বারুইপুর, 11 মার্চ: জনগর্জন সভায় প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূলের সেকন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আসন্ন লোকসভা নির্বাচনে এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ ৷ প্রার্থী তালিকায় নিজের নাম ঘোষণার পর দেরি না করেই সোমবার থেকে প্রচার শুরু করলেন নেত্রী ৷ এদিন দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলতলা এলাকায় একটি সভা করেন ৷
প্রচারের সময় নেত্রীর সঙ্গে ছিলেন, বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার ও দক্ষিণ 24 পরগনার তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী ৷ এদিন স্থানীয় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা করেন সায়নী ঘোষ ৷ এই সভা থেকেই যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ বিস্ফোরক মন্তব্য করেন ৷ তিনি বলেন, "এখন গাদ্দারের জামানা ৷ যাঁকে ভালোবেসে 33টি পদ দেওয়া হয়েছিল সেই পিছনে ছুরি মেরেছে।" রাজনৈতক মহল মনে করছে নাম না-করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই কটাক্ষ করেন তিনি ৷"
তিনি আরও বলেন, "আমি প্রথমে ভেবেছিলাম বর্ধমান লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছি ৷ কিন্তু জনগর্জন সমাবেশের মঞ্চ থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা হল ।" এদিনের নির্বাচনী প্রচারেই সায়নী ঘোষ জানান, 1984 সালে অর্থাৎ 30 বছর আগে যুবনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে জয়ী করেছিল যাদবপুরবাসী ৷ "এবার আমাকে জেতান, আমিও যুবনেত্রী। নিরাশ করব না। " এমনটাই বললেন প্রার্থী সায়নি ঘোষ ৷
তিনি আরও বলেন, "লড়াইয়ের ময়দানে নেমেছি, আমি লড়াই করব। বিধায়ক কাউন্সিলার, পঞ্চায়েতের সদস্য, জেলা পরিষদের সদস্য, সবাই পাশে রয়েছেন। সর্বোপরি ছাত্র-যুব-মহিলা সকলের সমর্থন রয়েছে। ফলে এই লড়াইয়ে আমি জিতব। তিন বছর ধরে সংগঠন করছি । অভিনেত্রী কম, সভানেত্রী বেশি হয়ে গিয়েছি। মানুষ এখন সেভাবেই আমায় চেনে । আমি কাজ করব, তাঁরা যেন নিশ্চিন্ত থাকেন।" প্রসঙ্গত, এই প্রথমবার লোকসভা নির্বাচনে লড়াই করছেন সায়নী ঘোষ । এর আগে 2021 সালে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন সায়নী । আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে লড়াই করে বিজেপির অগ্নিমিত্রা পালের কাছে পরাজিত হন তিনি ।
আরও পড়ুন: