ETV Bharat / state

'সিবিআই তদন্ত করলে ভালো হবে', সন্দেশখালি ইস্যুতে মন্তব্য শাহজাহানের - SHEIKH SHAHJAHAN - SHEIKH SHAHJAHAN

Sheikh Shahjahan: শেখ শাহজাহানকে সন্দেশখালি ইস্যুতে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ সংক্রান্ত প্রশ্ন করা হয় ৷ যার উত্তরে শাহজাহানের স্পষ্ট জবাব, সিবিআই তদন্ত করলে ভালো হবে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 11:55 AM IST

কলকাতা, 11 এপ্রিল: 'সিবিআই তদন্ত হলে ভালো। ইডি তদন্ত করলেও ভালো।' বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষার আগে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সন্দেশখালির শেখ শাহজাহানের।

বৃহস্পতিবার সকালে সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে শেখ শাহজাহানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই শেখ শাহজাহানকে সন্দেশখালি ইস্যুতে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ সংক্রান্ত প্রশ্ন করা হয় ৷ সন্দেশখালির যাবতীয় ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে, এই বিষয় শেখ শাহজাহান বলেন, "সিবিআই এই ঘটনা তদন্ত করলে ভালো হবে।"

এদিন নিজাম প্যালেস থেকে বেরোনের সময় সাংবাদিকরা শাহজাহানের কাছে ইডি'র তদন্ত নিয়ে জানতে চাইলে বহিষ্কৃত তৃণমূল নেতা বলেন, "ইডি তদন্ত করলেও ভালো হবে।" বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, সন্দেশখালির যাবতীয় ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করবে সিবিআই। সেক্ষেত্রে সিবিআই-কে পোর্টাল খোলারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ পাশাপাশি সন্দেশখালির মানুষ সরাসরি সেই সেই পোর্টালে সিবিআইকে তাদের অভিযোগও জানাতে পারবে বলে নির্দেশে জানিয়েছে হাইকোর্চ ৷ সন্দেশখালির অশান্ত এলাকা-সহ ফাঁকা নির্জন রাস্তায় সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশও দিয়েছে আদালত ৷

পাশাপাশি হাইকোর্টের নির্দেশে সবথেকে গুরুত্বপূর্ণ মন্তব্য ছিল, এক্ষেত্রে সন্দেশখালির নির্যাতিতারা সরাসরি সিবিআইকে অভিযোগ জানাতে পারবে। জানা গিয়েছে, সেই নির্দেশের পরই সিবিআই তরফে একটি ই-মেইল আইডিও ক্রিয়েট করা হয়েছে। আগামী সপ্তাহে এই ঘটনায় একটি রিপোর্ট হাইকোর্টে পেশ করতে হবে সিবিআইকে। এরপরেই সিবিআই-এর তরফ থেকে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করা হয়। সংশ্লিষ্ট এসআইডিতে রয়েছে একজন ডিআইজি পদমর্যাদা সিবিআই আধিকারিক এর পাশাপাশি একজন এসপি এবং ডিএসপি পদমর্যাদা সিবিআই আধিকারিক।

আরও পড়ুন:

  1. 'শাহজাহানকে বাংলাদেশ থেকে নিয়ে এসেছে সিপিএমের নিরাপদ', হুগলিতে দাবি শুভেন্দুর
  2. শাহাজাহানকে চিংড়ি বেচতেন ! বুধে সেই ব্যবসায়ীকে ডাকল ইডি, ফের তলব স্ত্রী তসলিমাকেও

কলকাতা, 11 এপ্রিল: 'সিবিআই তদন্ত হলে ভালো। ইডি তদন্ত করলেও ভালো।' বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষার আগে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সন্দেশখালির শেখ শাহজাহানের।

বৃহস্পতিবার সকালে সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে শেখ শাহজাহানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই শেখ শাহজাহানকে সন্দেশখালি ইস্যুতে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ সংক্রান্ত প্রশ্ন করা হয় ৷ সন্দেশখালির যাবতীয় ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে, এই বিষয় শেখ শাহজাহান বলেন, "সিবিআই এই ঘটনা তদন্ত করলে ভালো হবে।"

এদিন নিজাম প্যালেস থেকে বেরোনের সময় সাংবাদিকরা শাহজাহানের কাছে ইডি'র তদন্ত নিয়ে জানতে চাইলে বহিষ্কৃত তৃণমূল নেতা বলেন, "ইডি তদন্ত করলেও ভালো হবে।" বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, সন্দেশখালির যাবতীয় ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করবে সিবিআই। সেক্ষেত্রে সিবিআই-কে পোর্টাল খোলারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ পাশাপাশি সন্দেশখালির মানুষ সরাসরি সেই সেই পোর্টালে সিবিআইকে তাদের অভিযোগও জানাতে পারবে বলে নির্দেশে জানিয়েছে হাইকোর্চ ৷ সন্দেশখালির অশান্ত এলাকা-সহ ফাঁকা নির্জন রাস্তায় সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশও দিয়েছে আদালত ৷

পাশাপাশি হাইকোর্টের নির্দেশে সবথেকে গুরুত্বপূর্ণ মন্তব্য ছিল, এক্ষেত্রে সন্দেশখালির নির্যাতিতারা সরাসরি সিবিআইকে অভিযোগ জানাতে পারবে। জানা গিয়েছে, সেই নির্দেশের পরই সিবিআই তরফে একটি ই-মেইল আইডিও ক্রিয়েট করা হয়েছে। আগামী সপ্তাহে এই ঘটনায় একটি রিপোর্ট হাইকোর্টে পেশ করতে হবে সিবিআইকে। এরপরেই সিবিআই-এর তরফ থেকে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করা হয়। সংশ্লিষ্ট এসআইডিতে রয়েছে একজন ডিআইজি পদমর্যাদা সিবিআই আধিকারিক এর পাশাপাশি একজন এসপি এবং ডিএসপি পদমর্যাদা সিবিআই আধিকারিক।

আরও পড়ুন:

  1. 'শাহজাহানকে বাংলাদেশ থেকে নিয়ে এসেছে সিপিএমের নিরাপদ', হুগলিতে দাবি শুভেন্দুর
  2. শাহাজাহানকে চিংড়ি বেচতেন ! বুধে সেই ব্যবসায়ীকে ডাকল ইডি, ফের তলব স্ত্রী তসলিমাকেও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.