ETV Bharat / state

সন্তানদের ফিরে পেতে ভারতের আইনজীবীদের সঙ্গে যোগযোগ সীমার পাকিস্তানি স্বামীর - পাকিস্তানি স্বামী

Seema Haider: পাকিস্তান থেকে ভারতে এসে নিজের প্রেমিককে বিয়ে করেছেন সীমা হায়দার ৷ এদিকে তাঁর প্রথম স্বামী তাঁদের 4 সন্তানকেই নিজের হেফাজতে চান ৷ এমনকী এর জন্য তিনি ভারতে আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করেছেন ৷

ETV Bharat
সীমা হায়দার ও তাঁর বর্তমান স্বামী সচিন মীনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 12:03 PM IST

Updated : Feb 17, 2024, 3:28 PM IST

করাচি ও নয়ডা, 17 ফেব্রুয়ারি: চার শিশুসন্তানকে ফিরে পেতে চায় সীমা হায়দারের প্রথম স্বামী ৷ তাই তিনি একজন ভারতীয় আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন ৷ গত বছরের মে মাসে সীমা হায়দার তাঁর প্রেমিক সচিন মীনার টানে পাকিস্তান থেকে ভারতে চলে আসেন ৷ সেই সময় তাঁর চার নাবালক সন্তানও সীমার সঙ্গে ভারতে আসে ৷ সীমা এখন সচিনকে বিয়ে করে গ্রেটার নয়ডার রয়েছেন ৷ এবার তাঁর পাকিস্তানের প্রথম স্বামী শিশু সন্তানের ফিরে পেতে আইনের দ্বারস্থ হচ্ছেন ৷ শুক্রবার করাচিতে এই খবর দিয়েছেন এই প্রবীণ সমাজকর্মী তথা আইনজীবী ৷

এদিন পাকিস্তানের প্রবীণ আইনজীবী এবং সমাজকর্মী আনসার বার্নি জানান, সীমার পাকিস্তানের স্বামী গুলাম হায়দার তাঁর 4 সন্তানকে ফিরে পেতে চান ৷ তিনি এ বিষয়ে আইনজীবীর কাছে সাহায্য চেয়েছেন ৷ তাই একজন ভারতীয় আইনজীবী আলি মোমিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ তিনি ভারতীয় আদালতে গুলাম হায়দারের হয়ে আইনি পথে মামলা লড়বেন ৷ আইনজীবী বার্নি হারিয়ে যাওয়া এবং অপহৃত শিশুদের উদ্ধার নিয়ে কাজ করেন ৷ এই কাজে তাঁর নিজের নামে একটি ট্রাস্টিও আছে ৷ এছাড়া পাকিস্তানি জেলে বন্দি থাকা ভারতীয়দের হয়েও তিনি মামলা লড়েন ৷

পাকিস্তানের নাগরিক সীমা হায়দার সিন্ধ প্রদেশের বাসিন্দা ছিলেন ৷ গত বছর মে মাসে তিনি তাঁর চার শিশু সন্তানকে করাচিতে বাড়িঘর ছেড়ে ভারতের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন ৷ পাকিস্তান থেকে নেপাল হয়ে বেআইনি পথে ভারতে প্রবেশ করেন সীমা ৷ 2023 সালের জুলাই মাসে তাঁর কথা খবরে প্রকাশিত হয় ৷ জানা যায়, মোবাইল গেম খেলতে খেলতে সীমা সচিনের প্রেমে পড়েন ৷ তারপর তিনি ভারতে আসার সিদ্ধান্ত নেন ৷ তাঁর স্বামী সৌদি আরবে কর্মরত ছিলেন ৷ সেই সময় সীমা সংযুক্ত আরব আমিরশাহী এবং নেপাল হয়ে বেআইনি পথে ভারতে ঢোকেন ৷

