ETV Bharat / state

উচ্চ রক্তচাপের ওষুধ খেতে চায় না সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহাজাহান - Sheikh Shahjahan

Sheikh Shahjahan: আবারও উচ্চরক্ত চাপের ওষুধ খেতে অনীহা সন্দেশখালির বাঘ শেখ শাহজাহানের ৷ বৃহস্পতিবারই তাকে পুলিশ হেফজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 11:02 PM IST

কলকাতা, 29 মার্চ: পুলিশ হেফাজতে সন্দেশখালিকাণ্ডের মূলপাণ্ডা শেখ শাহজাহান ৷ সিবিআই সূত্রের খবর, হেফাজতে থাকাকালীন প্রত্যেক 48 ঘণ্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষা হত তার ৷ আদালতের নির্দেশ মতোই জোকার ইএসআই হাসপাতালে প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা হত শেখ শাহজাহানের ৷ সেই রিপোর্ট অনুযায়ী সুগার না থাকলেও শেখ শাহজাহানের আছে উচ্চ রক্তচাপজনিত সমস্যা । যার জন্য নিয়মিত তাকে ওষুধ খেতে হয় । পুলিশ হেফাজতের পরই সেই ওষুধ খেতে অনীহা প্রকাশ করছে শেখ শাহজাহান ৷

এটাই প্রথম নয়, এর আগে নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে থাকাকালীনও ওষুধ খেতে অনীহা প্রকাশ করেছিল সে ৷ তবে চাপে পড়ে অবশ্য ওষুধ খাওয়া শুরু করেছিল ৷ বৃহস্পতিবার আবার শাহজাহানের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট আদালত ৷ পুলিশ হেফজতের পরই আবারও শুরু ওষুধ খেতে অনিহা প্রকাশ সন্দেশখালির বেতাজ বাদশার ৷ এদিন রাত থেকেই উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়া কার্যত বন্ধ করে দিয়েছে শাহজাহান । সংশোধনাগার সূত্রের খবর, চিকিৎসকের পরামর্শে তাঁর প্রেসক্রাইব করা ওষুধ শাহজাহানকে দিলে প্রথম দিকে সেটা নিতে সে অস্বীকার করে । ওষুধটা হাতে নিলেও তা সকালে খায়নি ৷ জায়গার জিনিস জায়গাতেই ছিল ৷ ওষুধ খাওয়া তাঁর জন্য অত্যন্ত জরুরি ৷ এই পরিস্থিতিতে ওষুধ খেতে অনীহা প্রকাশ করলে স্বাস্থ্যের অবনতি হতে পারে এমনটাই ধারণা অনেকের ৷

বৃহস্পতিবার সিবিআই হেফাজত শেষ হয়েছে শাহজাহানের ৷ এবার এনফোর্সমেন্ট ডিরেক্টর-এর গোয়েন্দারা শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে চায় । শনিবার আবারও আদালতের দ্বারস্থ হতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শাহজাহানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ সবথেকে বড় অভিযোগ মাছের ব্যবসায় দুর্নীতি । তদন্তে নেমেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে পারেন যে আর্থিক দুর্নীতিতে যুক্ত । একাধিক ব্যবসায়ীকে হুমকিও পর্যন্ত দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । শেখ শাহজাহানকে এই মাছের ব্যবসার দুর্নীতির ঘটনাতেই সংশোধনাগারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি ।

আরও পড়ুন:

  1. সিবিআইয়ের পর এবার ইডি হেফাজতে থাকতে পারেন শাহজাহান
  2. বাড়ির পাশ থেকেই ইডি আধিকারিকদের উপর হামলার নির্দেশ, শাহজাহানকে নিয়ে চাঞ্চল্যকর দাবি সিবিআই'য়ের
  3. ইডি'র উপর হামলা হয়েছিল তারই ভাটার ইটে! চিনতে অস্বীকার শাহজাহানের

কলকাতা, 29 মার্চ: পুলিশ হেফাজতে সন্দেশখালিকাণ্ডের মূলপাণ্ডা শেখ শাহজাহান ৷ সিবিআই সূত্রের খবর, হেফাজতে থাকাকালীন প্রত্যেক 48 ঘণ্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষা হত তার ৷ আদালতের নির্দেশ মতোই জোকার ইএসআই হাসপাতালে প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা হত শেখ শাহজাহানের ৷ সেই রিপোর্ট অনুযায়ী সুগার না থাকলেও শেখ শাহজাহানের আছে উচ্চ রক্তচাপজনিত সমস্যা । যার জন্য নিয়মিত তাকে ওষুধ খেতে হয় । পুলিশ হেফাজতের পরই সেই ওষুধ খেতে অনীহা প্রকাশ করছে শেখ শাহজাহান ৷

এটাই প্রথম নয়, এর আগে নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে থাকাকালীনও ওষুধ খেতে অনীহা প্রকাশ করেছিল সে ৷ তবে চাপে পড়ে অবশ্য ওষুধ খাওয়া শুরু করেছিল ৷ বৃহস্পতিবার আবার শাহজাহানের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট আদালত ৷ পুলিশ হেফজতের পরই আবারও শুরু ওষুধ খেতে অনিহা প্রকাশ সন্দেশখালির বেতাজ বাদশার ৷ এদিন রাত থেকেই উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়া কার্যত বন্ধ করে দিয়েছে শাহজাহান । সংশোধনাগার সূত্রের খবর, চিকিৎসকের পরামর্শে তাঁর প্রেসক্রাইব করা ওষুধ শাহজাহানকে দিলে প্রথম দিকে সেটা নিতে সে অস্বীকার করে । ওষুধটা হাতে নিলেও তা সকালে খায়নি ৷ জায়গার জিনিস জায়গাতেই ছিল ৷ ওষুধ খাওয়া তাঁর জন্য অত্যন্ত জরুরি ৷ এই পরিস্থিতিতে ওষুধ খেতে অনীহা প্রকাশ করলে স্বাস্থ্যের অবনতি হতে পারে এমনটাই ধারণা অনেকের ৷

বৃহস্পতিবার সিবিআই হেফাজত শেষ হয়েছে শাহজাহানের ৷ এবার এনফোর্সমেন্ট ডিরেক্টর-এর গোয়েন্দারা শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে চায় । শনিবার আবারও আদালতের দ্বারস্থ হতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শাহজাহানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ সবথেকে বড় অভিযোগ মাছের ব্যবসায় দুর্নীতি । তদন্তে নেমেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে পারেন যে আর্থিক দুর্নীতিতে যুক্ত । একাধিক ব্যবসায়ীকে হুমকিও পর্যন্ত দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । শেখ শাহজাহানকে এই মাছের ব্যবসার দুর্নীতির ঘটনাতেই সংশোধনাগারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি ।

আরও পড়ুন:

  1. সিবিআইয়ের পর এবার ইডি হেফাজতে থাকতে পারেন শাহজাহান
  2. বাড়ির পাশ থেকেই ইডি আধিকারিকদের উপর হামলার নির্দেশ, শাহজাহানকে নিয়ে চাঞ্চল্যকর দাবি সিবিআই'য়ের
  3. ইডি'র উপর হামলা হয়েছিল তারই ভাটার ইটে! চিনতে অস্বীকার শাহজাহানের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.