ভাটপাড়া, 18 এপ্রিল: ভোটের মুখে ফের উত্তপ্ত ভাটপাড়া ৷ গুলিবিদ্ধ পিন্টু চৌহান নামে এক যুবক । ঘটনায় নাম জড়িয়েছে তাঁরই প্রতিবেশী বন্ধু প্রকাশ চৌধুরীর । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত । সূত্রের খবর, গুলি পিন্টুর গলা ভেদ করে বাইরে বেরিয়ে গিয়েছে । রক্তাক্ত অবস্থায় প্রথমে ওই যুবককে ব্যারাকপুরের বিএনবসু হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে । আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি । বুধবার রাতের এই ঘটনায় যথারীতি লেগেছে রাজনীতির রং!
তৃণমূলের দাবি, গুলিবিদ্ধ যুবক তাঁদের দলের সমর্থক । তাঁর বাবাও যুক্ত শাসকদলের শ্রমিক সংগঠনের ইউনিয়নের সঙ্গে যুক্ত । ফলে দলের সমর্থক হওয়ার অপরাধেই যুবককে গুলি করা হয়েছে । এর পিছনে বিজেপির হাত রয়েছে বলেও দাবি শাসক শিবিরের । যদিও সেই দাবি মানতে চায়নি গেরুয়া শিবির । এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে, নাকি অন্যকোনও রহস্য তা খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ । প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, মদ খাওয়া নিয়ে দুই বন্ধুর বচসার জেরেই এই ঘটনা । অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।
জানা গিয়েছে, বছর পঁয়ত্রিশের পিন্টুর বাড়ি ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের 13 নম্বর গলিতে । প্রকাশের বাড়িও ওই এলাকাতেই । দু'জনেই একে অপরের পরিচিত এবং বন্ধুও । এদিন রাতে মদ খাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে প্রথমে বচসা হয়। তারপর তা হাতাহাতিতে গড়ায় । তখনই হঠাৎ সেভেন এমএম পিস্তল বের করে বন্ধুর দিকে তাক করে প্রকাশ গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ । গুলির আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী । এরপর তাঁরা লক্ষ্য করেন মতিভবন স্কুলের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন স্থানীয় ওই যুবক । দ্রুত তাঁকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে ।
এদিকে, খবর পেয়ে ব্যারাকপুর বিএনবসু হাসপাতালে ছুটে যান রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক । আসেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামও। হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক বলেন, "প্রথমে ওই যুবককে সুস্থ করাই আমাদের উদ্দেশ্য । তবে, এটুকু বলব ব্যারাকপুরে গুন্ডাগিরি শেষ করবই। এটা আমাদের প্রতিজ্ঞা । যাঁরা ভাবছে গুন্ডামি করে ব্যারাকপুরের মানুষকে আতঙ্কগ্রস্ত করে রাখবেন । তাঁদের বলব 4 জুন ভোটের ফলাফলের সব গুন্ডামি বন্ধ হয়ে যাবে ৷"
অন্যদিকে, বিষয়টি নিয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন,"যাকে বিজেপির লোক বলা হচ্ছে সেই প্রকাশ চৌধুরী কোন দলের তা সকলেই জানে । ও তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতী । আগেও পুলিশের হাতে ধরা পড়ে জেল খেটে এসেছে সে । পার্থ ভৌমিক বাচ্চা ছেলে । কিছু জানে না। ওর কোনও আইডিয়া নেই । তৃণমূল দলটাকে গুন্ডাদের হাতে তুলে দিয়েছে পার্থ ভৌমিকের মতো নেতারা । আর দিদিমণি এঁদেরকে শিশুভাবে। পুলিশ মদত দিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে ভাটপাড়াতে । তাই, এই পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় । অবিলম্বে পুলিশ কমিশনারকে বরখাস্ত করা উচিত এখান থেকে ।"
আরও পড়ুন :