ETV Bharat / state

'আগামী এক সপ্তাহের মধ্যে দেশজুড়ে লাগু হবে সিএএ', দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের - সিএএ

Shantanu Thakur on CAA: রাম মন্দিরের পরই এবার সিএএ কার্যকর হবে বাংলা-সহ দেশের প্রত্যেক রাজ্যে ৷ রবিবার ভরা মঞ্চে দেশজুড়ে সিএএ কার্যকরী হওয়ার দিন ঘোষণা করলেন বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুর ৷ তাঁর এই মন্তব্যে জল্পনা রাজনৈতিক মহলে ৷

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর
Shantanu Thakur on CAA
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 10:44 AM IST

Updated : Jan 29, 2024, 11:17 AM IST

সিএএ কার্যকর হবে বাংলা-সহ দেশের প্রত্যেক রাজ্যে, বললেন শান্তনু ঠাকুর

কাকদ্বীপ, 29 জানুয়ারি: আগামী এক সপ্তাহের মধ্যে দেশজুড়ে লাগু হবে সিএএ, তাও আবার গ্যারান্টি দিলেন বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুর ৷ দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের এক জনসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, "ইতিমধ্যেই রামমন্দির উদঘাটন হয়েছে। আর আগামী সাত দিনের মধ্যে ভারতবর্ষে সিএএ কার্যকর হবে। আজ এই মঞ্চ থেকে এই গ্যারান্টি দিয়ে গেলাম। পশ্চিমবঙ্গ-সহ প্রত্যেক রাজ্যে সিএএ কার্যকর হবে। আপনারা সেটা দেখতে পাবেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, আপনাদের ভোটার কার্ড থাকলে, আধার থাকলে আপনারা নাগরিক। আপনি ভোট দিতে পারছেন, আপনি ভোট দেওয়ার নাগরিক। কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কেন এমনটা করা হয়েছে?"

তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, কেন এই মানুষদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হল। এরা সকলে মতুয়া সম্প্রদায়ের। এরা ভারতীয় জনতা পার্টির সমর্থক। তাই তাঁদের ভোটার কার্ড করে দেওয়া হয়নি?" প্রসঙ্গত, এর আগে গতবছর কলকাতায় এসে সিএএ নিয়ে বড় দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্লেষকদের মত, গত লোকসভা ভোটে মতুয়া ভোটের জোরে বাংলায় ভালো ফল করতে সক্ষম হয়েছিল বিজেপি। সেই মতুয়া ভোটব্যাংক অক্ষত রাখতে সিএএ অস্ত্রে শান দিচ্ছে বিজেপি।

তবে নাগরিকত্ব সংশোধনী বিলটি 2019 সালে আইনে পরিণত হলেও তা এখনও দেশে কার্যকর হয়নি। এই আইনের নিয়ম তৈরি হয়েছে কি না, তাও নিশ্চিত করে বলেনি সরকার। এরই মাঝে সিএএ নিয়ে মতুয়াদের মধ্যে অসন্তোষ বাড়ছে। আবার সিএএ বিরোধিতায় সরব রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শান্তনু আরও বলেন, "মুখ্যমন্ত্রী কেন বলছেন যে যারা এসেছে, তারাই নাগরিক। নাগরিক যদি হয়, তাহলে পাসপোর্টের যাচাইকরণের জন্য যখন ডিআইবি-র কাছে যাওয়া হচ্ছে, ডিআইবি কেন 1971 সালের আগের দলিল চাইছে? সেই প্রশ্নের জবাব দিতে হবে পুলিশ প্রশাসনকে।

আমাদের তো ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড দেখেই পাসপোর্টের ভেরিফিকেশন করা উচিত। এই সব রাজ্য সরকার রাজনীতির জন্য করছে। তবে যারা 1971 সালের পরে এসেছে, তাদের আমাদের নাগরিকত্ব প্রয়োজন। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে হবে। যাতে তাদের কোনওদিন রোহিঙ্গাদের মতো বেরিয়ে না-যেতে হয়। তাই কেন্দ্রীয় সরকার সিএএ কার্যকর করবে। এরপরে আর কোনও সরকারের ক্ষমতা থাকবে না যে আমাদের দেশ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। এই কারণে সিএএ জরুরি। এবং আগামী এক সপ্তাহে তা হয়ে যাবে।"

2024 সালের লোকসভা নির্বাচন ঘনিয়ে আসতেই ফের উঠেছে সিএএ রব। এই আবহে রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে বাংলা-সহ গোটা দেশে সিএএ কার্যকর হবে।

আরও পড়ুন:

  1. সিএএ লাগু হচ্ছেই, গানে গানে মমতাকে আক্রমণ বিজেপি বিধায়কের
  2. মতুয়া ধর্ম অনুষ্ঠানে সিএএ নিয়ে বক্তব্য; শান্তনু ঠাকুরকে 'বাবা' তুলে কটুক্তি, তেড়ে গেলেন মন্ত্রী
  3. সিএএ লাগু হবেই, কেউ আটকাতে পারবে না: অমিত শাহ

সিএএ কার্যকর হবে বাংলা-সহ দেশের প্রত্যেক রাজ্যে, বললেন শান্তনু ঠাকুর

কাকদ্বীপ, 29 জানুয়ারি: আগামী এক সপ্তাহের মধ্যে দেশজুড়ে লাগু হবে সিএএ, তাও আবার গ্যারান্টি দিলেন বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুর ৷ দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের এক জনসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, "ইতিমধ্যেই রামমন্দির উদঘাটন হয়েছে। আর আগামী সাত দিনের মধ্যে ভারতবর্ষে সিএএ কার্যকর হবে। আজ এই মঞ্চ থেকে এই গ্যারান্টি দিয়ে গেলাম। পশ্চিমবঙ্গ-সহ প্রত্যেক রাজ্যে সিএএ কার্যকর হবে। আপনারা সেটা দেখতে পাবেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, আপনাদের ভোটার কার্ড থাকলে, আধার থাকলে আপনারা নাগরিক। আপনি ভোট দিতে পারছেন, আপনি ভোট দেওয়ার নাগরিক। কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কেন এমনটা করা হয়েছে?"

তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, কেন এই মানুষদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হল। এরা সকলে মতুয়া সম্প্রদায়ের। এরা ভারতীয় জনতা পার্টির সমর্থক। তাই তাঁদের ভোটার কার্ড করে দেওয়া হয়নি?" প্রসঙ্গত, এর আগে গতবছর কলকাতায় এসে সিএএ নিয়ে বড় দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্লেষকদের মত, গত লোকসভা ভোটে মতুয়া ভোটের জোরে বাংলায় ভালো ফল করতে সক্ষম হয়েছিল বিজেপি। সেই মতুয়া ভোটব্যাংক অক্ষত রাখতে সিএএ অস্ত্রে শান দিচ্ছে বিজেপি।

তবে নাগরিকত্ব সংশোধনী বিলটি 2019 সালে আইনে পরিণত হলেও তা এখনও দেশে কার্যকর হয়নি। এই আইনের নিয়ম তৈরি হয়েছে কি না, তাও নিশ্চিত করে বলেনি সরকার। এরই মাঝে সিএএ নিয়ে মতুয়াদের মধ্যে অসন্তোষ বাড়ছে। আবার সিএএ বিরোধিতায় সরব রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শান্তনু আরও বলেন, "মুখ্যমন্ত্রী কেন বলছেন যে যারা এসেছে, তারাই নাগরিক। নাগরিক যদি হয়, তাহলে পাসপোর্টের যাচাইকরণের জন্য যখন ডিআইবি-র কাছে যাওয়া হচ্ছে, ডিআইবি কেন 1971 সালের আগের দলিল চাইছে? সেই প্রশ্নের জবাব দিতে হবে পুলিশ প্রশাসনকে।

আমাদের তো ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড দেখেই পাসপোর্টের ভেরিফিকেশন করা উচিত। এই সব রাজ্য সরকার রাজনীতির জন্য করছে। তবে যারা 1971 সালের পরে এসেছে, তাদের আমাদের নাগরিকত্ব প্রয়োজন। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে হবে। যাতে তাদের কোনওদিন রোহিঙ্গাদের মতো বেরিয়ে না-যেতে হয়। তাই কেন্দ্রীয় সরকার সিএএ কার্যকর করবে। এরপরে আর কোনও সরকারের ক্ষমতা থাকবে না যে আমাদের দেশ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। এই কারণে সিএএ জরুরি। এবং আগামী এক সপ্তাহে তা হয়ে যাবে।"

2024 সালের লোকসভা নির্বাচন ঘনিয়ে আসতেই ফের উঠেছে সিএএ রব। এই আবহে রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে বাংলা-সহ গোটা দেশে সিএএ কার্যকর হবে।

আরও পড়ুন:

  1. সিএএ লাগু হচ্ছেই, গানে গানে মমতাকে আক্রমণ বিজেপি বিধায়কের
  2. মতুয়া ধর্ম অনুষ্ঠানে সিএএ নিয়ে বক্তব্য; শান্তনু ঠাকুরকে 'বাবা' তুলে কটুক্তি, তেড়ে গেলেন মন্ত্রী
  3. সিএএ লাগু হবেই, কেউ আটকাতে পারবে না: অমিত শাহ
Last Updated : Jan 29, 2024, 11:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.