মালদা, 11 এপ্রিল: খুশির ঈদে বিষাদ ৷ ঈদের ছুটিতে বৃহস্পতিবার মাসির বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই পড়ুয়ার। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও এক ছাত্র। অন্যদিকে, মোটরবাইকের ধাক্কায় এদিনই মৃত্যু হয়েছে এক মহিলার । আহত হয়েছেন ওই মোটরবাইক চালকও । বৃহস্পতিবার বিকেলে ঘটনা দুটি ঘটেছে ইংরেজবাজারের নিয়ামতপুর কেষ্টনগর ও বাগবাড়ি এলাকায় ।
মৃত ছাত্রদের নাম সরফরাজ মোমিন (14), আলিম মোমিন (18)। আহত ছাত্রের নাম আসলাম মোমিন । বয়স 18 বছর ৷ তিনজনেই ইংরেজবাজারের অমৃতির লালাপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে । তাঁরা অমৃতি রায়গ্রাম হাইস্কুলের পড়ুয়া । স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ঈদের ছুটিতে সরফরাজ দুই বন্ধুর সঙ্গে মোটরবাইকে করে মিলকি ভবানীপুর এলাকায় মাসির বাড়ি যাচ্ছিল । নিয়ামতপুর এলাকায় সামনে থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ।
স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভরতি করে । সেই সময়ই কর্তব্যরত চিকিৎসকরা সরফরাজ ও আলিমকে মৃত বলে ঘোষণা করেন । বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যালেই চিকিৎসাধীন আসলাম । গোটা ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে অমৃতি এলাকায় । সরফরাজের এক আত্মীয় সাহাবুর রহমান বলেন, "সরফরাজ বন্ধুদের সঙ্গে মোটরবাইকে মাসির বাড়ি যাচ্ছিল । ঈদের কারণে রাস্তায় লোকজন বেশি ছিল । শুনতে পেলাম নিয়ামতপুর এলাকায় একটি গাড়ির সঙ্গে মোটরবাইকের ধাক্কা লাগে ।"
অন্যদিকে, আরও একটি দুর্ঘটনায় এদিন মৃত্যু হয়েছে এক মহিলার । আহত হয়েছেন মোটরবাইক আরোহী সানাউল শেখ । মৃত মহিলার নাম অনিতা রাউত (45)। বাড়ি ইংরেজবাজারের বাগবাড়ি এলাকায় । স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সানাউল শেখ নামে এক যুবক মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন । সেই সময় অনিতাদেবী রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন । নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক তাঁকে ধাক্কা মারে । স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি দু'জনকে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভরতি করেন । চিকিৎসকরা অনিতাদেবীকে মৃত বলে ঘোষণা করেন । সানাউল শেখ বর্তমানে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ।
আরও পড়ুন :