হাওড়া, 15 মার্চ: হাওড়া ব্রিজে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস ৷ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারে ধাক্কা হাওড়াগামী বেসরকারি বাসের ৷ শুক্রবার দুপুরের ঘটনা ৷ ঘটনায় গুরুতর আহত প্রায় 10জন যাত্রী ৷ দুর্ঘটনার পরই হাওড়াব্রিজে ব্যপক যানজটের সৃষ্টি হয় ৷ পুলিশ গিয়ে যান চালাচল স্বাভাবিক করে ৷
সূত্রের খবর, এদিন 12/এ মেটিয়াব্রুজ থেকে হাওড়া আসছিল ৷ হাওড়া ব্রিজের উপর উঠতেই বাসটি ব্রেক ফেল করে একটি পিলারে ধাক্কা মারে ৷ হঠাৎ ধাক্কায় বাসের ভিতরে থাকা যাত্রীরা ঝাঁকুনি অনুভব করেন ৷ পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় কমপক্ষে 10 যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন ৷ আহতদের হাওড়া হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয়েছে । ঘটনায় গুরুতর আহত হয় বাসের চালক ৷
যাত্রীদের অভিযোগ, বাসটি অনেকক্ষণ ধরেই দ্রুত গতিতে চলছিল ৷ হাওড়া ব্রিজে উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংএ ধাক্কা মারে ৷ হঠাৎ ঝাঁকুনিকে বেশ কয়েকজনযাত্রীর মাথায় আঘাত লাগে ৷ ব্রিজে থাকা কর্তব্যরত পুলিশ আধিকারিকরা দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হন । কিছুক্ষণের মধ্যেই ব্রেকডাউন ভ্যান দিয়ে বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ৷ এরপরে ফের হাওড়া ব্রিজে যান চলাচল স্বাভাবিক হয় ৷ ধাক্কার অভিঘাতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়েছে। সেতুর স্তম্ভে কতটা প্রভাব পড়েছে, তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, স্তম্ভটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ত সেতুর স্বাস্থ্য পরীক্ষার পরই জানা যাবে ৷
আরও পড়ুন: