ETV Bharat / state

রোজভ্যালির টাকায় চিন ভ্রমণ শ্রেয়া পাণ্ডের, চার্জশিটে বিস্ফোরক দাবি সিবিআইয়ের - Shrreya Pande

CBI Chargesheet Against Shrreya Pande: নিজের টিম নিয়ে রোজভ্যালির টাকায় চিন ঘুরে এসেছেন সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে ৷ বিশেষ আদালতে চার্জশিট পেশ করে এমনই বিস্ফোরক দাবি সিবিআইয়ের ৷

Shrreya Pande
Shrreya Pande
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 8:09 PM IST

কলকাতা, 26 এপ্রিল: লোকসভা নির্বাচন চলাকালীন রোজভ্যালিকাণ্ডে চার্জশিট পেশ করল সিবিআই । তাতে রয়েছে সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের নাম । রোজভ্যালির টাকায় নাকি চিন সফরে করে এসেছেন শ্রেয়া । সিবিআই বিশেষ আদালতে পেশ করা চার্জশিটে এমনই বিস্ফোরক দাবি করল সিবিআই ।

জানা গিয়েছে, রোজভ্যালিকাণ্ডের চার্জশিটে অভিযুক্ত হিসাবে নাম রয়েছে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের । সঙ্গে কত কোটি টাকার লেনদেন হয়েছিল সেই বিষয়টিও উল্লেখ করেছে সিবিআই । সূত্রের খবর, এই চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযোগ করেছে যে একটা সময় শ্রেয়া পাণ্ডের অ্যাকাউন্টে মোট 2 কোটি 22 হাজারের বেশি টাকা গিয়েছিল ৷ পরে সেখান থেকে সেই টাকা দুই সংস্থায় চলে যায় ৷

জানা গিয়েছে, ওই সকল অ্যাকাউন্টের হিসেব ইতিমধ্যেই শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । রোজভ্যালির টাকায় কারা কীভাবে লাভবান হয়েছিল এই বিষয়েও খোঁজ করেছে সিবিআই গোয়েন্দারা । সূত্রের খবর, এই চার্জশিটে অভিযুক্তদের মধ্যে এক নম্বরে নাম রয়েছে শ্রেয়া পাণ্ডের । চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে, রোজভ্যালি থেকে সরাসরি শ্রেয়ার দু'টি সংস্থায় টাকা ঢুকেছে । এমনকী মন্ত্রী কন্যা ও তাঁর টিম যখন চিন সফরে গিয়েছিলেন সেই সময়ও তাঁদের খরচ অনেকাংশে বহন করেছিল সেই রোজভ্যালিই । এই বিষয়ে শ্রেয়া পাণ্ডের সঙ্গে যোগাযোগ করা যায়নি ।

প্রসঙ্গত, এর আগে 2022 সালে সিবিআইয়ের তরফ থেকে চার্জশিট পেশ করা হয়েছিল ভুবনেশ্বরের খুরদা আদালতে । রোজভ্যালিকাণ্ডের তদন্ত করতে গিয়ে বিভিন্ন সংস্থার নাম উঠে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটবুকে। সেইসব সংস্থাগুলির সঙ্গে কোনওভাবে শ্রেয়া পাণ্ডের যোগসূত্র খুঁজে পান সিবিআই গোয়েন্দারা । তদন্তে উঠে আসে, বিভিন্ন সময়ে রোজভ্যালি থেকে টাকা নিয়েছে শ্রেয়া এবং তাঁর ব্যবসায়িক সহযোগী দু'টি সংস্থা ৷

আরও পড়ুন:

  1. রোজভ্যালি কাণ্ডে শ্রেয়া পান্ডের বিরুদ্ধে চার্জশিট পেশ সিবিআইয়ের
  2. গৌতম কুন্ডুর বিরুদ্ধে নতুন মামলা শুরু কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
  3. রোজভ্যালির 304 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

কলকাতা, 26 এপ্রিল: লোকসভা নির্বাচন চলাকালীন রোজভ্যালিকাণ্ডে চার্জশিট পেশ করল সিবিআই । তাতে রয়েছে সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের নাম । রোজভ্যালির টাকায় নাকি চিন সফরে করে এসেছেন শ্রেয়া । সিবিআই বিশেষ আদালতে পেশ করা চার্জশিটে এমনই বিস্ফোরক দাবি করল সিবিআই ।

জানা গিয়েছে, রোজভ্যালিকাণ্ডের চার্জশিটে অভিযুক্ত হিসাবে নাম রয়েছে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের । সঙ্গে কত কোটি টাকার লেনদেন হয়েছিল সেই বিষয়টিও উল্লেখ করেছে সিবিআই । সূত্রের খবর, এই চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযোগ করেছে যে একটা সময় শ্রেয়া পাণ্ডের অ্যাকাউন্টে মোট 2 কোটি 22 হাজারের বেশি টাকা গিয়েছিল ৷ পরে সেখান থেকে সেই টাকা দুই সংস্থায় চলে যায় ৷

জানা গিয়েছে, ওই সকল অ্যাকাউন্টের হিসেব ইতিমধ্যেই শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । রোজভ্যালির টাকায় কারা কীভাবে লাভবান হয়েছিল এই বিষয়েও খোঁজ করেছে সিবিআই গোয়েন্দারা । সূত্রের খবর, এই চার্জশিটে অভিযুক্তদের মধ্যে এক নম্বরে নাম রয়েছে শ্রেয়া পাণ্ডের । চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে, রোজভ্যালি থেকে সরাসরি শ্রেয়ার দু'টি সংস্থায় টাকা ঢুকেছে । এমনকী মন্ত্রী কন্যা ও তাঁর টিম যখন চিন সফরে গিয়েছিলেন সেই সময়ও তাঁদের খরচ অনেকাংশে বহন করেছিল সেই রোজভ্যালিই । এই বিষয়ে শ্রেয়া পাণ্ডের সঙ্গে যোগাযোগ করা যায়নি ।

প্রসঙ্গত, এর আগে 2022 সালে সিবিআইয়ের তরফ থেকে চার্জশিট পেশ করা হয়েছিল ভুবনেশ্বরের খুরদা আদালতে । রোজভ্যালিকাণ্ডের তদন্ত করতে গিয়ে বিভিন্ন সংস্থার নাম উঠে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটবুকে। সেইসব সংস্থাগুলির সঙ্গে কোনওভাবে শ্রেয়া পাণ্ডের যোগসূত্র খুঁজে পান সিবিআই গোয়েন্দারা । তদন্তে উঠে আসে, বিভিন্ন সময়ে রোজভ্যালি থেকে টাকা নিয়েছে শ্রেয়া এবং তাঁর ব্যবসায়িক সহযোগী দু'টি সংস্থা ৷

আরও পড়ুন:

  1. রোজভ্যালি কাণ্ডে শ্রেয়া পান্ডের বিরুদ্ধে চার্জশিট পেশ সিবিআইয়ের
  2. গৌতম কুন্ডুর বিরুদ্ধে নতুন মামলা শুরু কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
  3. রোজভ্যালির 304 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.