শিলিগুড়ি, 29 ফেব্রুয়ারি: এটিএম কার্ড প্রতারণা চক্রের পর্দা ফাঁস ৷ দিল্লি যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দর থেকে পাকড়াও হলেন চারজন । সিআইএসএফ জওয়ানরা তাঁদের আটক করে ৷ পরে তাঁদের বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 129টি এটিএম কার্ড । ধৃতরা হলেন ইরফান আহমেদ , নঈম আলভী , মহম্মদ রাজা , গৌরব সারই । তাঁরা সকলেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাগডোগরা এলাকায় ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই চক্রটি বিহার ও শিলিগুড়িতে বহুদিন ধরে প্রতারণার কাজ করছিল । এরপর বুধবার পূর্ণিয়া থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে দিল্লি যাওযার ছক ছিল তাঁদের । তবে বাগডোগরা বিমানবন্দরে আসতেই তাঁরা ধরা পড়ে যান ৷ বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা তল্লাশি চালানোর সময় চারটি ব্যাগ থেকে ওই এটিএম কার্ডগুলি উদ্ধার করেন ।
এরপর সন্দেহ হলে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন বিমানবন্দরের সিআইএসএফ জওয়ানরা । জিজ্ঞাসাবাদের সময় ওই চারজনের কথায় অসঙ্গতি মেলে । এরপরই অভিযুক্তদের আটক করে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় ৷ তাঁদের তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।
শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, "এটিএম প্রতারণা চক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে । এই ঘটনায় উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে । ধৃতদের আগে কোন অপরাধের রেকর্ড রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে ।"
আরও পড়ুন: