার ছবি ও ভিডিয়ো তুলতে থাকেন সকলে ৷ একটি বাড়ির উঠোনে গিয়ে ঘোরাঘুরিও করতে দেখা যায় চিতাবাঘটিকে ৷ লোকজনের ভিড় বাড়তে দেখে, স্থানীয়রাই দ্রুত বন দফতরে খবর দেন ৷
কিন্তু, বন দফতরের লোকজন প্রায় দু’ঘণ্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছান বলে অভিযোগ ৷ এলাকাবাসী সমীর প্রধান বলেন, "আমরা চিতাবাঘটিকে দেখামাত্র বন বিভাগে খবর দিই ৷ কিন্তু, সময়মতো আসেননি বনকর্মীরা ৷ চিতাবাঘটি অসুস্থ থাকায় কাউকে আক্রমণ করেনি ৷ কিন্তু, চিতাবাঘটি একদম লোকালয়ের মধ্যে চলে এসেছিল ৷ মানুষের উঠোনে ঘুরছিল ৷ যদি আক্রমণ করত, তাহলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেত ৷"
![Leopard Enters Locality](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-10-2024/wb-kpg-01-leopard-10042_10102024124613_1010f_1728544573_579.jpg)
এই বিষয়ে উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) ভাস্কর জেভি বলেন, "চিতাবাঘটিকে উদ্ধার করা হয়েছে ৷ সেটিকে দার্জিলিং চিড়িয়াখানায় চিকিৎসার জন্য পাঠিয়েছি ৷"