ETV Bharat / state

ভিসা ছাড়া ভারত থেকে নেপালে অনুপ্রবেশের চেষ্টা, নকশালবাড়িতে গ্রেফতার সেনেগালের ফুটবলার

Senegalese Footballer Arrested: ভিসা ছাড়া ভারত থেকে নেপালে বেআইনিভাবে প্রবেশের চেষ্টার অভিযোগ ৷ নকশালবাড়িতে গ্রেফতার করা হয় সেনেগালের ফুটবলার ও বিহারের যুবককে ৷ আদালত জেল হেফাজতে পাঠিয়েছে তাঁদের ৷

Senegalese footballer arrested
সেনেগালের ফুটবলার গ্রেফতার
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 2:42 PM IST

অনুপ্রবেশের চেষ্টায় ধৃত সেনেগালের ফুটবলার

শিলিগুড়ি, 13 ফেব্রুয়ারি: বিনা ভিসায় অবৈধভাবে ভারত থেকে নেপালে ঢুকতে গিয়ে গ্রেফতার বিদেশি ফুটবলার । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নকশালবাড়ি এলাকায় । ওই বিদেশি ফুটবলারের পাশাপাশি তাঁকে আন্তর্জাতিক সীমান্ত অবৈধভাবে পারাপারে সাহায্য করায় বিহারের এক যুবককেও গ্রেফতার করা হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে শিলিগুড়ি সংলগ্ন ইন্দো-নেপাল সীমান্তের নকশালবাড়ি ব্লকের কোটিয়াজোত দিয়ে মেচি নদী পার হচ্ছিলেন তাঁরা ৷ সে সময় ওই দু'জনকে গ্রেফতার করেন এসএসবি জওয়ানরা ।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন আফ্রিকার সেনেগালের বাসিন্দা আবদুলা আবুবকর ও বিহারের মোতিহারী জেলার বাসিন্দা মুকেশ ঠাকুর । ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । আরও জানা গিয়েছে, এ দিন ভারত-নেপাল সীমান্তে এসএসবির 41তম ব্যাটালিয়নের লালিজোত বর্ডার আউটপোস্টের জওয়ানরা অন্যান্য দিনের মতোই টহল দিচ্ছিলেন । ওই সময় ওই ফুটবলার ও বিহারের যুবক একটি বাইকে করে সীমান্তে থাকা মেচি নদী দিয়ে নেপালের ঢোকার চেষ্টা করছিলেন । সেই সময় তাঁদের দেখে ফেলেন এসএসবি জওয়ানরা । জওয়ানদের সন্দেহ হলে তাঁদের আটক করে জেরা করা হয় । আর তাতেই বেরিয়ে আসে আসল তথ্য । বিদেশি নাগরিকের কাছ থেকে একটি পাসপোর্ট উদ্ধার হয়েছে । তাতে ভারতের ভিসা ছিল না । তারপরেই ধৃতদের নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি ।

জানা গিয়েছে, ওই বিদেশি নাগরিক একজন ফুটবলার । তিনি 2019 সালে নেপালে টুরিস্ট ভিসায় এসেছিলেন । তারপর সেখানে বিভিন্ন ফুটবল দলে খেলেন । ভিসার মেয়াদ শেষ হলেও তিনি নেপালে খেলোয়াড় হিসেবেই থেকে যান । গত বছরের অগস্ট মাসে তিনি মেচি নদী পেরিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করেন বলে সূত্রের খবর ।

আরও জানা গিয়েছে, শিলিগুড়িতে একাধিক ফুটবল টুর্নামেন্টও খেলেছেন আবদুল্লা । খেলা শেষ হলেই মেচি নদী পেরিয়ে নেপালের নাকল বান্দার আশপাশে গা ঢাকা দিতেন তিনি । চলতি বছরে শিলিগুড়িতে আবার ফুটবল খেলতে আসেন । টুর্নামেন্ট শেষ হওয়ার পর নেপালের ঝাপা জেলায় আবার ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ায় আবদুলা আবুবকর খেলতে যান । এ দিন বিহারের ওই যুবক মুকেশ আবুবকরকে কোটিয়াজোত হয়ে নেপালে নিয়ে যাচ্ছিলেন । আর সেই সময় এসএসবির হাতে দু'জনেই ধরা পড়েন ।

আরও পড়ুন:

  1. আবারও অনুপ্রবেশ! বাগদায় গ্রেফতার দালাল ও মহিলা-সহ বাংলাদেশের 10 নাগরিক
  2. আত্মীয়র সঙ্গে দেখা করতে অবৈধভাবে ভারতে প্রবেশ, গ্রেফতার পাকিস্তানি মা-ছেলে
  3. দালাল চক্রের ফাঁদে পড়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ, ধৃত এক বাংলাদেশি-সহ পাঁচ

অনুপ্রবেশের চেষ্টায় ধৃত সেনেগালের ফুটবলার

শিলিগুড়ি, 13 ফেব্রুয়ারি: বিনা ভিসায় অবৈধভাবে ভারত থেকে নেপালে ঢুকতে গিয়ে গ্রেফতার বিদেশি ফুটবলার । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নকশালবাড়ি এলাকায় । ওই বিদেশি ফুটবলারের পাশাপাশি তাঁকে আন্তর্জাতিক সীমান্ত অবৈধভাবে পারাপারে সাহায্য করায় বিহারের এক যুবককেও গ্রেফতার করা হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে শিলিগুড়ি সংলগ্ন ইন্দো-নেপাল সীমান্তের নকশালবাড়ি ব্লকের কোটিয়াজোত দিয়ে মেচি নদী পার হচ্ছিলেন তাঁরা ৷ সে সময় ওই দু'জনকে গ্রেফতার করেন এসএসবি জওয়ানরা ।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন আফ্রিকার সেনেগালের বাসিন্দা আবদুলা আবুবকর ও বিহারের মোতিহারী জেলার বাসিন্দা মুকেশ ঠাকুর । ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । আরও জানা গিয়েছে, এ দিন ভারত-নেপাল সীমান্তে এসএসবির 41তম ব্যাটালিয়নের লালিজোত বর্ডার আউটপোস্টের জওয়ানরা অন্যান্য দিনের মতোই টহল দিচ্ছিলেন । ওই সময় ওই ফুটবলার ও বিহারের যুবক একটি বাইকে করে সীমান্তে থাকা মেচি নদী দিয়ে নেপালের ঢোকার চেষ্টা করছিলেন । সেই সময় তাঁদের দেখে ফেলেন এসএসবি জওয়ানরা । জওয়ানদের সন্দেহ হলে তাঁদের আটক করে জেরা করা হয় । আর তাতেই বেরিয়ে আসে আসল তথ্য । বিদেশি নাগরিকের কাছ থেকে একটি পাসপোর্ট উদ্ধার হয়েছে । তাতে ভারতের ভিসা ছিল না । তারপরেই ধৃতদের নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি ।

জানা গিয়েছে, ওই বিদেশি নাগরিক একজন ফুটবলার । তিনি 2019 সালে নেপালে টুরিস্ট ভিসায় এসেছিলেন । তারপর সেখানে বিভিন্ন ফুটবল দলে খেলেন । ভিসার মেয়াদ শেষ হলেও তিনি নেপালে খেলোয়াড় হিসেবেই থেকে যান । গত বছরের অগস্ট মাসে তিনি মেচি নদী পেরিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করেন বলে সূত্রের খবর ।

আরও জানা গিয়েছে, শিলিগুড়িতে একাধিক ফুটবল টুর্নামেন্টও খেলেছেন আবদুল্লা । খেলা শেষ হলেই মেচি নদী পেরিয়ে নেপালের নাকল বান্দার আশপাশে গা ঢাকা দিতেন তিনি । চলতি বছরে শিলিগুড়িতে আবার ফুটবল খেলতে আসেন । টুর্নামেন্ট শেষ হওয়ার পর নেপালের ঝাপা জেলায় আবার ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ায় আবদুলা আবুবকর খেলতে যান । এ দিন বিহারের ওই যুবক মুকেশ আবুবকরকে কোটিয়াজোত হয়ে নেপালে নিয়ে যাচ্ছিলেন । আর সেই সময় এসএসবির হাতে দু'জনেই ধরা পড়েন ।

আরও পড়ুন:

  1. আবারও অনুপ্রবেশ! বাগদায় গ্রেফতার দালাল ও মহিলা-সহ বাংলাদেশের 10 নাগরিক
  2. আত্মীয়র সঙ্গে দেখা করতে অবৈধভাবে ভারতে প্রবেশ, গ্রেফতার পাকিস্তানি মা-ছেলে
  3. দালাল চক্রের ফাঁদে পড়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ, ধৃত এক বাংলাদেশি-সহ পাঁচ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.