মালদা, 2 অগস্ট: সরকারি অনুদানকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বালুয়াডাঙা । এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন । আহতরা বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ।
ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি দুটি গ্রাম বালুয়াডাঙা ও হরীশপুর । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি স্থানীয় একটি ক্লাবের উন্নয়নের জন্য সরকারি অনুদান আসে । 5 লক্ষ 31 হাজার টাকা আত্মসাতের অভিযোগে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে । ঘটনায় আহত হন দু'পক্ষের 8-10 জন । আহতরা বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।
স্থানীয় এক তৃণমূল সমর্থক ঝর্না মণ্ডল বলেন, "কয়েক বছর আগে গ্রামে একটা ক্লাব তৈরি হয় । সেই ক্লাবের উন্নয়নে সরকারি টাকা এসেছিল । এলাকার কয়েকজন সেই টাকা আত্মসাৎ করে নেয় । গ্রামবাসীরা প্রতিবাদ করায় পাশের গ্রাম হরীশপুর থেকে লোকজনকে এনে আমাদের মারধর করা হয় । আমরা তৃণমূলের সমর্থক । ওরা সবাই বিজেপি করে । আমরা দোষীদের শাস্তি চাই ।"
কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি সত্যজিৎ চৌধুরী জানান, "গত লোকসভা নির্বাচন থেকেই বিজেপি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে । স্থানীয় একটি ক্লাবের উন্নয়নের জন্য সরকারিভাবে পাঁচ লক্ষ টাকার অনুদান আসে । ক্লাবের সম্পাদক সেই টাকা আত্মসাৎ করেন । অন্যান্য ক্লাবের সদস্যরা সেই টাকার হিসাব চাওয়ায় আমাদের তৃণমূল কর্মীদের লাঠিপেটা করা হয় । ইট-পাটকেল ছোড়া হয় । কমপক্ষে আমাদের 10 জন কর্মী আহত হয়েছেন । এই ঘটনায় আমরা ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছি ।"
এদিকে, বিজেপি নেতা বিশ্বজিৎ রায় জানান, "কাজিগ্রামের একটি ক্লাবের উন্নয়নে সরকারি অনুদান এসেছিল । তৃণমূলের লোকজন সেই টাকা আত্মসাৎ করেছে । আমাদের কর্মীরা তার প্রতিবাদ করতে গেলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । যেখানে যেখানে তৃণমূল দুর্নীতি করবে, বিজেপি কর্মীরা তার প্রতিবাদ জানাবে ।"