ETV Bharat / state

ঝড়ের দাপটে নদীতে তলিয়ে গেল একাধিক নৌকা, নিখোঁজ বহু মৎস্যজীবী

ঘূর্ণিঝড় দানার আগেই ঝড়ের দাপটে ভাগীরথীতে উলটে গেল একাধিক মাছ ধরার নৌকা ৷ নিখোঁজ অনেকে ৷

FISHERMEN BOATS SANK IN RIVER
ভাগীরথীতে উলটে গেল মাছ ধরার নৌকা (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2024, 10:22 AM IST

বহরমপুর, 24 অক্টোবর: ঘূর্ণিঝড় দানা'র ল্যান্ডফল এখনও হয়নি ৷ তার আগেই ঝড়ের প্রভাব পড়ল মুর্শিদাবাদে। ইলিশ মাছ ধরার মরশুমে ঘূর্ণিঝড় দানার প্রভাবে সামশেরগঞ্জ ও ফরাক্কায় ভয়াবহ নৌকা ডুবির ঘটনা সামনে এসেছে। বুধবার সন্ধ্যায় আচমকা ঝড়ে উল্টে যায় বেশ কয়েকটি মাছ ধরার নৌকা, ডিঙি। ঘটনায় দু'জনকে উদ্ধার করা গেলেও বাকি অনেকেই এখনও নিখোঁজ ৷

জানা গিয়েছে, সামসেরগঞ্জের লোহরপুর, সিকদারপুর এবং ধুলিয়ান পুরসভার এক নম্বর ঘাটে ডিঙি ও নৌকাগুলি ভাগীরথীতে উল্টে যায়। পাশাপাশি ফরাক্কার অর্জুনপুর গঙ্গাঘাটে তলিয়ে যায় নৌকা। দুই ব্লকে প্রায় 10 জনেরও বেশি মৎস্যজীবী মানুষ গঙ্গায় নিখোঁজ বলে রাত পর্যন্ত জানতে পারা গিয়েছে। যদিও তাদের মধ্যে অনেকেই সাঁতরে ডাঙায় উঠে এসেছেন বলেও খবর। অনেককেই আবার স্থানীয় বাসিন্দারা কোনও রকমে উদ্ধার করে নিয়ে আসেন।

বুধবার পর্যন্ত অনেক মৎস্যজীবীকেই খুঁজে পাওয়া যায়নি বলেই প্রশাসন সূত্রে খবর। নিখোঁজদের মধ্যে কয়েকজন কম বয়সি ছেলে রয়েছে বলেও জানা গিয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি এবং উদ্ধারকাজ অভিযান শুরু করা হয়েছে। গঙ্গার ঘাটগুলিতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী এমনিতেই, ঘূর্ণিঝড় দানা'র জেরে রাজ্যের মৎস্যজীবীদের সাগরে বা নদীতে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে ৷

স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু মৎস্যজীবীই বুধবার মাছ ধরতে নদীতে যায় ৷ সেই সময় ঝড়ে নৌকা উল্টে যাওয়ায় নদী গর্ভে তলিয়ে গিয়েছেন প্রায় সকলেই। এদিকে, তলিয়ে যাওয়াদের উদ্ধার করে অনুপনগর ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে সামনেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। গঙ্গার ধারেও উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করছেন একাধিক মৎস্যজীবীর পরিবারের সদস্যরা।

বহরমপুর, 24 অক্টোবর: ঘূর্ণিঝড় দানা'র ল্যান্ডফল এখনও হয়নি ৷ তার আগেই ঝড়ের প্রভাব পড়ল মুর্শিদাবাদে। ইলিশ মাছ ধরার মরশুমে ঘূর্ণিঝড় দানার প্রভাবে সামশেরগঞ্জ ও ফরাক্কায় ভয়াবহ নৌকা ডুবির ঘটনা সামনে এসেছে। বুধবার সন্ধ্যায় আচমকা ঝড়ে উল্টে যায় বেশ কয়েকটি মাছ ধরার নৌকা, ডিঙি। ঘটনায় দু'জনকে উদ্ধার করা গেলেও বাকি অনেকেই এখনও নিখোঁজ ৷

জানা গিয়েছে, সামসেরগঞ্জের লোহরপুর, সিকদারপুর এবং ধুলিয়ান পুরসভার এক নম্বর ঘাটে ডিঙি ও নৌকাগুলি ভাগীরথীতে উল্টে যায়। পাশাপাশি ফরাক্কার অর্জুনপুর গঙ্গাঘাটে তলিয়ে যায় নৌকা। দুই ব্লকে প্রায় 10 জনেরও বেশি মৎস্যজীবী মানুষ গঙ্গায় নিখোঁজ বলে রাত পর্যন্ত জানতে পারা গিয়েছে। যদিও তাদের মধ্যে অনেকেই সাঁতরে ডাঙায় উঠে এসেছেন বলেও খবর। অনেককেই আবার স্থানীয় বাসিন্দারা কোনও রকমে উদ্ধার করে নিয়ে আসেন।

বুধবার পর্যন্ত অনেক মৎস্যজীবীকেই খুঁজে পাওয়া যায়নি বলেই প্রশাসন সূত্রে খবর। নিখোঁজদের মধ্যে কয়েকজন কম বয়সি ছেলে রয়েছে বলেও জানা গিয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি এবং উদ্ধারকাজ অভিযান শুরু করা হয়েছে। গঙ্গার ঘাটগুলিতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী এমনিতেই, ঘূর্ণিঝড় দানা'র জেরে রাজ্যের মৎস্যজীবীদের সাগরে বা নদীতে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে ৷

স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু মৎস্যজীবীই বুধবার মাছ ধরতে নদীতে যায় ৷ সেই সময় ঝড়ে নৌকা উল্টে যাওয়ায় নদী গর্ভে তলিয়ে গিয়েছেন প্রায় সকলেই। এদিকে, তলিয়ে যাওয়াদের উদ্ধার করে অনুপনগর ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে সামনেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। গঙ্গার ধারেও উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করছেন একাধিক মৎস্যজীবীর পরিবারের সদস্যরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.