ETV Bharat / state

শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে বাগডোগরার কাছে দুর্ঘটনা, মৃত 6 - DEVOTEES DIE IN A ROAD ACCIDENT - DEVOTEES DIE IN A ROAD ACCIDENT

Car Accident in Bagdogra: শ্রাবণের শেষ সোমবারে শিবের পুজো দিতে গিয়ে পথ দুর্ঘটনা ৷ গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ার-সহ ছয় পুণ্যার্থীর ৷ বাগডোগরার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।

Car Accident in Bagdogra
বাগডোগরায় ভয়াবহ পথ দুর্ঘটনা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 12, 2024, 10:50 AM IST

Updated : Aug 12, 2024, 11:47 AM IST

শিলিগুড়ি, 12 অগস্ট: শ্রাবণের শেষ সোমবারে মহাদেবের মাথায় জল ঢালতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে পুণ্যার্থীরা ৷ কাঁধে বাঁক করে জল নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় চার চাকার একটি গাড়ি পুণ্যার্থীদের ধাক্কা মারে ৷ ঘটনায় মৃত্যু হয় এক সিভিক ভলান্টিয়ার-সহ ছয় পুণ্যার্থীর ৷ সোমবার সাতসকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের উপর বাগডোগরার মুনি চা বাগানের পাশে হাওদিজোতে ৷

শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনায় মৃত 6 (ইটিভি ভারত)

এই ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন । ঘটনার পর পুলিশ মৃত ও আহতদের স্থানীয়দের সহযোগিতায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন বাগডোগরার তারবান্ধার বাসিন্দা সিভিক ভলান্টিয়ার প্রহ্লাদ রায়(28), গোকুলজোতের বাসিন্দা গোবিন্দ সিংঘ (22), অমলেশ চৌধুরী (20), কনক বর্মন (22), প্রণব রায় (28), পদকান্ত রায় ।

দুর্ঘটনার বিষয়ে এক পুণ্যার্থী হরিপদ বর্মণ বলেন, "গ্রাম থেকে একসঙ্গে আমরা জংলি বাবার মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম ৷ সেই সময় পিছন থেকে চার চাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর পুণ্যার্থীদের ধাক্কা মারে । ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় ।" খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারি সভাধিপতি রোমা রেশমি এক্কা । তিনি বলেন, "খুবই মর্মান্তিক ঘটনা । ছ'জন প্রাণ হারিয়েছেন । তাঁদের মধ্যে একজন বাদে প্রত্যেকেই মহকুমার বাসিন্দা । সিকিম নম্বরের একটি গাড়ি ধাক্কা মেরেছে । আমরা নিহতদের পরিবারের পাশে রয়েছি ।" এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে হাওদিজোত গ্রাম থেকে দলবেঁধে শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার জংলি বাবার মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন পুণ্যার্থীরা । সে সময় মুনি চা বাগান এলাকায় বাবাধাম থেকে আগত সিকিম নম্বরের একটি চার চাকার গাড়ি দ্রুত গতিতে এসে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পুণ্যার্থীদের ধাক্কা মারে । এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের । এরপর আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয় ।

শিলিগুড়ি, 12 অগস্ট: শ্রাবণের শেষ সোমবারে মহাদেবের মাথায় জল ঢালতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে পুণ্যার্থীরা ৷ কাঁধে বাঁক করে জল নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় চার চাকার একটি গাড়ি পুণ্যার্থীদের ধাক্কা মারে ৷ ঘটনায় মৃত্যু হয় এক সিভিক ভলান্টিয়ার-সহ ছয় পুণ্যার্থীর ৷ সোমবার সাতসকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের উপর বাগডোগরার মুনি চা বাগানের পাশে হাওদিজোতে ৷

শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনায় মৃত 6 (ইটিভি ভারত)

এই ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন । ঘটনার পর পুলিশ মৃত ও আহতদের স্থানীয়দের সহযোগিতায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন বাগডোগরার তারবান্ধার বাসিন্দা সিভিক ভলান্টিয়ার প্রহ্লাদ রায়(28), গোকুলজোতের বাসিন্দা গোবিন্দ সিংঘ (22), অমলেশ চৌধুরী (20), কনক বর্মন (22), প্রণব রায় (28), পদকান্ত রায় ।

দুর্ঘটনার বিষয়ে এক পুণ্যার্থী হরিপদ বর্মণ বলেন, "গ্রাম থেকে একসঙ্গে আমরা জংলি বাবার মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম ৷ সেই সময় পিছন থেকে চার চাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর পুণ্যার্থীদের ধাক্কা মারে । ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় ।" খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারি সভাধিপতি রোমা রেশমি এক্কা । তিনি বলেন, "খুবই মর্মান্তিক ঘটনা । ছ'জন প্রাণ হারিয়েছেন । তাঁদের মধ্যে একজন বাদে প্রত্যেকেই মহকুমার বাসিন্দা । সিকিম নম্বরের একটি গাড়ি ধাক্কা মেরেছে । আমরা নিহতদের পরিবারের পাশে রয়েছি ।" এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে হাওদিজোত গ্রাম থেকে দলবেঁধে শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার জংলি বাবার মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন পুণ্যার্থীরা । সে সময় মুনি চা বাগান এলাকায় বাবাধাম থেকে আগত সিকিম নম্বরের একটি চার চাকার গাড়ি দ্রুত গতিতে এসে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পুণ্যার্থীদের ধাক্কা মারে । এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের । এরপর আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয় ।

Last Updated : Aug 12, 2024, 11:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.