কলকাতা, 13 জুন: তীব্র তাপপ্রবাহের জেরে নাজেহাল বঙ্গবাসী । অত্যধিক গরমে অস্বস্তি বাড়িয়েছে আর্দ্রতা ৷ দেড় মাস গরমের ছুটি শেষে গত 10 জুন স্কুল খুলেছে ৷ তবে পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্কুলগুলিকে গরমের কথা মাথায় রেখে ক্লাসের সময় পরিবর্তনের অনুরোধ করা হয়েছে । মূলত দুপুরের বদলে স্কুলগুলিকে সকালে এগিয়ে নিয়ে আসার কথা বলা হয়েছে ।
এদিকে তাতেই সমস্যার কথা জানিয়েছে একাধিক স্কুল কর্তৃপক্ষ । শহর কলকাতার পাশাপাশি বহু স্কুলে প্রাইমারি ক্লাস হয় সকালে, সেকেন্ডারি ক্লাস শুরু হয় দুপুরে ৷ তাই কোনওভাবে সময় পরিবর্তন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বেশ কিছু স্কুল কর্তৃপক্ষ ।
এই বিষয়ে হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্তের বক্তব্য, "আমাদের 10টা 35 পর্যন্ত প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণির ক্লাস চলে ৷ এরপর 10টা 40 থেকে শুরু হয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস । তাই কোনওভাবে দুপুরের ক্লাসকে এগিয়ে আনা সম্ভব নয় । একসঙ্গে সকলের ক্লাস নেওয়ার মতো পরিকাঠামো স্কুলে নেই ।"
আর নয় বোরিং ক্লাস, স্কুলে বসে সিনেমা দেখছে পড়ুয়ারা, রইল বিশেষ প্রতিবেদন
শুধু তাই নয় সংস্কৃত কলেজিয়েট স্কুল, মেট্রোপলিটন স্কুলের মতো বহু স্কুলেই সকালের দিকে মেয়েদের ক্লাস হয়, দুপুরে শুরু হয় ছেলেদের ক্লাস । তাই তাদের পক্ষেও সময় পরিবর্তন করা একরকম অসম্ভব । পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন, "আমরা সময় পরিবর্তন করতে পারব না । তবে ক্লাসের মধ্যে তিনবার বিরতি দিচ্ছি । যাতে ওই সময়ে পড়ুয়ারা চোখে মুখে জল দিয়ে এবং জল খেতে পারে ।"
অন্যদিকে টাকি বয়েজ স্কুলের প্রধান শিক্ষিকা স্বাগতা বসাকের গলাতেও একই সুর ৷ কোনওভাবেই সময় পরিবর্তন করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন তিনি । স্কুলে কুলারের ব্যবস্থা করার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থাও রয়েছে । অন্যদিকে, টাকি গার্লসের তিনতলার সব পড়ুয়াকে নামিয়ে আনা হয়েছে একতলার হল ঘরে ৷ সেখানে তাদের ক্লাস চলছে ৷ কিন্তু সময় কোনওভাবে বদল করতে পারছেন না ৷
সময় পরিবর্তন নিয়ে বেথুন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য বলেন, "আমাদের স্কুলে সময় বদলানোটা একটু মুশকিল । কারণ, সকাল সাতটা থেকে সাড়ে 10টা পর্যন্ত প্রাথমিক বিভাগ চলে । 10টা 40 থেকে ষষ্ঠ থেকে দ্বাদশের ক্লাস শুরু হয় । আবার অতগুলো ক্লাসরুম নেই যে, আমি সব ক্লাসকেই সকালে নিয়ে আসতে পারব । তাই এটা করা যাবে কি না, একটু ভাবতে হবে ।"
কুলার চালালেও আর্দ্রতা-ভ্যাপসা গরমে ভোগান্তি ? এই 3 টিপসে মুহূর্তে ঘর হবে ঠান্ডা