ETV Bharat / state

ভোট গণনা, নিরাপত্তায় কড়াকড়ি বাংলা-ঝাড়খণ্ড সীমানায় - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Security Tighten in Asansol: মঙ্গলবার লোকসভা নির্বাচনের গণনা ৷ তার আগে কড়া নজরদারি বাংলা-ঝাড়খণ্ড সীমানায় ৷ 19 নম্বর জাতীয় সড়কে সমস্ত গাড়িকে দাঁড় করিয়ে চলছে নাকা তল্লাশি ৷ যাত্রীদের সঙ্গে থাকা ট্রলি থেকে শুরু করে বাজারের থলি খুলেও দেখছেন পুলিশ আধিকারিকরা ৷

Security Tighten in Asansol
ভোট গণনাকে কেন্দ্র করে নিরাপত্তায় কড়াকড়ি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 10:39 PM IST

আসানসোল, 3 জুন: মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ ৷ গণনাকে কেন্দ্র করে গোটা দেশে উত্তেজনায় ফুটছে ৷ আর এই গণনা ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং বহিরাগত দুষ্কৃতীরা যাতে এ রাজ্যে প্রবেশ করে কোনওরকমের অশান্তি পাকাতে না পারে সেই কারণে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় প্রত্যেকটি চেক পয়েন্টে শুরু হয়েছে কড়া নজরদারি ।

সোমবার সকাল থেকেই 19 নম্বর জাতীয় সড়কে ডুবুরডি চেকপোস্টে চলছে নাকা তল্লাশি । কুলটি ট্রাফিক গার্ড ও থানার পুলিশ এই নাকা পয়েন্টে তল্লাশি চালাচ্ছে । ভিন রাজ্য থেকে এ রাজ্যে প্রবেশ করা সমস্ত গাড়িকে দাঁড় করিয়ে সেই গাড়িগুলিকে পরীক্ষা করা হচ্ছে । গাড়ির ডিকি খুলে দেখা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের সঙ্গে থাকা প্রয়োজনীয় ব্যাগপত্র খুলেও তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা । পুলিশের তল্লাশি থেকে বাদ পড়ছে না বাজারের থলিও ৷ সন্দেহভাজন কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । পাশাপাশি ভিনরাজ্যের রেজিস্ট্রেশন নম্বর থাকা গাড়িগুলির কাগজপত্রও পরীক্ষা করা হচ্ছে ।

শুধু চার চাকা গাড়ি নয়, মোটরসাইকেল কিংবা দুচাকা যে কোনও বাহন নিয়েও যারা ভিন রাজ্য থেকে এ রাজ্যে আসছেন তাঁরাও পুলিশের তল্লাশির মুখে পড়ছেন। তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ব্যাগ খুলে তল্লাশি চালানো হচ্ছে । কোনওভাবে যাতে কোনও রকমের অশান্তি না ছড়ায় সে জন্য সচেষ্ট রয়েছে পুলিশ । বাংলা-ঝাড়খন্ড সীমার সবচেয়ে কাছে যে গণনাকেন্দ্র আছে সেটি হল আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ । এই ইঞ্জিনিয়ারিং কলেজেই আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে । 19 নম্বর জাতীয় সড়কের ধারেই এই ইঞ্জিনিয়ারিং কলেজ ৷ আর সেই কারণেই পুলিশ বেশি সচেষ্ট রয়েছে । বাড়তি নজরদারি চলছে ৷

আসানসোল, 3 জুন: মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ ৷ গণনাকে কেন্দ্র করে গোটা দেশে উত্তেজনায় ফুটছে ৷ আর এই গণনা ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং বহিরাগত দুষ্কৃতীরা যাতে এ রাজ্যে প্রবেশ করে কোনওরকমের অশান্তি পাকাতে না পারে সেই কারণে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় প্রত্যেকটি চেক পয়েন্টে শুরু হয়েছে কড়া নজরদারি ।

সোমবার সকাল থেকেই 19 নম্বর জাতীয় সড়কে ডুবুরডি চেকপোস্টে চলছে নাকা তল্লাশি । কুলটি ট্রাফিক গার্ড ও থানার পুলিশ এই নাকা পয়েন্টে তল্লাশি চালাচ্ছে । ভিন রাজ্য থেকে এ রাজ্যে প্রবেশ করা সমস্ত গাড়িকে দাঁড় করিয়ে সেই গাড়িগুলিকে পরীক্ষা করা হচ্ছে । গাড়ির ডিকি খুলে দেখা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের সঙ্গে থাকা প্রয়োজনীয় ব্যাগপত্র খুলেও তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা । পুলিশের তল্লাশি থেকে বাদ পড়ছে না বাজারের থলিও ৷ সন্দেহভাজন কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । পাশাপাশি ভিনরাজ্যের রেজিস্ট্রেশন নম্বর থাকা গাড়িগুলির কাগজপত্রও পরীক্ষা করা হচ্ছে ।

শুধু চার চাকা গাড়ি নয়, মোটরসাইকেল কিংবা দুচাকা যে কোনও বাহন নিয়েও যারা ভিন রাজ্য থেকে এ রাজ্যে আসছেন তাঁরাও পুলিশের তল্লাশির মুখে পড়ছেন। তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ব্যাগ খুলে তল্লাশি চালানো হচ্ছে । কোনওভাবে যাতে কোনও রকমের অশান্তি না ছড়ায় সে জন্য সচেষ্ট রয়েছে পুলিশ । বাংলা-ঝাড়খন্ড সীমার সবচেয়ে কাছে যে গণনাকেন্দ্র আছে সেটি হল আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ । এই ইঞ্জিনিয়ারিং কলেজেই আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে । 19 নম্বর জাতীয় সড়কের ধারেই এই ইঞ্জিনিয়ারিং কলেজ ৷ আর সেই কারণেই পুলিশ বেশি সচেষ্ট রয়েছে । বাড়তি নজরদারি চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.