কলকাতা, 3 অক্টোবর: তাঁকে গ্রেফতার করে ভুল করেছে পুলিশ ৷ বললেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ৷ বাঁশদ্রোণী থানায় ধরনার কারণে তাঁকে গ্রেফতারের পর আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ ৷ নগরপাল মনোজ ভার্মার দাবি, থানার কাজে ব্যাঘাত ঘটানোর জন্যই রূপার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে ৷ এদিন এক হাজার টাকার বন্ডে বিজেপি নেত্রীর জামিন মঞ্জুর করে আলিপুর আদালত ৷ 2025 সালের 25 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি ৷
এদিন আলিপুর আদালতে তোলার আগে রূপা গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়, কেন তাঁকে গ্রেফতার করা হল ৷ তখন তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, "ওরা বলছে, আমি নাকি ওদের কাজে বিরক্ত করেছি ৷ আমি তো চুপচাপ বসেছিলাম ৷ কিছুই করিনি ৷ আমাকে গ্রেফতার করে ভুল করল পুলিশ ৷ এটা উচিত হয়নি ৷" তাঁকে রাতভর থানা থেকে জল দেওয়া বা শৌচাগার ব্যবহার করতেও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন রূপার আইনজীবী প্রশান্ত মজুমদার ৷ তিনি জানান, এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে রূপাকে জামিন দিয়েছে আলিপুর আদালত ৷
যদিও এব্যাপারে নগরপাল মনোজ ভার্মা জানান, "বুধবার রাতে তিনি আসেন বাঁশদ্রোণী থানার সামনে ৷ আমরা তাঁকে জানাই, আমরা ব্যবস্থা নিয়েছি ৷ এরপর আদালতে যা করার করতে হবে । তার পরেও উনি থানার সামনে বসেছিলেন । তাঁর জন্য পুলিশের কাজে অসুবিধা হচ্ছিল । তাই একটা কেস করে ওঁকে আটক করি ।"
এবিষয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন যে, দোষীদের ধরা হচ্ছে না, আর যিনি ন্যায় চাইতে গেলেন তাঁকে গ্রেফতার করা হল । অগ্নিমিত্রার কথায়, "এটা কী হচ্ছে রাজ্যে ? এই কি এগিয়ে বাংলা ! জেসিবি-র ধাক্কায় ক্লাস নাইনের পড়ুয়া কিশোরের মৃত্যু হল । গাড়ির চালক বা দোষীদের এখনও ধরা গেল না । পুলিশ সাধারণ মানুষের মারের ভয়ে পালিয়ে গেল । আর সেখানে তৃণমূল এসে পুলিশকে বাঁচাল । শোনা যাচ্ছে যে, চালকটি মদ্যপ অবস্থায় গাড়িটা চালাচ্ছিল । রূপাদি ন্যায় চাইতে গেলে তাঁকে গ্রেফতার করা হল । আর আসল দোষীকে ধরা হচ্ছে না ।"
উল্লেখ্য, বুধবার সকালে নবম শ্রেণির ছাত্র কোচিং সেন্টারে যাওয়ার সময়, একটি জেসিবি ওই ছাত্রকে প্রথমে ধাক্কা মারে, পরে পিষে দেয় গাছের সঙ্গে ৷ মাথায় গুরুতর আঘাত লাগে পড়ুয়ার ৷ এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও নবম শ্রেণির ওই ছাত্রকে বাঁচানো যায়নি ৷ এই ঘটনার পরেই তীব্র উত্তেজনা ছড়ায় বাঁশদ্রোণী এলাকায় ৷ পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিজেপির প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ৷ তিনি জানান, যত দিন না অভিযুক্তদের গ্রেফতার করা হবে, তত দিন তিনি থানায় ধরনায় বসে থাকবেন ৷ বৃহস্পতিবার সকালেও বাঁশদ্রোণী থানা চত্বরে ধরনায় ছিলেন তিনি ৷ এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