রঘুনাথগঞ্জ, 18 জুলাই: দু'টি বাইকের মুখোমুখ সংঘর্ষে মৃত্যু তিন যুবকের। তাঁরা একই গ্রামের বাসিন্দা ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন দ্বাদশ শ্রেণির এক ছাত্রী-সহ দু'জন। জখম দুজনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার মুর্জাপুরে। মৃতদের নাম সঞ্জীব মণ্ডল (22), ভাদু মণ্ডল (21) ও শুভ মণ্ডল (21)। তিনজনেরই বাড়ি মির্জাপুরে। ঘটনার জেরে ট্রাফিক পুলিশের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
স্ত্রীকে উচ্চ শিক্ষিত করার স্বপ্ন অধরাই থেকে গেল যুবকের। রঘুনাথগঞ্জের মির্জাপুরে দুর্ঘটনায় মৃত্যু হল স্বামীর। স্ত্রী আশঙ্কাজনক। এক বছর আগে বিয়ে করে স্ত্রীকে পড়াশোনা করিয়ে উচ্চ শিক্ষিত করার স্বপ্ন দেখেছিলেন রঘুনাথগঞ্জের মির্জাপুরের যুবক শুভ মণ্ডল। কিন্তু ভাগ্য সঙ্গ দিল না। বৃহস্পতিবার সকালে স্ত্রীকে বাইকে করে চাপিয়ে স্কুল নিয়ে যাওয়ার পথে অপরপ্রান্ত থেকে আসা বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ হারাতে হল তাঁকে। দুর্ঘটনায় শুভ মণ্ডলের সঙ্গে প্রাণ হারান আরও দু'জন।
মারা গিয়েছেন অপর দিক থেকে আসা বাইক চালক-সহ আরও দু'জন। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সঞ্জীব মণ্ডল, ভাদু মণ্ডল এবং শুভ মণ্ডল ৷ জখমদের নাম দ্বীপচাঁদ মণ্ডল ও পূজা মণ্ডল। জখমদের আপাতত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। বাকি তিনজনের দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন একই বাইকে করে সঞ্জীব, ভাদু ও তাদের আর এক বন্ধু মির্জাপুর বাজারের দিক থেকে আসছিল। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির ছাত্রী ও স্ত্রী পূজাকে নিয়ে স্কুল যাচ্ছিলেন শুভ মণ্ডল নামে ওই যুবক। বেপরোয়া গতিতে চালিয়ে আসা সঞ্জীব মণ্ডলদের বাইক কার্যত ধাক্কা মারে শুভ মণ্ডলের বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পেশায় ট্রাক্টর চালক সঞ্জীব মণ্ডলের। গুরুতর জখম অবস্থায় বাকিদের জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় ভাদু মণ্ডল ও শুভ মণ্ডলের। একই গ্রামের তিন যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।