ঘাটাল, 14 জুলাই: প্রতি বছর বর্ষা হলেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় ঘাটালে । এ বছর জুলাই মাসেও সেভাবে বৃষ্টির দেখা নেই জেলায় ৷ তবে বৃষ্টি শুরুর আগেভাগে সতর্ক প্রশাসন ৷ শুরু হয়েছে বন্যার প্রস্তুতি । সিভিল ডিফেন্স স্পিড বোর্ড নামিয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় মহড়া চালাচ্ছে ৷ ঘাটালের শিলাবতী নদীর জলে স্পিডবোটে করে মহকুমাশাসক সুমন বিশ্বাস মাইকে সতর্কতা প্রচার সারেন ।
এ বিষয়ে ঘাটলের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন,"এ বছরও এখনও সেভাবে বৃষ্টি হয়নি । তবে আগে দেখা গিয়েছে পুজোর সময় বা বর্ষার শেষের দিকে বৃষ্টিতে ডুবছে ঘাটাল । তাই আমরা তার আগেই বাড়তি সতর্কতা হিসেবে একপ্রস্থ বন্যা মোকাবিলায় মহড়া করে ফেললাম । দুই পাড়ের মানুষজনদের শুকনো খাবার,জরুরি কাগজপত্র গুছিয়ে এবং সরিয়ে রাখতে বললাম । এরই সঙ্গে পশুদের যাতে একটু জলের উপরে পাড়ের দিকে রাখে সেই ব্যবস্থা করতে বললাম । সরকারিভাবে আমরা সবরকম ব্যবস্থা রেখেছি । অ্যান্টিভেনাম প্রস্তুত রয়েছে ৷ এরই সঙ্গে বন্যার আগাম ব্যবস্থা নিয়ে আমরা প্রশাসনিকভাবে প্রস্তুত ।"
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাব ডিভিশন ফি বছর বন্যার জলে প্লাবিত হয় । যেহেতু ঘাটাল 'মাস্টার প্ল্যান'র কাজ এখনও শুরু হয়নি সেক্ষেত্রে এখানকার বেশিরভাগ অংশই ডুবে থাকে জলের তলায় । এমনকী ডিঙি নৌকা নিয়ে যাতায়াত করে খোদ পুরসভার মানুষজন । এরই সঙ্গে বাজার থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য সবই চলে ডিঙির উপর । বিগত কয়েক বছর বন্যায় সেরকমই ছবি ধরা পডে়ছে ঘাটালের বিভিন্ন এলাকায় । বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি খতিয়ে দেখে ব্যবস্থাও নেন। প্রচুর মানুষকে সরানো হয় প্লাবিত এলাকা থেকে ।
পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন-সহ ক্লাব কর্তৃপক্ষ এবং সরকারের পক্ষ থেকে শুকনো খাবার,বিস্কুট প্যাকেট ওষুধপত্র পৌঁছে দেওয়া হয় দফায় দফায় । তাই এই বন্যায় যাতে তেমন পরিস্থিতি না হয় তাই আগেভাগেই চেষ্টা করছে প্রশাসন ৷ কিন্তু এ বছর এখনও পর্যন্ত সেভাবে বন্যার ভ্রূকুটি দেখা যায়নি । যদিও ইতিমধ্যে কয়েকদিনের বৃষ্টিতে শিলাবতী নদীর জল উপচে পড়ছে ।
ফলে বন্যা যে কোনও সময় দেখা দিতে পারে এবং শেষের দিকে বিশেষ করে পুজোর সময় ডুবতে পারে ঘাটাল । এই আশঙ্কায় এবার ঘাটালবাসীর উদ্দেশ্যে বার্তা দিতে রাস্তায় নেমেই সতর্ক করলেন মহকুমাশাসক । যেই ছবি দেখা গেল এ দিন । এ দিন রীতিমত স্পিডবোট করে তিনি লাইফ জ্যাকেট পরে দুই পাড়ের মানুষজনকে এই সতর্ক বার্তা দেন ।
উল্লেখ্য, ভোটের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ দেবের হয়ে ঘাটাল প্রচারে এসে ঘোষণা করেছিলেন ডিসেম্বরে শেষের দিকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। ডিসেম্বর মাস হতে এখনও অনেক বাকি । তবে যদি এই ঘাটাল মাস্টারপ্ল্যান কাজ হয়ে যায় সেক্ষেত্রে বন্যার হাত থেকে নিষ্কৃতী পাবে ঘাটালবাসী ।