ETV Bharat / state

দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা, গলিত লোহায় ঝলসে আহত আধিকারিক-সহ পাঁচ কর্মী

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 1:24 PM IST

Updated : Feb 29, 2024, 3:41 PM IST

Accident in Durgapur Steel Plant
দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা

Accident in Durgapur Steel Plant: দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় আহত পাঁচজন ৷ তাঁদের দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় বেসরকারি হাসপাতালে তাঁদেরকে স্থানান্তর করা হয়েছে ৷ নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছেন শ্রমিক সংগঠনের নেতারা ৷

দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা

দুর্গাপুর, 29 ফেব্রুয়ারি: দুর্গাপুর ইস্পাত কারখানায় গলিত লোহা ছিটকে ঝলসে গেলেন আধিকারিক-সহ পাঁচ কর্মী ৷ বৃহস্পতিবার সকালের 8টা 30 নাগাদ শ্রমিকদের চিৎকার শুরু হয় । মুহূর্তেই আগুনে ঝলসে যান 5 জন । হইচই পড়ে যায় ইস্পাত কারখানা জুড়ে । দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ইস্পাত কারখানার উদ্ধারকারী দল ও দমকল বাহিনী । পাঁচজনকেই উদ্ধার করে তড়িঘড়ি দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তিনজনের অবস্থা আশংকাজনক ৷ তাঁদেরকে স্থানান্তর করা হয়েছে বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে । খবর পেয়ে হাসপাতালে পৌঁছন দুর্গাপুর ইস্পাত কারখানার ডিরেক্টর ইনচার্জ বিজেন্দ্র প্রতাপ সিং ও চিপ জেনারেল ম্যানেজিং বিকাশ মানবাটি-সহ শ্রমিক সংগঠনের নেতৃত্বরা ।

সিটু নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, "এই দুর্ঘটনায় দু'জন প্রশিক্ষণরত কর্মী আহত হয়েছেন ৷ যাঁরা কোনও মাইনে পায় না, কেবল স্টাইফেন পায় ৷ কেন্দ্রীয় সরকারের নিয়োগ নীতিতে ভুল রয়েছে ৷ আগে দুর্গাপুর ইস্পাত কারাখানার কর্মীদেরকে তিনমাস প্রশিক্ষণ দেওযার পর ঝুকিপূর্ণ কাজে নিয়ে যাওয়া হত ৷ কিন্তু এখন স্থায়ী কর্মী নেই ৷ কম টাকার ঠিকা কর্মীদের নিয়োগ করে সমস্ত বিভাগে কাজ করানো হচ্ছে ৷ কারখানার আধুনিকীকরণ প্রয়োজন ৷"

দুর্গাপুর ইস্পাত কারখানায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছেন শ্রমিক সংগঠনের নেতারা ৷ কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি রজত দীক্ষিতের কথায়, শ্রমিকরা সঠিক নিরাপত্তা পাচ্ছেন না। প্রশিক্ষণরত শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে । সেজন্যই ঘটছে এই ধরনের ঘটনা । দ্রুত তদন্তের দাবি তুলেছেন তিনি । দুর্গাপুর ইস্পাত কারখানার চিপ জেনারেল ম্যানেজার বিকাশ মানবাটি জানান, তিনি খবর পেয়েছেন দুর্ঘটনা ঘটেছে । সেই খবর পেয়েই ইস্পাত হাসপাতালে গিয়েছেন তিনি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার বেসিক অক্সিজেন ফার্নেস বিভাগে গলিত লোহার সঙ্গে বিভিন্ন সামগ্রী মিশিয়ে কনভার্টারে ইস্পাত তৈরির কাজ করছিলেন শ্রমিকেরা। সেই কনভার্টার ফুটো হয়ে জল বের হতে থাকে । তখনই গলিত লোহা ছিটকে গুরুতর আহত হন ওই বিভাগের সিনিয়র ম্যানেজার পৃথ্বীরাজ রায়, একজন স্থায়ী শ্রমিক সোমনাথ ঘোষ, দু'জন প্রশিক্ষণরত শ্রমিক সর্বজিত ঢাঙ্গর ও বিনয়কুমার হরিজন এবং একজন অস্থায়ী শ্রমিক চিত্তরঞ্জন মণ্ডল । তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে পৃথ্বীরাজ রায়, বিনয়কুমার হরিজন এবং সর্বজিত ঢাঙ্গরকে বিধাননগরের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয় ।

আরও পড়ুন:

  1. দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত বেড়ে তিন
  2. জামুরিয়ার কারখানায় গলা লোহা ছিটকে আহত 6 শ্রমিক, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত 1
  3. গলিত লোহা ছিটকে শ্রমিক মৃত্যুর প্রতিবাদ, বাম-বিজেপির বিক্ষোভ বড়জোড়ার কারখানায়
Last Updated :Feb 29, 2024, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.