ETV Bharat / state

দ্বিতীয় দফা মিটতেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজিতে আহত 10 - TMC Factionalism - TMC FACTIONALISM

TMC Factionalism in Murshidabad: লোকসভা নির্বাচনের তৃতীয় দফার আগেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ভরতপুর ৷ বোমাবাজিতে আহত হয়েছেন 10 জন ৷ ছাগলের ফসল খাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ৷ আতঙ্কে ঘরছাড়া এলাকার মহিলারা ৷

TMC Factionalism
TMC Factionalism
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 1:20 PM IST

Updated : Apr 27, 2024, 5:18 PM IST

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ভরতপুরে

ভরতপুর, 27 এপ্রিল: তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ৷ রাস্তার ওপর চলে ব্যাপক বোমাবাজি বলে অভিযোগ ৷ বোমের আঘাতে জখম হয়েছেন প্রায় 10 জন তৃণমূল কর্মী । ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুরে । আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । জখম সকলেই বিধায়ক হুমায়ুন কবীরের অনুগামী বলে জানা গিয়েছে ।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত সরডাঙ্গা বিন্দারপুর গ্রামে পুরনো বিবাদকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ হয় । এক পক্ষের ছাগল অন্য পক্ষের ফসল খাওয়া নিয়ে গণ্ডগোলের সূত্রপাত । প্রথমে ঝগড়া দিয়ে শুরু হলেও পরবর্তীতে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ । এরপরে বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ । বোমের আঘাতে আহত হন মহিলা-সহ প্রায় 10 জন । এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে একে একে গ্রাম ছাড়তে শুরু করেন মহিলারা ।

আহতদের দাবি, ব্লক সভাপতি নজরুল ইসলামের অনুগামীদের সঙ্গে বিধায়কের অনুগামীদের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের টিকিট পাওয়া নিয়ে দ্বন্দ্ব আগে থেকেই ছিল । সেই রেষ ধরে আজকের একটি সামান্য ঘটনায় ক্ষোভ উগড়ে দেয় একে অপরের প্রতি । সেই সঙ্গে ক্ষমতা বজায় রাখতে এলাকা দখলও একটি বিষয় হয়ে ওঠে আজকের ঝামেলায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ।

বিজেপির দাবি, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে এলাকায় অশান্তির পারদ চড়ছে । ভোটের মুখে এমন ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা । যদিও তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার । তাঁর দাবি, গ্রাম্য বিবাদকে ঘিরেই এই গণ্ডগোল । এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । পুলিশ তদন্ত করে আইনি যা ব্যবস্থা নেওয়ার নেবে ।

আরও পড়ুন:

  1. ভোট শেষ হতেই দফায় দফায় অশান্তি কোচবিহারে, পরস্পরের বিরুদ্ধে দোষারোপ তৃণমূল-বিজেপির
  2. তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে উত্তেজনা জলপাইগুড়িতে, 'ভোট শান্তিপূর্ণ' মত পুলিশ পর্যবেক্ষকের
  3. ভোটের মুখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল মিনাখাঁ, জখম বিধায়ক ঘনিষ্ঠ 3 কর্মী

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ভরতপুরে

ভরতপুর, 27 এপ্রিল: তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ৷ রাস্তার ওপর চলে ব্যাপক বোমাবাজি বলে অভিযোগ ৷ বোমের আঘাতে জখম হয়েছেন প্রায় 10 জন তৃণমূল কর্মী । ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুরে । আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । জখম সকলেই বিধায়ক হুমায়ুন কবীরের অনুগামী বলে জানা গিয়েছে ।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত সরডাঙ্গা বিন্দারপুর গ্রামে পুরনো বিবাদকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ হয় । এক পক্ষের ছাগল অন্য পক্ষের ফসল খাওয়া নিয়ে গণ্ডগোলের সূত্রপাত । প্রথমে ঝগড়া দিয়ে শুরু হলেও পরবর্তীতে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ । এরপরে বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ । বোমের আঘাতে আহত হন মহিলা-সহ প্রায় 10 জন । এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে একে একে গ্রাম ছাড়তে শুরু করেন মহিলারা ।

আহতদের দাবি, ব্লক সভাপতি নজরুল ইসলামের অনুগামীদের সঙ্গে বিধায়কের অনুগামীদের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের টিকিট পাওয়া নিয়ে দ্বন্দ্ব আগে থেকেই ছিল । সেই রেষ ধরে আজকের একটি সামান্য ঘটনায় ক্ষোভ উগড়ে দেয় একে অপরের প্রতি । সেই সঙ্গে ক্ষমতা বজায় রাখতে এলাকা দখলও একটি বিষয় হয়ে ওঠে আজকের ঝামেলায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ।

বিজেপির দাবি, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে এলাকায় অশান্তির পারদ চড়ছে । ভোটের মুখে এমন ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা । যদিও তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার । তাঁর দাবি, গ্রাম্য বিবাদকে ঘিরেই এই গণ্ডগোল । এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । পুলিশ তদন্ত করে আইনি যা ব্যবস্থা নেওয়ার নেবে ।

আরও পড়ুন:

  1. ভোট শেষ হতেই দফায় দফায় অশান্তি কোচবিহারে, পরস্পরের বিরুদ্ধে দোষারোপ তৃণমূল-বিজেপির
  2. তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে উত্তেজনা জলপাইগুড়িতে, 'ভোট শান্তিপূর্ণ' মত পুলিশ পর্যবেক্ষকের
  3. ভোটের মুখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল মিনাখাঁ, জখম বিধায়ক ঘনিষ্ঠ 3 কর্মী
Last Updated : Apr 27, 2024, 5:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.