কলকাতা, 26 এপ্রিল: লোকসভা নির্বাচন চলাকালীন রোজভ্যালিকাণ্ডে চার্জশিট পেশ করল সিবিআই । তাতে রয়েছে সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের নাম । রোজভ্যালির টাকায় নাকি চিন সফরে করে এসেছেন শ্রেয়া । সিবিআই বিশেষ আদালতে পেশ করা চার্জশিটে এমনই বিস্ফোরক দাবি করল সিবিআই ।
জানা গিয়েছে, রোজভ্যালিকাণ্ডের চার্জশিটে অভিযুক্ত হিসাবে নাম রয়েছে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের । সঙ্গে কত কোটি টাকার লেনদেন হয়েছিল সেই বিষয়টিও উল্লেখ করেছে সিবিআই । সূত্রের খবর, এই চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযোগ করেছে যে একটা সময় শ্রেয়া পাণ্ডের অ্যাকাউন্টে মোট 2 কোটি 22 হাজারের বেশি টাকা গিয়েছিল ৷ পরে সেখান থেকে সেই টাকা দুই সংস্থায় চলে যায় ৷
জানা গিয়েছে, ওই সকল অ্যাকাউন্টের হিসেব ইতিমধ্যেই শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । রোজভ্যালির টাকায় কারা কীভাবে লাভবান হয়েছিল এই বিষয়েও খোঁজ করেছে সিবিআই গোয়েন্দারা । সূত্রের খবর, এই চার্জশিটে অভিযুক্তদের মধ্যে এক নম্বরে নাম রয়েছে শ্রেয়া পাণ্ডের । চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে, রোজভ্যালি থেকে সরাসরি শ্রেয়ার দু'টি সংস্থায় টাকা ঢুকেছে । এমনকী মন্ত্রী কন্যা ও তাঁর টিম যখন চিন সফরে গিয়েছিলেন সেই সময়ও তাঁদের খরচ অনেকাংশে বহন করেছিল সেই রোজভ্যালিই । এই বিষয়ে শ্রেয়া পাণ্ডের সঙ্গে যোগাযোগ করা যায়নি ।
প্রসঙ্গত, এর আগে 2022 সালে সিবিআইয়ের তরফ থেকে চার্জশিট পেশ করা হয়েছিল ভুবনেশ্বরের খুরদা আদালতে । রোজভ্যালিকাণ্ডের তদন্ত করতে গিয়ে বিভিন্ন সংস্থার নাম উঠে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটবুকে। সেইসব সংস্থাগুলির সঙ্গে কোনওভাবে শ্রেয়া পাণ্ডের যোগসূত্র খুঁজে পান সিবিআই গোয়েন্দারা । তদন্তে উঠে আসে, বিভিন্ন সময়ে রোজভ্যালি থেকে টাকা নিয়েছে শ্রেয়া এবং তাঁর ব্যবসায়িক সহযোগী দু'টি সংস্থা ৷
আরও পড়ুন: