ETV Bharat / state

সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো! ভাইরাল ভিডিয়োয় বিজেপি নেতার দাবি ঘিরে তরজা - Sandeshkhali Viral Video

Sandeshkhali Viral Video: সন্দেশখালি নিয়ে একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ ওই ভিডিয়োতে সেখানে ওঠা নারী নির্যাতনের অভিযোগ সাজানো বলে দাবি করা হয়েছে ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

Sandeshkhali Viral Video
সন্দেশখালি নিয়ে ভাইরাল হওয়া ভিডিয়োয় বিজেপি নেতা (ছবি : ভিডিয়ো থেকে নেওয়া)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 2:27 PM IST

Updated : May 4, 2024, 5:48 PM IST

কলকাতা, 4 মে: সন্দেশখালিতে শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে নারী নির্যাতনের যে অভিযোগ উঠেছে, তা কি পুরোটাই সাজানো ? শনিবার সামনে আসা একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে এই প্রশ্নই উঠতে শুরু করেছে ৷ ওই ভিডিয়োর মাধ্যমে স্থানীয় দু’জন বিজেপি নেতা ও এক মহিলার বক্তব্য সামনে এসেছে ৷ সেখানে তাঁরা পুরো ঘটনাটিকেই সাজানো বলে মন্তব্য করেছেন ৷ এমনকি, এর নেপথ্য়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন বলেও ওই নেতারা বলছেন ৷

যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ তবে ভিডিয়োটি ছড়িয়ে গিয়েছে সোশাল মিডিয়ায় ৷ সেখানে বিজেপির দুই মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল ও শান্তি দোলুইয়ের বক্তব্য রয়েছে ৷ তাঁরা দাবি করছেন, সন্দেশখালিতে নারী নির্যাতনের কোনও ঘটনা ঘটেনি ৷ রাজনীতির জন্য মিথ্যে ছককষা হয়েছে । মিথ্যে অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে । সন্দেশখালিতে কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি । সবটাই মহিলাদের দিয়ে বলানো হয়েছে । তৃণমূল নেতাদের গ্রেফতার করাতে না পারলে আন্দোলন করানো যাবে না । ভোটেও দাঁড়ানো যাবে না । সেই কারণেই এই পরিকল্পনা করা হয় ৷

ওই ভিডিয়োতে বিজেপি নেতাদের মুখে উঠে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামও ৷ তাঁরা বলেছেন, শুভেন্দু অধিকারী নিজে টাকা ও মোবাইল দিয়ে সাহায্য করেছেন । এছাড়া ভিডিয়োতে জবারানি সিংহ নামে এক মহিলার বয়ানও রয়েছে ৷ তিনি জানিয়েছেন যে কিভাবে তাঁকে দিয়ে সাজানো অভিযোগ করা হয়েছে ৷

স্বাভাবিকভাবে এই নিয়ে হইচই পড়েছে রাজ্য রাজনীতিতে ৷ উল্লেখ্য়, কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিজেপি যে বাংলা বিরোধী, তা নিয়ে বড় তথ্য প্রকাশ্যে আসতে চলেছে ৷ তারপর আজ শনিবার সন্দেশখালি নিয়ে একটি ভিডিয়ো প্রকাশ্যে এল । ভিডিয়ো প্রকাশ্যে আসার পর এই নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সোশাল মিডিয়ায় তিনি এই নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালিকাণ্ডে হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই, রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট প্রধান বিচারপতি
  2. সন্দেশখালি: সিবিআই তদন্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, শুনানি পিছিয়ে জুলাইয়ে
  3. সন্দেশখালিতে পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত কনস্টেবল, আটক 3

কলকাতা, 4 মে: সন্দেশখালিতে শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে নারী নির্যাতনের যে অভিযোগ উঠেছে, তা কি পুরোটাই সাজানো ? শনিবার সামনে আসা একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে এই প্রশ্নই উঠতে শুরু করেছে ৷ ওই ভিডিয়োর মাধ্যমে স্থানীয় দু’জন বিজেপি নেতা ও এক মহিলার বক্তব্য সামনে এসেছে ৷ সেখানে তাঁরা পুরো ঘটনাটিকেই সাজানো বলে মন্তব্য করেছেন ৷ এমনকি, এর নেপথ্য়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন বলেও ওই নেতারা বলছেন ৷

যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ তবে ভিডিয়োটি ছড়িয়ে গিয়েছে সোশাল মিডিয়ায় ৷ সেখানে বিজেপির দুই মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল ও শান্তি দোলুইয়ের বক্তব্য রয়েছে ৷ তাঁরা দাবি করছেন, সন্দেশখালিতে নারী নির্যাতনের কোনও ঘটনা ঘটেনি ৷ রাজনীতির জন্য মিথ্যে ছককষা হয়েছে । মিথ্যে অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে । সন্দেশখালিতে কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি । সবটাই মহিলাদের দিয়ে বলানো হয়েছে । তৃণমূল নেতাদের গ্রেফতার করাতে না পারলে আন্দোলন করানো যাবে না । ভোটেও দাঁড়ানো যাবে না । সেই কারণেই এই পরিকল্পনা করা হয় ৷

ওই ভিডিয়োতে বিজেপি নেতাদের মুখে উঠে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামও ৷ তাঁরা বলেছেন, শুভেন্দু অধিকারী নিজে টাকা ও মোবাইল দিয়ে সাহায্য করেছেন । এছাড়া ভিডিয়োতে জবারানি সিংহ নামে এক মহিলার বয়ানও রয়েছে ৷ তিনি জানিয়েছেন যে কিভাবে তাঁকে দিয়ে সাজানো অভিযোগ করা হয়েছে ৷

স্বাভাবিকভাবে এই নিয়ে হইচই পড়েছে রাজ্য রাজনীতিতে ৷ উল্লেখ্য়, কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিজেপি যে বাংলা বিরোধী, তা নিয়ে বড় তথ্য প্রকাশ্যে আসতে চলেছে ৷ তারপর আজ শনিবার সন্দেশখালি নিয়ে একটি ভিডিয়ো প্রকাশ্যে এল । ভিডিয়ো প্রকাশ্যে আসার পর এই নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সোশাল মিডিয়ায় তিনি এই নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালিকাণ্ডে হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই, রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট প্রধান বিচারপতি
  2. সন্দেশখালি: সিবিআই তদন্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, শুনানি পিছিয়ে জুলাইয়ে
  3. সন্দেশখালিতে পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত কনস্টেবল, আটক 3
Last Updated : May 4, 2024, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.