কলকাতা, 7 ফেব্রুয়ারি: এবার থেকে রাতেও খোলা থাকবে নিউ মার্কেট ৷ ব্যাঙ্ককের নাইট মার্কেটের আদলে হবে তিলোত্তমার এই রাত-বাজার। বুধবার কলকাতা পৌরনিগমের টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি)-র বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে । হকার সমস্যার সমাধানেই এমন উদ্যোগ পৌরনিগমের ৷ তবে এই প্রকল্প যে এখনই বাস্তবায়িত হবে এমনটা নয়। তার জন্য আরও বেশ কয়েকটি ধাপ পেরতে হবে।
সূত্রের খবর, এই কমিটির অন্যতম মাথা ব্যথার কারণ নিউ মার্কেটের হকার সমস্যা। সেই সমস্যার সমাধানে এবার বিকল্প প্রস্তাব দিয়েছে হকার সংগ্রাম কমিটি। শুধু প্রস্তাব নয়, রীতিমতো নকশা করে বিস্তারিত তথ্য জমা করা হয়েছে কমিটির পক্ষ থেকে। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বিকাল 5টা পর থেকে ভোর 4টে পর্যন্ত বসবে এই 'নাইট বাজার'। সেই সময় লিন্ডসে স্ট্রিট থেকে শুরু করে হগ স্ট্রিট, বারট্রাম স্ট্রিট, হুমায়ূন প্যালেস এবং চৌরঙ্গী প্যালেসের মতো রাস্তায় যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে।
রাতের বাজরে এই রাস্তাতেই পসরা নিয়ে বসবেন হকাররা ৷ এই সমস্ত হকারদের কাছে শাড়ি, চুড়িদার, ব্যাগ, গয়না, জুতো, ছোটদের পোশাক থেকে শুরু করে ছেলেদের প্যান্ট-শার্ট সবই মিলবে। বাড়তি পাওনা হিসেবে থাকবে ফুড কোর্ট ৷ সঙ্গে নৃত্যানুষ্ঠান এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হবে। তবে এই প্রস্তাব নিয়ে আপাতত আলোচনা চলছে ৷
প্রস্তাব শেষ পর্যন্ত বাস্তবায়িত হলে নিউ মার্কেট চত্ত্বরে হকার সমস্যার সমাধান হতে পারে বলেই অনুমান হকার সংগঠন থেকে শুরু করে পৌর কর্তৃপক্ষের। টিভিসি-র বৈঠকে গৃহীত সিদ্ধান্ত প্রস্তাব আকারে কলকাতা পৌরনিগমে ও নবান্নে পাঠানো হবে। এই প্রসঙ্গে হকার পুনর্বাসন সংক্রান্ত বিভাগের মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার বলেন, "এই প্রস্তাব আগামী মেয়র পারিষদের বৈঠকে উত্থাপন করা হবে। অনুমোদন মিললে সেই প্রস্তাব আমরা নবান্নে পাঠিয়ে দেব ৷ রাজ্য সরকারের থেকে সবুজ সংকেত পেলে বাস্তাবায়িত হবে এই পরিকল্পনা ৷"
পাশাপাশি হকার সংগঠনের প্রতিনিধি শক্তিমান ঘোষ বলেন, "ব্যাঙ্ককে এই নাইট মার্কেট আছে । সেই আদলেই তৈরি করা হবে এই রাত মার্কেট । সব ধরনের জিনিস কেনাকাটা থেকে শুরু করে খাওয়া দাওয়া এবং বিনোদনের স্বাদ নিতে পারবে শহর ৷ তাতে কলকাতাবাসীর কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে গর্বের নিউমার্কেট ৷ "
আরও পড়ুন: