ETV Bharat / state

মামলার খরচ জোগানোর টাকা নেই, এফডি ভাঙাতে পারবেন সন্দীপ ? আজ শুনানি হাইকোর্টে - SANDIP GHOSH

ফিক্সড ডিপোজিট ভাঙানোর অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন সন্দীপ ঘোষ ৷ আজ সেই মামলার শুনানি ৷

SANDIP GHOSH
ফিক্সড ডিপোজিট ভাঙানোর অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন সন্দীপ ঘোষের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2024, 1:01 PM IST

কলকাতা 18 অক্টোবর: আইনজীবীদের ফি দিতে গিয়ে নাকি হিমশিম খাচ্ছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ আর তাই ভাঙাতে হচ্ছে ফিক্সড ডিপোজিট ৷ কিন্তু, সেক্ষেত্রে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার অসহযোগিতা করছেন বলে তাঁর অভিযোগ ৷ তাই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন সন্দীপ ৷ আজ সেই মামলার শুনানি রয়েছে ৷

আরজি কর-কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ তাঁর বিরুদ্ধে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতিরও অভিযোগ রয়েছে ৷ এই দু’টি মামলার খরচ সামাল দিতে গিয়ে নাকি নাজেহাল হতে হচ্ছে তাঁকে ৷ নিম্ন আদালতের মামলায় আইনজীবীদের ফি মেটাতে তাই এবার সন্দীপের ভরসা ফিক্সড ডিপোজিট ৷ 20 লাখ টাকার ফিক্সড ডিপোজিট ভাঙাতে চান তিনি ৷ তাই কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন সন্দীপ ৷

কিন্তু, সরাসরি কলকাতা হাইকোর্টে কেন ? সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন সন্দীপ ৷ প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের বিরুদ্ধে মূলত তাঁর অভিযোগ ৷ ফিক্সড ডিপোজিট ভাঙাতে সুপারের ছাড়পত্র লাগবে ৷ কিন্তু, তাঁর সই করা নথিতে ছাড়পত্র না-দেওয়ার অভিযোগ করেছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ৷ ফলে 20 লাখ টাকার ফিক্সড ডিপোজিট ভাঙাতে পারছেন না তিনি ৷ সেই কারণেই এবার কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন ৷

উল্লেখ্য, এর আগে নিম্ন আদালতে সন্দীপ ঘোষের হয়ে কোনও আইনজীবী সওয়াল করতে চাননি ৷ এমনকি আলিপুর ও শিয়ালদা আদালতের আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ দেখান ৷ পরে সেখানে হাইকোর্টের আইনজীবীকে সন্দীপের হয়ে সওয়াল করতে দেখা গিয়েছে ৷ এমনকি সরকারি প্যানেলের আইনজীবী সন্দীপ ঘোষের হয়ে কলকাতা হাইকোর্টে সওয়াল করেছেন ৷

কলকাতা 18 অক্টোবর: আইনজীবীদের ফি দিতে গিয়ে নাকি হিমশিম খাচ্ছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ আর তাই ভাঙাতে হচ্ছে ফিক্সড ডিপোজিট ৷ কিন্তু, সেক্ষেত্রে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার অসহযোগিতা করছেন বলে তাঁর অভিযোগ ৷ তাই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন সন্দীপ ৷ আজ সেই মামলার শুনানি রয়েছে ৷

আরজি কর-কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ তাঁর বিরুদ্ধে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতিরও অভিযোগ রয়েছে ৷ এই দু’টি মামলার খরচ সামাল দিতে গিয়ে নাকি নাজেহাল হতে হচ্ছে তাঁকে ৷ নিম্ন আদালতের মামলায় আইনজীবীদের ফি মেটাতে তাই এবার সন্দীপের ভরসা ফিক্সড ডিপোজিট ৷ 20 লাখ টাকার ফিক্সড ডিপোজিট ভাঙাতে চান তিনি ৷ তাই কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন সন্দীপ ৷

কিন্তু, সরাসরি কলকাতা হাইকোর্টে কেন ? সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন সন্দীপ ৷ প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের বিরুদ্ধে মূলত তাঁর অভিযোগ ৷ ফিক্সড ডিপোজিট ভাঙাতে সুপারের ছাড়পত্র লাগবে ৷ কিন্তু, তাঁর সই করা নথিতে ছাড়পত্র না-দেওয়ার অভিযোগ করেছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ৷ ফলে 20 লাখ টাকার ফিক্সড ডিপোজিট ভাঙাতে পারছেন না তিনি ৷ সেই কারণেই এবার কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন ৷

উল্লেখ্য, এর আগে নিম্ন আদালতে সন্দীপ ঘোষের হয়ে কোনও আইনজীবী সওয়াল করতে চাননি ৷ এমনকি আলিপুর ও শিয়ালদা আদালতের আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ দেখান ৷ পরে সেখানে হাইকোর্টের আইনজীবীকে সন্দীপের হয়ে সওয়াল করতে দেখা গিয়েছে ৷ এমনকি সরকারি প্যানেলের আইনজীবী সন্দীপ ঘোষের হয়ে কলকাতা হাইকোর্টে সওয়াল করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.