সোনারপুর, 30 মে: রেশন দুর্নীতিতে নাম জড়ানোয় অস্বস্তির মুখে পড়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । এবার ঋতুপর্ণার পাশে দাঁড়ালেন সতীর্থ সায়নী ঘোষ ৷ যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোনারপুরের বনহুগলিতে একটি জনসভায় যোগ দিতে এসেছিলেন বৃহস্পতিবার ৷ সেখানে অভিনেত্রী বলেন, "ঋতুদিকে তলব বিরোধীদের চক্রান্ত হতেই পারে । কারণ ইডি কখন কী করে তা সব থেকে ভালো বিরোধীরা জানে । ঋতুদিকে এর আগেও অনেকবার 'গ্রিল' করা হয়েছে । কিন্তু তিনি খুব সুন্দরভাবে পরিস্থিতি সামলেছেন । আমি আশা করব এবারেও তা-ই হবে ।"
এর আগেও একাধিকবার 'এজেন্সি রাজনীতি' ইস্যুতে সরব হয়েছেন রাজ্যের শাসকদলের নেতারা । তাঁদের দাবি ছিল, ইডি ও সিবিআইয়ের মতো এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি । যদিও সেই দাবি খারিজ করে দিয়েছিলেন বিজেপি নেতারা । এ দিন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে প্রচারে আসেন বলিউড অভিনেতা ও শাসকদলের নেতা শত্রুঘ্ন সিনহা । ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির তলব প্রসঙ্গে তিনি আরও একবার বিজেপির দিকে তোপ দাগেন ৷ তিনি বলেন, "ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অপব্যবহার করা হচ্ছে ৷ কেন্দ্রের শাসকদল এটা করছে ৷ ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে ইচ্ছাকৃতভাবে মানুষের উপর আক্রমণ করা হচ্ছে ৷ ভোটে দেশের জনতা এর জবাব দেবে ৷"
আরও পড়ুন: রেশন দুর্নীতি কাণ্ডে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব ইডি'র
ভোটের শেষলগ্নের প্রচারে সায়নী ঘোষ বলেন, "মানুষের যে সমর্থন ও ভালোবাসা পেয়েছি তাতে জয়ের ব্যাপারে আশাবাদী ।" আত্মবিশ্বাসী সায়নীর আরও মন্তব্য, "আমি জিতে গিয়েছি।" সোনারপুরের বনহুগলির এ দিন তাঁর সমর্থনে বক্তব্য রাখেন শত্রুঘ্ন সিনহাও ।
উল্লেখ্য, রেশন দুর্নীতিকাণ্ডে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । আগামী 5 জুন সকাল 11টা নাগাদ টলি অভিনেত্রীকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। তবে এটাই প্রথম নয়, এর আগে 2019 সালে রোজভ্যালি চিটফান্ড কান্ডে ইডি'র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় তাঁকে ৷ তবে ইডির নোটিশের বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঋতুপর্ণার তরফে । এবার তাঁর পাশে দাঁড়িয়েছেন সায়নী ঘোষ ও শত্রুঘ্ন সিনহা ৷
আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রীকে অপমান করতে গিয়ে ছোট হয়েছে বাংলা', খোঁচা সায়নীর