ETV Bharat / state

উত্তরবঙ্গের এই জঙ্গলেই 11 হাজার ফুট উচ্চতায় ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল - ROYAL BENGAL TIGER

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 9, 2024, 10:26 AM IST

Royal Bengal tiger pictures clicked by trap Cameras: 'উত্তরের অ্যামাজনের জঙ্গল' নামে পরিচিত নেওড়াভ্যালি জাতীয় উদ্যান ৷ সেখানেই 11 হাজার ফুট উচ্চতায় মিলল বাঘের সন্ধান। নেওড়াভ্যালির জাতীয় উদ্যানে বাঘের ছবি ক্যামেরাবন্দি করা হয়েছে ।

NEORA VALLEY NATIONAL PARK
নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে রয়্যাল বেঙ্গল (নিজস্ব চিত্র)

জলপাইগুড়ি, 9 অগস্ট: 'উত্তরের অ্যামাজন' বলে পরিচিত নেওড়াভ্যালির জাতীয় উদ্যানে বাঘের ছবি ক্যামেরাবন্দি ৷ সমতল থেকে প্রায় 11 হাজার ফুট উচ্চতায় পাহাড়ি এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ৷ জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণী বিভাগের নেওড়াভ্যালির জঙ্গলে এই প্রথম বর্ষাকালে দেখা মিলল বাঘের ৷

2017 সাল থেকে নেওড়াভ্যালির জঙ্গলে একাধিকবার ট্র‍্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে ৷ তবে প্রথমবার বর্ষাকালে রয়্যাল বেঙ্গলের ছবি ধরা পড়ল ৷ স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বনবিভাগ। এর আগে শীতকালে এই জঙ্গলে বাঘের ছবি ধরা পড়েছিল। তারপরই বন দফতর ট্র্যাপ ক্যামেরা লাগনোর প্রস্তুতি শুরু করে ৷ চলতি বছর মে মাসে সিকিমের প্যাঙ্গোলাখা অভয়ারণ্যে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল রয়্যাল বেঙ্গলের ছবি। সেই বাঘের সঙ্গে নেওড়াভ্যালির জঙ্গলের বাঘ এক কি না, সেটাও খতিয়ে দেখছে সিকিম বন বিভাগও ৷ বাঘের পায়ের ছাপ, গায়ের ডোরাকাটা দাগ খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। 'উত্তরের অ্যামাজন' বলে পরিচিত দুর্গম নেওড়াভ্যালির জঙ্গলে বাঘের ছবি ধরা পড়ায় এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে ।

গরুমারা বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বনাধিকারিক দ্বিজো প্রতীম সেন জানান, পার্শ্ববর্তী ভুটান এবং সিকিমের জঙ্গলের সঙ্গে নেওড়াভ্যালির জঙ্গলের যোগ রয়েছে ৷ কিছুদিন আগে সিকিমেও রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা গিয়েছিল ৷ আমরা সিকিমের বনবিভাগের সঙ্গে যোগাযোগ করছি ৷ ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে, তার সঙ্গে নেওড়াভ্যালি জঙ্গলে ক্যামেরাবন্দি হওয়া বাঘের ছবির মিল রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।

উল্লেখ্য, 1998 সালে নেওড়াভ্যালি জঙ্গলে প্রথমবার বাঘের অস্তিত্বের প্রমাণ পায় বন্যপ্রাণী বিভাগ ৷ সমতল থেকে প্রায় 11 হাজার ফুট উচুতে জলপাইগুড়ি গরুমারা বন্যপ্রাণী বিভাগের 159.89 বর্গ কিলোমিটার পাহাড়ি জঙ্গলজুড়ে রয়েছে নেওড়াভ্যালি জাতীয় উদ্যান । সাম্প্রতিককালে, 19 বছর পর অর্থাৎ 2017 সালের 19 জানুয়ারি আনমোল ছেত্রী নামে এক ড্রাইভার লাভা থেকে পেডং যাওয়ার রাস্তায় নিজের মোবাইল ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তোলেন ৷ এরপরেই বন দফতর বেশি করে ট্র‍্যাপ ক্যামেরা লাগায়। এরপরেই বিভিন্ন সময়ে বাঘের ছবি ধরা পড়েছে ৷

2017 সালের 23 জানুয়ারি, প্রথমবার নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে সরকারিভাবে ট্র‍্যাপ ক্যামেরাবন্দি হয়েছিল রয়্যাল বেঙ্গলের ছবি ৷ এরপর 2017 সালের 16 ফেব্রুয়ারি ও 2018 সালের 5 জানুয়ারি এবং 2020 সালের 13 জানুয়ারি ফের ক্যামেরায় বাঘবন্দি হয় । 2022 সালের 28 অক্টোবর এবং 2023 সালের জানুয়ারি মাসে বাঘের ছবি ফের ক্যামেরাবন্দি হয় ৷ একাধিকবার বাঘের ছবি ধরা পড়ায় পাকাপাকিভাবে নেওড়াভ্যালিতে বাঘ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বন্যপ্রাণী বিভাগ।

জলপাইগুড়ি, 9 অগস্ট: 'উত্তরের অ্যামাজন' বলে পরিচিত নেওড়াভ্যালির জাতীয় উদ্যানে বাঘের ছবি ক্যামেরাবন্দি ৷ সমতল থেকে প্রায় 11 হাজার ফুট উচ্চতায় পাহাড়ি এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ৷ জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণী বিভাগের নেওড়াভ্যালির জঙ্গলে এই প্রথম বর্ষাকালে দেখা মিলল বাঘের ৷

2017 সাল থেকে নেওড়াভ্যালির জঙ্গলে একাধিকবার ট্র‍্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে ৷ তবে প্রথমবার বর্ষাকালে রয়্যাল বেঙ্গলের ছবি ধরা পড়ল ৷ স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বনবিভাগ। এর আগে শীতকালে এই জঙ্গলে বাঘের ছবি ধরা পড়েছিল। তারপরই বন দফতর ট্র্যাপ ক্যামেরা লাগনোর প্রস্তুতি শুরু করে ৷ চলতি বছর মে মাসে সিকিমের প্যাঙ্গোলাখা অভয়ারণ্যে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল রয়্যাল বেঙ্গলের ছবি। সেই বাঘের সঙ্গে নেওড়াভ্যালির জঙ্গলের বাঘ এক কি না, সেটাও খতিয়ে দেখছে সিকিম বন বিভাগও ৷ বাঘের পায়ের ছাপ, গায়ের ডোরাকাটা দাগ খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। 'উত্তরের অ্যামাজন' বলে পরিচিত দুর্গম নেওড়াভ্যালির জঙ্গলে বাঘের ছবি ধরা পড়ায় এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে ।

গরুমারা বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বনাধিকারিক দ্বিজো প্রতীম সেন জানান, পার্শ্ববর্তী ভুটান এবং সিকিমের জঙ্গলের সঙ্গে নেওড়াভ্যালির জঙ্গলের যোগ রয়েছে ৷ কিছুদিন আগে সিকিমেও রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা গিয়েছিল ৷ আমরা সিকিমের বনবিভাগের সঙ্গে যোগাযোগ করছি ৷ ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে, তার সঙ্গে নেওড়াভ্যালি জঙ্গলে ক্যামেরাবন্দি হওয়া বাঘের ছবির মিল রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।

উল্লেখ্য, 1998 সালে নেওড়াভ্যালি জঙ্গলে প্রথমবার বাঘের অস্তিত্বের প্রমাণ পায় বন্যপ্রাণী বিভাগ ৷ সমতল থেকে প্রায় 11 হাজার ফুট উচুতে জলপাইগুড়ি গরুমারা বন্যপ্রাণী বিভাগের 159.89 বর্গ কিলোমিটার পাহাড়ি জঙ্গলজুড়ে রয়েছে নেওড়াভ্যালি জাতীয় উদ্যান । সাম্প্রতিককালে, 19 বছর পর অর্থাৎ 2017 সালের 19 জানুয়ারি আনমোল ছেত্রী নামে এক ড্রাইভার লাভা থেকে পেডং যাওয়ার রাস্তায় নিজের মোবাইল ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তোলেন ৷ এরপরেই বন দফতর বেশি করে ট্র‍্যাপ ক্যামেরা লাগায়। এরপরেই বিভিন্ন সময়ে বাঘের ছবি ধরা পড়েছে ৷

2017 সালের 23 জানুয়ারি, প্রথমবার নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে সরকারিভাবে ট্র‍্যাপ ক্যামেরাবন্দি হয়েছিল রয়্যাল বেঙ্গলের ছবি ৷ এরপর 2017 সালের 16 ফেব্রুয়ারি ও 2018 সালের 5 জানুয়ারি এবং 2020 সালের 13 জানুয়ারি ফের ক্যামেরায় বাঘবন্দি হয় । 2022 সালের 28 অক্টোবর এবং 2023 সালের জানুয়ারি মাসে বাঘের ছবি ফের ক্যামেরাবন্দি হয় ৷ একাধিকবার বাঘের ছবি ধরা পড়ায় পাকাপাকিভাবে নেওড়াভ্যালিতে বাঘ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বন্যপ্রাণী বিভাগ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.