আসানসোল, 2 অগস্ট: আশঙ্কা যেন সত্যি হল । একদিনের বৃষ্টিতেই আসানসোলের বুক চিরে চলে যাওয়া গাড়ুই নদী ছাপিয়ে প্লাবিত হল বিস্তীর্ণ এলাকা । বিশেষ করে আসানসোলের কল্যাণপুর ও রেলপাড় এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড সম্পূর্ণরূপে ডুবে গিয়েছে । নদীর ধারের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । বিভিন্ন স্থানে ব্রিজ ডুবে গিয়ে আসানসোল উত্তর এবং দক্ষিণ অংশের মধ্যে সংযোগ বিচ্যুত হয়েছে । বিভিন্ন মসজিদ, ধর্মীয় স্থান, মাদ্রাসা এবং স্কুলগুলিতে ফ্লাড সেন্টার তৈরি করে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আশ্রয় দেওয়া হয়েছে । বিষয়টি নিয়ে আসানসোল পৌরনিগমের পৌরকর্তাদের কটাক্ষ করেছেন জিতেন্দ্র তিওয়ারি ।
অন্যদিকে, একদিনের টানা বৃষ্টিতে কুলটি, রানিগঞ্জ ও বার্নপুর-সহ বিভিন্ন স্থান জলমগ্ন । যার জেরে জনজীবন ব্যাহত । বৃহস্পতিবার বিকেলের পর থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয় ৷ রাত এগারোটার পর থেকে টানা বৃষ্টিপাত শুরু হয়ে ৷ এই টানা বৃষ্টিপাতের জেরে গাড়ুই নদীর জল বেড়ে যায় । জল বাড়তেই কল্যাণপুর সেতু-সহ আসানসোলের রেলপাড়ের বেশ কয়েকটি সেতু সম্পূর্ণরূপে ডুবে যায় । রাতে নদীতে জল বাড়ছে দেখে বহু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয় । বিশেষ করে নদীর ধারে যারা বসবাস করে সেই সমস্ত পরিবারগুলিকে বিভিন্ন স্কুল মাদ্রাসা মসজিদে আশ্রয় দেওয়া হয়েছে ।
অন্যদিকে, কিছু বাসিন্দা রাতে বাড়ি ছাড়তে রাজি না হওয়ায় প্রশাসনের উদ্ধারকারী দল সকালে তাঁদের নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে । এখনও পর্যন্ত প্রাণহানির ঘটনা না ঘটলেও উত্তর আসানসোলের রেলপাড়ের তিনটি ওয়ার্ড সম্পূর্ণরূপে ডুবে গিয়েছে । বৃষ্টি বাড়লে আরও দুর্ভোগ বাড়ার আশঙ্কা ।
প্লাবনের খবর পেয়ে আসানসোল পৌরনিগমের পৌরকর্তারা এলাকায় পৌঁছন । পশ্চিম বর্ধমানের জেলা প্রশাসন এবং উদ্ধারকারী দল আছে এলাকায়।
রেলপাড় এলাকায় তদারকি করছেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিম উল হক । তাঁর কথায়, "আমরা পৌরনিগমের পক্ষ থেকে নিয়মিত গাড়ুই নদী সংস্কার করছি । কিন্তু নদীর দু'পাড়ে বেআইনি নির্মাণ হওয়ায়, নদীর গতিপথ এতটাই কমে এসেছে যে অল্প বৃষ্টিতে নদীর জল ছাপিয়ে গিয়েছে। তার ফলেই এই অবস্থা হয়েছে ।"
গত পুরনিগম নির্বাচনের সময় প্রত্যেকটি দলেরই অ্যাজেন্ডা ছিল আসানসোলের গাড়ুই নদীর সংস্কার । প্রতিবারই বর্ষায় প্লাবন যাতে না হয় সেই কারণেই প্রথম অ্যাজেন্ডা ছিল এই নদীর সংস্কার করতে হবে । কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে বিরোধীদের অভিযোগ । আসানসোলের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পর একই বিষয়ে পুনরায় কটাক্ষ করতে শুরু করেছেন প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । তিনি বলেন," ওনারা গতকাল রাতে ঘুমিয়েছেন । কিন্তু জল ঢুকে অনেকের ঘুম উড়ে গিয়েছে । আমাদের ছেলেরা কাল সারারাত মানুষজনকে খাবার পৌঁছে দিয়েছে । এটা পাপ হচ্ছে । ওনার কাউকে ভয় না করুন অন্ততপক্ষে ভগবানকে ভয় করুন ।"