হাওড়া, 25 জুন: চলন্ত ট্রেনে দুষ্কৃতীদের হামলা ৷ সোমবার রাতে 13010 ডাউন দুন এক্সপ্রেসের এস-9 কামরাতে যাত্রীদেরকে মারধর, পাথর ছুঁড়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ৷ বিবাদের সূত্রপাত সংরক্ষিত আসনে বসা নিয়ে ৷ ঘটনায় প্রশ্ন উঠেছে ট্রেনে যাত্রী সুরক্ষা নিয়েও ৷ রেল পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। হামলার ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
সোমবার রাতে 13010 ডাউন দুন এক্সপ্রেস যখন রাতে বিহার রাজ্যের উপর দিয়ে আসছিল তখন এস 9 সংরক্ষিত কামরায় দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি উঠে পড়ে বলে অভিযোগ। তারা জোর করে সংরক্ষিত আসনে বসার চেষ্টা করে। সেই সময় সেখানে উপস্থিত অন্যান্য যাত্রীরা আপত্তি করলে তাঁদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এরপর পরবর্তী স্টেশন আসতেই প্রচুর বহিরাগত লোক ওই এস 9 সংরক্ষিত কামরায় উঠে তাণ্ডব চালায় বলে অভিযোগ ৷ এমনকী, ঘটনায় মারধর করা হয়েছে একাধিক যাত্রীদের। ট্রেনের ভিতর কী হয়েছে, পুরো ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, কামরার মধ্যে আয়না ভাঙচুর করা হয়েছে। বয়স্ক থেকে শুরু করে বাচ্চাদের উপরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ৷ এমনকী, কোনও যাত্রীর নাক ফেটে রক্ত বেরিয়েছে আবার কারোর ফেটেছে মাথাও ৷ ইতিমধ্যেই নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতে। চলন্ত ট্রেনে আরপিএফ কর্মীদের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন যাত্রীরা ৷ তাঁদের অভিযোগ, হাওড়া স্টেশনে ট্রেন পৌঁছলে তাঁরা এই ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি করেন রেল কর্তৃপক্ষের কাছে ৷ অন্যথায় তাঁরা বিক্ষোভের পথে হাঁটবেন বলেও জানান।
ট্রেনের ওই কামরাতে হামলা চালানোর ঘটনায় যাত্রীরা কয়েকজনকে আটক করেন। পরে আরপিএফের আধিকারিকরা এসে তাদের নিয়ে গেলে যাত্রীদের মধ্যে আরও ক্ষোভের সঞ্চার হয়। যদিও এই ঘটনায় রেলের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি ৷ পাশাপাশি, আহত যাত্রীদেরও প্রাথমিক চিকিৎসা স্টেশনে করা হয় বলে জানা গিয়েছে ৷