ETV Bharat / state

বাংলাদেশে আক্রান্ত সন্তদের বিচার চেয়ে এপার বাংলার রাজপথে সাধু সমাজ - Saints Rally in Kolkata - SAINTS RALLY IN KOLKATA

Saints Rally in Kolkata: বাংলাদেশে আক্রান্ত সন্তদের বিচার চেয়ে এপার বাংলার রাজপথে নামল সাধু সমাজ ৷ তারা রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন ৷

ETV BHARAT
বাংলাদেশে আক্রান্ত সন্তদের বিচার চেয়ে এপার বাংলার রাজপথে সাধু সমাজ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 11, 2024, 10:22 AM IST

কলকাতা, 11 অগস্ট: ওপার বাংলায় সন্ন্যাসীদের উপর নিগ্রহ এবং হত্যার প্রতিবাদে এপার বাংলায় পথে নামলেন সাধু-সন্তরা । তাঁরা ডেপুটেশন জমা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ৷

বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের গণহত্যার বিরুদ্ধে ভারত সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়ে শনিবার শহরের রাজপথে নামে সনাতন সংস্কৃতি সংসদ । মিছিল করে তারা আজ রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ডেপুটেশন জমা দেন । প্রথমে সাধুসন্তরা রানি রাসমণি অ্যাভিনিউতে জমায়েত করেন, তারপর তাঁরা মিছিল করে রাজভবনের উদ্দেশে রওনা হন ৷

সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে নিত্যানন্দজি মহারাজ জানান যে, বাংলাদেশে সাধুসন্তদের উপর যেভাবে অত্যাচার চলছে, সারা বিশ্বের হিন্দুরা এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন । তাই ওখানকার হিন্দুরা যাতে এই দেশে ফিরে আসতে পারেন, সেজন্য কেন্দ্র সরকার যাতে আন্তর্জাতিক সীমান্তগুলি খুলে দেয়, রাজ্যপালের কাছে সেই আবেদন জানান সাধুরা । তাঁদের অভিযোগ, বিভিন্ন জায়গার মঠ ও মন্দির আক্রান্ত হচ্ছে, এদিন সেই সুরক্ষারও আবেদন জানানো হয় ৷

স্বামী সর্বানন্দজি মহারাজ জানান যে, বাংলাদেশে সনাতনীদের উপর অত্যাচার চলছে ৷ তাই যতদিন না-পর্যন্ত বাংলাদেশ শান্ত হয়, ততদিন অন্তত ওপার বাংলার হিন্দুদের এই দেশে আশ্রয় দেওয়া হোক । এটাই সাধুদের মূল এবং একমাত্র দাবি ।

দুই বাংলাতেই অনেক মঠ, মন্দির ও আশ্রম রয়েছে । বাংলাদেশে হিন্দু সমাজ আক্রান্ত হচ্ছে বল অভিযোগ আসছে । তাই সরকারিভাবে যাতে তাঁদের সুরক্ষার দ্রুত ব্যবস্থা করা হয় সেই আবেদন জানানো হয়েছে । তাই সাধু সংসদের পক্ষ থেকে আরও একটি আবেদন যে, যেসব হিন্দুরা ওপার বাংলায় অসহায় বোধ করে এপারে আসতে চাইছেন, তাঁদের জন্য যেন বর্ডার খুলে দেওয়া হয় এবং তাঁদের আশ্রয় দেওয়া হয় ।

কলকাতা, 11 অগস্ট: ওপার বাংলায় সন্ন্যাসীদের উপর নিগ্রহ এবং হত্যার প্রতিবাদে এপার বাংলায় পথে নামলেন সাধু-সন্তরা । তাঁরা ডেপুটেশন জমা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ৷

বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের গণহত্যার বিরুদ্ধে ভারত সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়ে শনিবার শহরের রাজপথে নামে সনাতন সংস্কৃতি সংসদ । মিছিল করে তারা আজ রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ডেপুটেশন জমা দেন । প্রথমে সাধুসন্তরা রানি রাসমণি অ্যাভিনিউতে জমায়েত করেন, তারপর তাঁরা মিছিল করে রাজভবনের উদ্দেশে রওনা হন ৷

সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে নিত্যানন্দজি মহারাজ জানান যে, বাংলাদেশে সাধুসন্তদের উপর যেভাবে অত্যাচার চলছে, সারা বিশ্বের হিন্দুরা এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন । তাই ওখানকার হিন্দুরা যাতে এই দেশে ফিরে আসতে পারেন, সেজন্য কেন্দ্র সরকার যাতে আন্তর্জাতিক সীমান্তগুলি খুলে দেয়, রাজ্যপালের কাছে সেই আবেদন জানান সাধুরা । তাঁদের অভিযোগ, বিভিন্ন জায়গার মঠ ও মন্দির আক্রান্ত হচ্ছে, এদিন সেই সুরক্ষারও আবেদন জানানো হয় ৷

স্বামী সর্বানন্দজি মহারাজ জানান যে, বাংলাদেশে সনাতনীদের উপর অত্যাচার চলছে ৷ তাই যতদিন না-পর্যন্ত বাংলাদেশ শান্ত হয়, ততদিন অন্তত ওপার বাংলার হিন্দুদের এই দেশে আশ্রয় দেওয়া হোক । এটাই সাধুদের মূল এবং একমাত্র দাবি ।

দুই বাংলাতেই অনেক মঠ, মন্দির ও আশ্রম রয়েছে । বাংলাদেশে হিন্দু সমাজ আক্রান্ত হচ্ছে বল অভিযোগ আসছে । তাই সরকারিভাবে যাতে তাঁদের সুরক্ষার দ্রুত ব্যবস্থা করা হয় সেই আবেদন জানানো হয়েছে । তাই সাধু সংসদের পক্ষ থেকে আরও একটি আবেদন যে, যেসব হিন্দুরা ওপার বাংলায় অসহায় বোধ করে এপারে আসতে চাইছেন, তাঁদের জন্য যেন বর্ডার খুলে দেওয়া হয় এবং তাঁদের আশ্রয় দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.