ETV Bharat / state

দুন এক্সপ্রেসে দুষ্কৃতী হামলায় মাথা ফাটল যাত্রীর, হাওড়ায় নেমে দায়ের অভিযোগ; দেখুন ভিডিয়ো - GOON ATTACK ON DOON EXPRESS - GOON ATTACK ON DOON EXPRESS

Doon Express Incident: সংরক্ষিত আসনে বসা নিয়ে বিবাদের জের ৷ যাত্রীদের উপর হামলা, মাথা ফাটানোর অভিযোগ ৷ হাওড়াগামী দুন এক্সপ্রেসের এই ঘটনায় রেল পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন ৷ যাত্রী নিরাপত্তা কোথায়? ভাইরাল হামলার ভিডিয়ো ৷

Doon Express Incident
দুন এক্সপ্রেসে দুষ্কৃতী হামলা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 1:13 PM IST

Updated : Jun 25, 2024, 1:20 PM IST

হাওড়া, 25 জুন: চলন্ত ট্রেনে দুষ্কৃতীদের হামলা ৷ সোমবার রাতে 13010 ডাউন দুন এক্সপ্রেসের এস-9 কামরাতে যাত্রীদেরকে মারধর, পাথর ছুঁড়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ৷ বিবাদের সূত্রপাত সংরক্ষিত আসনে বসা নিয়ে ৷ ঘটনায় প্রশ্ন উঠেছে ট্রেনে যাত্রী সুরক্ষা নিয়েও ৷ রেল পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। হামলার ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

ট্রেনে যাত্রীদের উপর হামলা (ইটিভি ভারত)

সোমবার রাতে 13010 ডাউন দুন এক্সপ্রেস যখন রাতে বিহার রাজ্যের উপর দিয়ে আসছিল তখন এস 9 সংরক্ষিত কামরায় দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি উঠে পড়ে বলে অভিযোগ। তারা জোর করে সংরক্ষিত আসনে বসার চেষ্টা করে। সেই সময় সেখানে উপস্থিত অন্যান্য যাত্রীরা আপত্তি করলে তাঁদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এরপর পরবর্তী স্টেশন আসতেই প্রচুর বহিরাগত লোক ওই এস 9 সংরক্ষিত কামরায় উঠে তাণ্ডব চালায় বলে অভিযোগ ৷ এমনকী, ঘটনায় মারধর করা হয়েছে একাধিক যাত্রীদের। ট্রেনের ভিতর কী হয়েছে, পুরো ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, কামরার মধ্যে আয়না ভাঙচুর করা হয়েছে। বয়স্ক থেকে শুরু করে বাচ্চাদের উপরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ৷ এমনকী, কোনও যাত্রীর নাক ফেটে রক্ত বেরিয়েছে আবার কারোর ফেটেছে মাথাও ৷ ইতিমধ্যেই নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতে। চলন্ত ট্রেনে আরপিএফ কর্মীদের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন যাত্রীরা ৷ তাঁদের অভিযোগ, হাওড়া স্টেশনে ট্রেন পৌঁছলে তাঁরা এই ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি করেন রেল কর্তৃপক্ষের কাছে ৷ অন্যথায় তাঁরা বিক্ষোভের পথে হাঁটবেন বলেও জানান।

ট্রেনের ওই কামরাতে হামলা চালানোর ঘটনায় যাত্রীরা কয়েকজনকে আটক করেন। পরে আরপিএফের আধিকারিকরা এসে তাদের নিয়ে গেলে যাত্রীদের মধ্যে আরও ক্ষোভের সঞ্চার হয়। যদিও এই ঘটনায় রেলের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি ৷ পাশাপাশি, আহত যাত্রীদেরও প্রাথমিক চিকিৎসা স্টেশনে করা হয় বলে জানা গিয়েছে ৷

হাওড়া, 25 জুন: চলন্ত ট্রেনে দুষ্কৃতীদের হামলা ৷ সোমবার রাতে 13010 ডাউন দুন এক্সপ্রেসের এস-9 কামরাতে যাত্রীদেরকে মারধর, পাথর ছুঁড়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ৷ বিবাদের সূত্রপাত সংরক্ষিত আসনে বসা নিয়ে ৷ ঘটনায় প্রশ্ন উঠেছে ট্রেনে যাত্রী সুরক্ষা নিয়েও ৷ রেল পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। হামলার ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

ট্রেনে যাত্রীদের উপর হামলা (ইটিভি ভারত)

সোমবার রাতে 13010 ডাউন দুন এক্সপ্রেস যখন রাতে বিহার রাজ্যের উপর দিয়ে আসছিল তখন এস 9 সংরক্ষিত কামরায় দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি উঠে পড়ে বলে অভিযোগ। তারা জোর করে সংরক্ষিত আসনে বসার চেষ্টা করে। সেই সময় সেখানে উপস্থিত অন্যান্য যাত্রীরা আপত্তি করলে তাঁদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এরপর পরবর্তী স্টেশন আসতেই প্রচুর বহিরাগত লোক ওই এস 9 সংরক্ষিত কামরায় উঠে তাণ্ডব চালায় বলে অভিযোগ ৷ এমনকী, ঘটনায় মারধর করা হয়েছে একাধিক যাত্রীদের। ট্রেনের ভিতর কী হয়েছে, পুরো ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, কামরার মধ্যে আয়না ভাঙচুর করা হয়েছে। বয়স্ক থেকে শুরু করে বাচ্চাদের উপরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ৷ এমনকী, কোনও যাত্রীর নাক ফেটে রক্ত বেরিয়েছে আবার কারোর ফেটেছে মাথাও ৷ ইতিমধ্যেই নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতে। চলন্ত ট্রেনে আরপিএফ কর্মীদের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন যাত্রীরা ৷ তাঁদের অভিযোগ, হাওড়া স্টেশনে ট্রেন পৌঁছলে তাঁরা এই ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি করেন রেল কর্তৃপক্ষের কাছে ৷ অন্যথায় তাঁরা বিক্ষোভের পথে হাঁটবেন বলেও জানান।

ট্রেনের ওই কামরাতে হামলা চালানোর ঘটনায় যাত্রীরা কয়েকজনকে আটক করেন। পরে আরপিএফের আধিকারিকরা এসে তাদের নিয়ে গেলে যাত্রীদের মধ্যে আরও ক্ষোভের সঞ্চার হয়। যদিও এই ঘটনায় রেলের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি ৷ পাশাপাশি, আহত যাত্রীদেরও প্রাথমিক চিকিৎসা স্টেশনে করা হয় বলে জানা গিয়েছে ৷

Last Updated : Jun 25, 2024, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.