জুলাই মাসে ভারত সরকার জানতে পারে, পাকিস্তানের সীমা হায়দার উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার তাঁর প্রেমিক সচিন মীনার সঙ্গে থাকছেন ৷ পরে সচিনের সঙ্গে সীমার বিয়ে হয় ৷ এখন সীমা হায়দার অন্তঃসত্ত্বা বলে জানা গিয়েছে ৷ একটি আন্তর্জাতিক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সীমা জানিয়েছেন, তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন ৷ কোনওভাবে পাকিস্তানে ফিরে যেতে চান না ৷ সীমার আরও দাবি, তাঁর চার সন্তানও হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছে ৷ ওই সন্তানদের প্রত্যেকের বয়স 7 বছরের নীচে ৷

এদিকে আইনজীবী আনসারির জোর দিয়ে জানিয়েছেন, আন্তর্জাতিক আইনে কোনও নাবালকের ধর্মান্তর করা যায় না ৷ তাই গুলাম এর বিরুদ্ধে আইনি যুদ্ধে নামতে পারে ৷ সীমার ভারতে থিতু হয়েছেন ৷ তবে তাঁর চার সন্তান এখনও পাকিস্তানি নাগরিক এবং তারা নাবালক ৷ তাই বাবা গুলাম হায়দারের তাদের উপর সীমার মতোই সমান অধিকার রয়েছে ৷ প্রবীণ আইনজীবী আরও জানিয়েছেন, গুলামের তাঁর স্ত্রীর বিষয়ে কোনও আগ্রহ নেই ৷ তিনি শুধু তাঁর সন্তানদের কাছে পেতে চান ৷

এদিকে ভারতে সীমা হায়দার ও সচিন মীনা আইনজীবী এপি সিং একটি সংবাদসংস্থাকে বলেন, "আমরা এরকম কোনও কথা শুনিনি ৷ আমরা যখন সরকারিভাবে এরকম কিছু জানতে পারব, সেই অনুযায়ী এগোব৷" বর্তমানে সীমা এবং মীনার মামলাটির তদন্ত করছে উত্তর প্রদেশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড বা এটিএস ৷ 2023 সালের জুলাই মাসে দফায় দফায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তার আগে নয়ডা পুলিশ ওই দম্পতিকে গ্রেফতার করে ৷

আরও পড়ুন:

  1. জন্মাষ্টমীতে দীক্ষা নিয়ে সনাতনী হলেন সীমা হায়দার
  2. 'পাকিস্তানে আমার জন্য মৃত্যু অপেক্ষা করছে', পুলিশের কাছে আবেদন সীমা হায়দারের
  3. ভারতের স্বাধীনতা দিবসে সামিল পাকিস্তানি সীমা হায়দারের চার সন্তান

করাচি ও নয়ডা, 17 ফেব্রুয়ারি: চার শিশুসন্তানকে ফিরে পেতে চায় সীমা হায়দারের প্রথম স্বামী ৷ তাই তিনি একজন ভারতীয় আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন ৷ গত বছরের মে মাসে সীমা হায়দার তাঁর প্রেমিক সচিন মীনার টানে পাকিস্তান থেকে ভারতে চলে আসেন ৷ সেই সময় তাঁর চার নাবালক সন্তানও সীমার সঙ্গে ভারতে আসে ৷ সীমা এখন সচিনকে বিয়ে করে গ্রেটার নয়ডার রয়েছেন ৷ এবার তাঁর পাকিস্তানের প্রথম স্বামী শিশু সন্তানের ফিরে পেতে আইনের দ্বারস্থ হচ্ছেন ৷ শুক্রবার করাচিতে এই খবর দিয়েছেন এই প্রবীণ সমাজকর্মী তথা আইনজীবী ৷

এদিন পাকিস্তানের প্রবীণ আইনজীবী এবং সমাজকর্মী আনসার বার্নি জানান, সীমার পাকিস্তানের স্বামী গুলাম হায়দার তাঁর 4 সন্তানকে ফিরে পেতে চান ৷ তিনি এ বিষয়ে আইনজীবীর কাছে সাহায্য চেয়েছেন ৷ তাই একজন ভারতীয় আইনজীবী আলি মোমিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ তিনি ভারতীয় আদালতে গুলাম হায়দারের হয়ে আইনি পথে মামলা লড়বেন ৷ আইনজীবী বার্নি হারিয়ে যাওয়া এবং অপহৃত শিশুদের উদ্ধার নিয়ে কাজ করেন ৷ এই কাজে তাঁর নিজের নামে একটি ট্রাস্টিও আছে ৷ এছাড়া পাকিস্তানি জেলে বন্দি থাকা ভারতীয়দের হয়েও তিনি মামলা লড়েন ৷

