ETV Bharat / state

সন্দেশখালি-কাণ্ডে রাষ্ট্রপতি শাসন চেয়ে দ্রৌপদী মুর্মুকে চিঠি জাতীয় মহিলা কমিশনের - West Bengal Sandeshkhali Violence

NCW Chief recommends Presidents rule in WB: সন্দেশখালির পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় ৷ ফলে এবার রাষ্ট্রপতি শাসনের দাবি জানাল জাতীয় মহিলা কমিশনও ৷

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Mar 5, 2024, 6:51 PM IST

Updated : Mar 5, 2024, 7:27 PM IST

নয়াদিল্লি, 5 মার্চ: সন্দেশখালি কাণ্ডে রাষ্ট্রপতি শাসনের দাবি ৷ সন্দেশখালি থেকেই রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেছিলেন কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ৷ এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে ফের রাজ্যে রাষ্ট্রপতি শাসনের আবেদন করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ৷ এর আগে জাতীয় আদিবাসী কমিশন, এসসি-এসটি কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনের দলও সন্দেশখালি পরিদর্শনের পর রাষ্ট্রপতি শাসনের আবেদন করেছিলেন ৷

সংবাদ সংস্থা পিটিআই’কে রেখা শর্মা জানান, সন্দেশখালির পরিস্থিতি এখনও ভয়াবহ ৷ তবে শুধু সন্দেশখালিই নয়, রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে ৷ রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি ৷ ফলে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন হয়ে পড়েছে ৷ মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এই বিষয়ে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে ৷ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বলেন, ‘‘ঘটনার যাবতীয় তথ্য রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয়েছে ৷ রাষ্ট্রপতি মুর্মু জানিয়েছেন, তিনি সন্দেশখালির ঘটনায় অবহিত রয়েছেন ৷ সন্দেশখালির পরিস্থিতির উপর তিনি নজর রাখছেন ৷’’

গত মাসে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের নেতৃত্বে একটি দল সন্দেশখালি পৌঁছয় ৷ সন্দেশখালি-কাণ্ডে এখনও পর্যন্ত নারী নির্যাতনের কতগুলি অভিযোগ জমা পড়েছে ? তার মধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ক’টি ? অভিযোগ পেয়ে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে ? কতজনকে গ্রেফতার করা হয়েছে ? যাবতীয় তথ্য জানতে চাওয়া হয়েছিল ৷

এর আগে গত 15 ফেব্রুয়ারি গ্রামের নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন জাতীয় তফসিলি কমিশনের সদস্যরা ৷ কমিশনের চেয়ারম্যান অরুণ হালদারের সামনে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অত‍্যাচারের অভিযোগ করেছিলেন গ্রামের মহিলারা ৷ হাড়হিম করা সেই সমস্ত অভিযোগ শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছিলেন কমিশনের সদস্যরা ৷ এরপর নয়াদিল্লিতে ফিরে রিপোর্ট জমা দেন কমিশনের সদস্যরা ৷

আরও পড়ুন:

নয়াদিল্লি, 5 মার্চ: সন্দেশখালি কাণ্ডে রাষ্ট্রপতি শাসনের দাবি ৷ সন্দেশখালি থেকেই রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেছিলেন কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ৷ এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে ফের রাজ্যে রাষ্ট্রপতি শাসনের আবেদন করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ৷ এর আগে জাতীয় আদিবাসী কমিশন, এসসি-এসটি কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনের দলও সন্দেশখালি পরিদর্শনের পর রাষ্ট্রপতি শাসনের আবেদন করেছিলেন ৷

সংবাদ সংস্থা পিটিআই’কে রেখা শর্মা জানান, সন্দেশখালির পরিস্থিতি এখনও ভয়াবহ ৷ তবে শুধু সন্দেশখালিই নয়, রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে ৷ রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি ৷ ফলে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন হয়ে পড়েছে ৷ মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এই বিষয়ে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে ৷ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বলেন, ‘‘ঘটনার যাবতীয় তথ্য রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয়েছে ৷ রাষ্ট্রপতি মুর্মু জানিয়েছেন, তিনি সন্দেশখালির ঘটনায় অবহিত রয়েছেন ৷ সন্দেশখালির পরিস্থিতির উপর তিনি নজর রাখছেন ৷’’

গত মাসে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের নেতৃত্বে একটি দল সন্দেশখালি পৌঁছয় ৷ সন্দেশখালি-কাণ্ডে এখনও পর্যন্ত নারী নির্যাতনের কতগুলি অভিযোগ জমা পড়েছে ? তার মধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ক’টি ? অভিযোগ পেয়ে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে ? কতজনকে গ্রেফতার করা হয়েছে ? যাবতীয় তথ্য জানতে চাওয়া হয়েছিল ৷

এর আগে গত 15 ফেব্রুয়ারি গ্রামের নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন জাতীয় তফসিলি কমিশনের সদস্যরা ৷ কমিশনের চেয়ারম্যান অরুণ হালদারের সামনে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অত‍্যাচারের অভিযোগ করেছিলেন গ্রামের মহিলারা ৷ হাড়হিম করা সেই সমস্ত অভিযোগ শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছিলেন কমিশনের সদস্যরা ৷ এরপর নয়াদিল্লিতে ফিরে রিপোর্ট জমা দেন কমিশনের সদস্যরা ৷

আরও পড়ুন:

Last Updated : Mar 5, 2024, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.