ETV Bharat / state

ভোটের মুখে উত্তপ্ত হাওড়া ! বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে চলল গুলি, আহত দুই - Shootout at Howrah

Shootout at Bankra: ভোটের মুখে ফের উত্তপ্ত হাওড়া ৷ বৃহস্পতিবার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলিচালানোর ঘটনায় আহত হলেন দুইজন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 3:48 PM IST

Updated : May 2, 2024, 5:38 PM IST

ETV BHARAT
ETV BHARAT
বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে চলল গুলি

হাওড়া, 2 মে: ভোটের মুখে ফের গুলি চালানোর ঘটনা ঘটল হাওড়ায় । বৃহস্পতিবার বেলা একটা নাগাদ হাওড়ার বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েত অফিসের ভিতর ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র ৷ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা । পুলিশ সূত্রে জানা যাচ্ছে, 3-4 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতর ঢুকে আচমকাই গুলি চালায় । এই ঘটনায় দু'জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে । আহতদের একজন পঞ্চায়েত প্রধানের বাবা । ঘটনার খবর পেয়ে পঞ্চায়েতের অফিসে যায় বাঁকড়া ফাঁড়ির পুলিশ । আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

বৃহস্পতিবারের ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী ও বাঁকরা 3 নং পঞ্চায়েতের প্রধান টুকটুকি শেখ বলেন, "অন্যান্য দিনের মতোই আমি পঞ্চায়েতের কাজ করছিলাম । ওই তিনজন অন্যান্য মানুষজনের মতোই আসে । ভেতরে ঢুকে আচমকাই তিনজন বন্দুক বের করে । এরপর আমার উপর, বাবার ও কাকার উপর গুলি চালায় । ওরা দু'জনে গুলিতে আহত হলেও আমার গায়ে গুলি লাগেনি । আমি টেবিলের তলাতে ঢুকে পড়ি । ওরা ভেতরে এসে আমার বুকের উপর বন্দুক ধরে, আমি বন্দুক ছিনিয়ে নিলে, ওরা পরিস্থিতির সুযোগ নিয়ে পালিয়ে যায় । এই ঘটনাতে শেখ সাজিদ যুক্ত । পঞ্চায়েত গঠনের পর থেকেই আমার সঙ্গে শত্রুতা তৈরি হয় । আজ যে তিনজন এসেছিল তাদের চিনি না । তিনজনের হাতে বন্দুক ছিল, তিনজনেই গুলি চালিয়েছে ।"

অপর পঞ্চায়েতের সদস্য জাকির হোসেন মণ্ডল বলেন, "ছয় রাউন্ড গুলি চালানো হয়েছে । আমরা সদস্যদের অপেক্ষা করার ঘরে বসেছিলাম । পঞ্চায়েতের প্রধান কে, এটা জিজ্ঞাসা করায় তাদের কী প্রয়োজন জিজ্ঞাসা করতেই বন্দুক বের করে গুলি চালায় ।"

গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । এই ঘটনায় যুক্ত ব্যক্তিদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে । ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন । এই ঘটনার পর এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ক্ষিপ্ত জনতা শেখ সাজিদের অফিসে ভাঙচুর চালায় ৷

আরও পড়ুন:

  1. খড়গ্রামে চলল গুলি, গ্রেফতার তৃণমূলের অঞ্চল সভাপতি
  2. সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি, জেলে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের; মৃত্যু হাসপাতালে
  3. বিএসএফের বিরুদ্ধে যুবককে গুলি করার অভিযোগ, এফআইআর কপি হাতে ক্ষোভ মমতার

বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে চলল গুলি

হাওড়া, 2 মে: ভোটের মুখে ফের গুলি চালানোর ঘটনা ঘটল হাওড়ায় । বৃহস্পতিবার বেলা একটা নাগাদ হাওড়ার বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েত অফিসের ভিতর ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র ৷ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা । পুলিশ সূত্রে জানা যাচ্ছে, 3-4 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতর ঢুকে আচমকাই গুলি চালায় । এই ঘটনায় দু'জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে । আহতদের একজন পঞ্চায়েত প্রধানের বাবা । ঘটনার খবর পেয়ে পঞ্চায়েতের অফিসে যায় বাঁকড়া ফাঁড়ির পুলিশ । আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

বৃহস্পতিবারের ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী ও বাঁকরা 3 নং পঞ্চায়েতের প্রধান টুকটুকি শেখ বলেন, "অন্যান্য দিনের মতোই আমি পঞ্চায়েতের কাজ করছিলাম । ওই তিনজন অন্যান্য মানুষজনের মতোই আসে । ভেতরে ঢুকে আচমকাই তিনজন বন্দুক বের করে । এরপর আমার উপর, বাবার ও কাকার উপর গুলি চালায় । ওরা দু'জনে গুলিতে আহত হলেও আমার গায়ে গুলি লাগেনি । আমি টেবিলের তলাতে ঢুকে পড়ি । ওরা ভেতরে এসে আমার বুকের উপর বন্দুক ধরে, আমি বন্দুক ছিনিয়ে নিলে, ওরা পরিস্থিতির সুযোগ নিয়ে পালিয়ে যায় । এই ঘটনাতে শেখ সাজিদ যুক্ত । পঞ্চায়েত গঠনের পর থেকেই আমার সঙ্গে শত্রুতা তৈরি হয় । আজ যে তিনজন এসেছিল তাদের চিনি না । তিনজনের হাতে বন্দুক ছিল, তিনজনেই গুলি চালিয়েছে ।"

অপর পঞ্চায়েতের সদস্য জাকির হোসেন মণ্ডল বলেন, "ছয় রাউন্ড গুলি চালানো হয়েছে । আমরা সদস্যদের অপেক্ষা করার ঘরে বসেছিলাম । পঞ্চায়েতের প্রধান কে, এটা জিজ্ঞাসা করায় তাদের কী প্রয়োজন জিজ্ঞাসা করতেই বন্দুক বের করে গুলি চালায় ।"

গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । এই ঘটনায় যুক্ত ব্যক্তিদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে । ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন । এই ঘটনার পর এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ক্ষিপ্ত জনতা শেখ সাজিদের অফিসে ভাঙচুর চালায় ৷

আরও পড়ুন:

  1. খড়গ্রামে চলল গুলি, গ্রেফতার তৃণমূলের অঞ্চল সভাপতি
  2. সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি, জেলে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের; মৃত্যু হাসপাতালে
  3. বিএসএফের বিরুদ্ধে যুবককে গুলি করার অভিযোগ, এফআইআর কপি হাতে ক্ষোভ মমতার
Last Updated : May 2, 2024, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.