শিলিগুড়ি, 6 জুলাই: সাড়ে 14 হাজার ফুট উচ্চতাতেও অবাধ বিচরণ ! সিকিমের পাহাড়ি জঙ্গলকে করিডর করেই ভারত থেকে ভুটানের জঙ্গলে পাড়ি দিচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার । শনিবার এমনটাই তথ্য দিয়ে জানিয়েছে সিকিম বন দফতর ও ভুটানের বন মন্ত্রক । সম্প্রতি ভুটানে সাউথ এশিয়া ওয়াইল্ড লাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্ক (এসএডাব্লুইএন)-এর তরফে আয়োজিত একটি আন্তর্জাতিক কর্মশালায় দুই দেশের তরফে ওই তথ্য তুলে ধরা হয় । মূলত, ওই কর্মশালাটি ‘কাউন্টারিং ওয়াইল্ডলাইফের’ উপর ছিল ।
উত্তর সিকিমের পকিয়ং জেলায় পাঙ্গোলাখা অভয়ারণ্য তৈরি হয়েছে 2002 সালে । ভারত-ভুটান সীমান্তে ওই জঙ্গল এলাকার পরিধি 128 বর্গ কিলোমিটার । সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 14 হাজার 400 ফুট । সেখানেই এখন রয়্যাল বেঙ্গল টাইগারের অবাধ বিচরণ রয়েছে । মূলত, ওই জঙ্গলে কোন ধরনের বন্যপ্রাণ রয়েছে, তাদের জীবনচক্র ও জীব বৈচিত্র্যে আবহাওয়া ও পরিবেশ পরিবর্তনের প্রভাব তাদের উপরে কেমন পড়ছে, এসব জানতে 2018 সাল থেকে ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সহযোগিতায় সিকিম বন ও পরিবেশ দফতর অনুসন্ধানের কাজ শুরু করে ।
ওই কারণে জঙ্গলে বন্যপ্রাণের করিডরগুলো ট্র্যাপ ক্যামেরায় মুড়ে দেওয়া হয় । আর সেই ক্যামেরাতেই ধরা পরে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি । জানা গিয়েছে, 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ওই সিকিম ভুটান করিডর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সেই রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি সিকিমের পাঙ্গোলাখা অভয়ারণ্যে ধরা পরেছিল, সেই বাঘটিকেই এপ্রিল মাসে ভুটানের সামসে জঙ্গলে দেখা গিয়েছে । যার ছবিও ধরা পড়েছে ট্র্যাপ ক্যামেরায় ।
সিকিমের ডিভিশনাল ফরেস্ট অফিসার (পূর্ব সিকিম, ওয়াইল্ডলাইফ) নর্দেন ভুটিয়া বলেন, "সিকিমের পাঙ্গোলাখা ও ভুটানের সামসে জঙ্গলের মধ্যে যে করিডর রয়েছে, তা ভীষণভাবে গুরুত্বপূর্ণ । ওই করিডর দিয়ে বন্যপ্রাণীদের বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগারের অবাধ বিচরণ রয়েছে । যা দুই দেশে লাগানো ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া ছবির মাধ্যমে প্রমাণিত । এই জন্য দুই দেশের বন মন্ত্রক এবং সিকিম বন দফতর ওই করিডরগুলির সংরক্ষণে আরও বেশি জোর দেবে । তবে সব থেকে বড় বিষয় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে 14 হাজার ফুট উচ্চতাতেও রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতিতে আমরা খুশি ।"