কলকাতা, 12 জুন: রেস্তোরাঁর ম্যানেজারকে চড় মারার প্রসঙ্গে অভিনেতা সোহম চক্রবর্তীকে নিয়ে শুরু হয় বিতর্ক ৷ ঘটনার রেশ কাটতে না কাটতেই তাঁকে ঘিরে শুরু হল নয়া বিতর্ক ৷ এবার বিজেপি কর্মীদের মারধর ও হত্যার চেষ্টার অভিযোগ উঠল চণ্ডীপুরের তৃণমূল কংগ্রেসের এই বিধায়কের বিরুদ্ধে ৷ মঙ্গলবার একটি অডিও ক্লিপ প্রকাশ করে এমনই ভয়ঙ্কর অভিযোগ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ।
সম্প্রতি নিউটাউনের সাপুর্জি এলাকার একটি রেস্তোরাঁর ম্যানেজারকে গাড়ির পার্কিং নিয়ে মারধরের অভিযোগ ওঠে সোহমের বিরুদ্ধে ৷ ঘটনাটিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের রাজনৈতিক মহল । এই আবহে মঙ্গলবার অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহমের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেন শঙ্কুদেব । সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, চণ্ডীপুরের নির্বাচন চলাকালীন সোহম বিজেপির কর্মীদের মারধর এবং হত্যা করার জন্য একাধিক ব্যক্তি নিয়োগ করেছিলন । সোহম এবং তাঁর আপ্ত সহায়কের মধ্যে এই বিষয়ে কথপোকথনের একটি অডিও ক্লিপও প্রকাশ করেন শঙ্কুদেব ।
তাঁর অভিযোগ, আপ্ত সহায়ককে দিয়ে একাধিক অপরাধমূলক কাজ করিয়েছেন সোহম। এমনকি ভগবানপুর থানার পুলিশকে দিয়ে তিনি বিজেপির একাধিক কর্মী সমর্থকদের গ্রেফতার করিয়েছেন বলেও দাবি করেন বিজেপি নেতা । সোহম তাঁর প্রাক্তন আপ্ত সহায়ককে মাদক দ্রব্যের (এনডিপিএস) মামলাতেও গ্রেফতার করিয়ে ছিলেন বলে দাবি করেন শঙ্কুদেব ।
ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার ৷ সেদিন শুটিংয়ের মধ্যে গাড়ির পার্কিংকে কেন্দ্র করে নিউটাউনের সাপুর্জি এলাকার একটি রেস্তোরাঁর ম্যানেজারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিনেতা-বিধায়ক এবং তাঁর নিরাপত্তারক্ষীরা ৷ বচসা হাতাহাতিতে পৌঁছে যায় ৷ অভিযোগ, সোহম আচমকা রেস্তোরাঁর ম্যানেজারকে সজোরে ধাক্কা মারেন এবং তিনি মাটিতে পড়ে গেলে তাঁকে লাথি মারতে শুরু করেন তিনি । ঘটনার সিসিটিভি ফুটেজও পরে প্রকাশ্যে আসে । দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে মামলা রুজু করেছে । এই আবহে বিজেপি নেতার অভিযোগ ঘটনাটিকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয় ৷