কলকাতা, 14 ডিসেম্বর: ফের রাজ্যে আসতে পারেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন রাও ভাগবত ৷ সূত্র মারফত জানা গিয়েছে, 2025 সালের শুরুতে অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহেই তাঁর বঙ্গ সফরে আসার সম্ভাবনা ৷
প্রতি বছরের মার্চ মাসে মোহন ভাগবতের সারা বছরের কর্মসূচি ঠিক হয়ে যায় ৷ বছরের বেশিরভাগ সময়ই নানা রাজ্যে বিভিন্ন কর্মসূচি থাকে তাঁর ৷ সারা বছর প্রতিটি রাজ্যে দু'টি কর্মসূচি বাধা থাকে তাঁর ৷ তার একটি, সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন রাজ্যের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করা ৷ আর দ্বিতীয়টি হল প্রবাস কর্মসূচি ৷ সেই প্রবাস কর্মসূচিতেই এবার রাজ্যে আসছেন ভগবত ৷
তাই এবারেও বঙ্গে সংঘের কাজ কেমন চলছে তা পর্যালোচনা করতে তিন থেকে চার দিনের সফরে আসতে পারেন তিনি ৷ তবে তিনি ক'দিন কলকাতায় থাকবেন এবং রাজ্যের কোথায় কোথায় যাবেন, সেই সূচি এখনও সামনে আসেনি ৷ বৈঠকগুলি রাজ্যে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান কার্যালয় কেশব ভবনে হতে পারে বলে একটি সূত্রের দাবি ৷
পাশাপাশি, তিনি বাংলার সংঘ চালকদের বাড়িতেও রাত্রিবাস করেন ৷ সাধারণত রাজ্য সফরে এলে তিনি রাজ্যের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দেখা করে বৈঠকও সারেন ৷ জানা গিয়েছে যে এবারও বেশ কিছু সাংগঠনিক বৈঠকের পাশাপাশি এই ধরনের সৌজন্য সাক্ষাৎ করতে পারেন আরএসএস প্রধান ৷ তবে কাদের সঙ্গে তাঁর দেখা হবে সেই বিষয়ও কিছু জানা যায়নি।
একইসঙ্গে ভগবত রাজ্যে এলে বঙ্গজ বিজেপি নেতারাও তাঁর সঙ্গে দেখা করতে যান। সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্য়ে কথা হয়। প্রয়োজন মতো পরামর্শও দেন ভগবত। এবারও তেমন কিছু হতে পারে বলে খবর। কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতির আবহে মোহন ভাগবতের বঙ্গ সফরের সময় বা তারিখের রদবদল হাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন সংঘের রাজ্য নেতাদের একটা বড় অংশ ৷ শেষমেশ কবে তিনি রাজ্যে আসেন সেটাই এখন দেখার।