পাকিস্তানের নাগরিক সীমা হায়দার সিন্ধ প্রদেশের বাসিন্দা ছিলেন ৷ গত বছর মে মাসে তিনি তাঁর চার শিশু সন্তানকে করাচিতে বাড়িঘর ছেড়ে ভারতের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন ৷ পাকিস্তান থেকে নেপাল হয়ে বেআইনি পথে ভারতে প্রবেশ করেন সীমা ৷ 2023 সালের জুলাই মাসে তাঁর কথা খবরে প্রকাশিত হয় ৷ জানা যায়, মোবাইল গেম খেলতে খেলতে সীমা সচিনের প্রেমে পড়েন ৷ তারপর তিনি ভারতে আসার সিদ্ধান্ত নেন ৷ তাঁর স্বামী সৌদি আরবে কর্মরত ছিলেন ৷ সেই সময় সীমা সংযুক্ত আরব আমিরশাহী এবং নেপাল হয়ে বেআইনি পথে ভারতে ঢোকেন ৷

জুলাই মাসে ভারত সরকার জানতে পারে, পাকিস্তানের সীমা হায়দার উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার তাঁর প্রেমিক সচিন মীনার সঙ্গে থাকছেন ৷ পরে সচিনের সঙ্গে সীমার বিয়ে হয় ৷ এখন সীমা হায়দার অন্তঃসত্ত্বা বলে জানা গিয়েছে ৷ একটি আন্তর্জাতিক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সীমা জানিয়েছেন, তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন ৷ কোনওভাবে পাকিস্তানে ফিরে যেতে চান না ৷ সীমার আরও দাবি, তাঁর চার সন্তানও হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছে ৷ ওই সন্তানদের প্রত্যেকের বয়স 7 বছরের নীচে ৷

এদিকে আইনজীবী আনসারির জোর দিয়ে জানিয়েছেন, আন্তর্জাতিক আইনে কোনও নাবালকের ধর্মান্তর করা যায় না ৷ তাই গুলাম এর বিরুদ্ধে আইনি যুদ্ধে নামতে পারে ৷ সীমার ভারতে থিতু হয়েছেন ৷ তবে তাঁর চার সন্তান এখনও পাকিস্তানি নাগরিক এবং তারা নাবালক ৷ তাই বাবা গুলাম হায়দারের তাদের উপর সীমার মতোই সমান অধিকার রয়েছে ৷ প্রবীণ আইনজীবী আরও জানিয়েছেন, গুলামের তাঁর স্ত্রীর বিষয়ে কোনও আগ্রহ নেই ৷ তিনি শুধু তাঁর সন্তানদের কাছে পেতে চান ৷

এদিকে ভারতে সীমা হায়দার ও সচিন মীনা আইনজীবী এপি সিং একটি সংবাদসংস্থাকে বলেন, "আমরা এরকম কোনও কথা শুনিনি ৷ আমরা যখন সরকারিভাবে এরকম কিছু জানতে পারব, সেই অনুযায়ী এগোব৷" বর্তমানে সীমা এবং মীনার মামলাটির তদন্ত করছে উত্তর প্রদেশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড বা এটিএস ৷ 2023 সালের জুলাই মাসে দফায় দফায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তার আগে নয়ডা পুলিশ ওই দম্পতিকে গ্রেফতার করে ৷

আরও পড়ুন:

  1. জন্মাষ্টমীতে দীক্ষা নিয়ে সনাতনী হলেন সীমা হায়দার
  2. 'পাকিস্তানে আমার জন্য মৃত্যু অপেক্ষা করছে', পুলিশের কাছে আবেদন সীমা হায়দারের
  3. ভারতের স্বাধীনতা দিবসে সামিল পাকিস্তানি সীমা হায়দারের চার সন্তান
Last Updated : Feb 17, 2024, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.