ETV Bharat / state

রাত দখলে ঋতুপর্ণাকে ঘিরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ! ‘গো ব্যাক’ শুনে ফিরে গেলেন অভিনেত্রী - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Rituparna Sengupta Faces Go Back Slogan: রাত দখলে যোগ দিতে শ্যামবাজারে গিয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ৷ সেখানেই বিক্ষোভের মুখে পড়লেন তিনি ৷ ভাঙচুর করা হল তাঁর গাড়িও ৷ শেষপর্যন্ত বিক্ষোভ না-থামায় ফিরে যান ঋতুপর্ণা সেনগুপ্ত ৷

Rituparna Sengupta
‘গো ব্যাক’ শুনে ফিরে গেলেন অভিনেত্রী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 6:38 AM IST

Updated : Sep 5, 2024, 8:25 AM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালের ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে ট্রোলের মুখে পড়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ শঙ্খ বাজিয়ে যে ভিডিয়োটি পোস্ট করেছিলেন, তাও ডিলিট করে দিয়েছিলেন অভিনেত্রী ৷ যদিও তাতে কটাক্ষ কমেনি ৷ এবার শ্যামবাজারে রাত দখলে এসে আন্দোলনকারীদের ক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী ৷

রাত দখলে ঋতুপর্ণাকে ঘিরে বিক্ষোভ (ইটিভি ভারত)

বুধবার রাতে ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডাক্তার’-এর ডাকা রাত দখলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বহু সাধারণ মানুষ । কলকাতা শহরের বিভিন্ন জায়গায় রাস্তা দখল করে আন্দোলন চালাচ্ছেন আমজনতা । দাবি আরজি কর কাণ্ডে ন্যায়বিচার । আমজনতার পাশাপশি পথে নেমেছেন বিনোদন জগতের বহু মানুষও । বুধবার রাতে শ্যামবাজারে আসেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । তারপরেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান আমজনতা । ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় । এমনকী তাঁর গাড়ি ভাঙচুর করা হয় । অভিযোগ, এদিন শ্যামবাজার চত্বরে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন থাকলেও, ওই সময় কোনও পুলিশকে দেখা যায়নি ৷

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ঋতুপর্ণা । শঙ্খ বাজিয়ে প্রতিবাদ করেছিলেন তিনি । কিন্তু তারপরেই ট্রোলের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে ৷ নেটিজেনদের দাবি, শাঁখের আওয়াজটির রেকর্ড বাজিয়েছেন । আর ভিডিয়োতে যে শঙ্খটি দেখা গিয়েছে, সেটি জলশঙ্খ । কটাক্ষের মুখে পড়ে সেই ভিডিয়ো সরিয়ে নেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ৷ যদিও তারপরেও প্রতিবাদ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে । বুধবার রাত দখলের কর্মসূচিতে যোগ দিতে শ্যামবাজারে আসেন ঋতুপর্ণা । সেসময়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ । কোনওমতে গাড়ি থেকে নেমে তিনি আবারও গাড়িতে উঠতে বাধ্য হন । তারপর চলে যান ।

প্রসঙ্গত, সারা শহর জুড়ে চলছে রাতদখল কর্মসূচি । শুধুমাত্র কলকাতা নয়, আন্দোলনের রেশ ছড়িয়ে গিয়েছে দেশ থেকে বিদেশেও । আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এদিনের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিনোদন জগতের বহু মানুষ । এসেছিলেন চৈতি ঘোষাল, উষসী চক্রবর্তীও । শ্যামবাজারে জমায়েতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী সোলাঙ্কি রায় ।

আরও পড়ুন:

কলকাতা, 5 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালের ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে ট্রোলের মুখে পড়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ শঙ্খ বাজিয়ে যে ভিডিয়োটি পোস্ট করেছিলেন, তাও ডিলিট করে দিয়েছিলেন অভিনেত্রী ৷ যদিও তাতে কটাক্ষ কমেনি ৷ এবার শ্যামবাজারে রাত দখলে এসে আন্দোলনকারীদের ক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী ৷

রাত দখলে ঋতুপর্ণাকে ঘিরে বিক্ষোভ (ইটিভি ভারত)

বুধবার রাতে ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডাক্তার’-এর ডাকা রাত দখলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বহু সাধারণ মানুষ । কলকাতা শহরের বিভিন্ন জায়গায় রাস্তা দখল করে আন্দোলন চালাচ্ছেন আমজনতা । দাবি আরজি কর কাণ্ডে ন্যায়বিচার । আমজনতার পাশাপশি পথে নেমেছেন বিনোদন জগতের বহু মানুষও । বুধবার রাতে শ্যামবাজারে আসেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । তারপরেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান আমজনতা । ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় । এমনকী তাঁর গাড়ি ভাঙচুর করা হয় । অভিযোগ, এদিন শ্যামবাজার চত্বরে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন থাকলেও, ওই সময় কোনও পুলিশকে দেখা যায়নি ৷

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ঋতুপর্ণা । শঙ্খ বাজিয়ে প্রতিবাদ করেছিলেন তিনি । কিন্তু তারপরেই ট্রোলের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে ৷ নেটিজেনদের দাবি, শাঁখের আওয়াজটির রেকর্ড বাজিয়েছেন । আর ভিডিয়োতে যে শঙ্খটি দেখা গিয়েছে, সেটি জলশঙ্খ । কটাক্ষের মুখে পড়ে সেই ভিডিয়ো সরিয়ে নেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ৷ যদিও তারপরেও প্রতিবাদ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে । বুধবার রাত দখলের কর্মসূচিতে যোগ দিতে শ্যামবাজারে আসেন ঋতুপর্ণা । সেসময়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ । কোনওমতে গাড়ি থেকে নেমে তিনি আবারও গাড়িতে উঠতে বাধ্য হন । তারপর চলে যান ।

প্রসঙ্গত, সারা শহর জুড়ে চলছে রাতদখল কর্মসূচি । শুধুমাত্র কলকাতা নয়, আন্দোলনের রেশ ছড়িয়ে গিয়েছে দেশ থেকে বিদেশেও । আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এদিনের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিনোদন জগতের বহু মানুষ । এসেছিলেন চৈতি ঘোষাল, উষসী চক্রবর্তীও । শ্যামবাজারে জমায়েতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী সোলাঙ্কি রায় ।

আরও পড়ুন:

Last Updated : Sep 5, 2024, 8:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.