ETV Bharat / state

সিবিআই তদন্ত শুরুর আগেই দুর্ঘটনাস্থলের পাশে ভাঙা পড়ল আরজি করের ঘর - RG Kar Rape and Murder Case

RG Kar Medical College and Hospital: যে সেমিনার হলে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বেই ভাঙা হচ্ছে একটি ঘর ৷ তবে কি প্রমাণ লোপাটের উদ্দেশ্য ?

RG Kar Medical
ঘর ভাঙাকে কেন্দ্র করে বিক্ষোভ আরজি করে (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 13, 2024, 9:35 PM IST

কলকাতা, 13 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ফের ধুন্ধুমার পরিস্থিতি । হাসপাতালের ভিতরে মঙ্গলবার বিক্ষোভ দেখাল বাম-ছাত্র যুবরা । এমার্জেন্সি বিভাগের ভিতর সেমিনার হলের সামনে একটি ঘর ভাঙা হচ্ছিল । কেন এই ঘর ভাঙা হল প্রশ্ন তুলল বাম ছাত্র যুব সংগঠন । একই প্রশ্ন তুললেন আন্দোলনরত চিকিৎসক সংগঠনও । তবে লাগাতার আন্দোলনের চাপে আপাতত বন্ধ রাখা হয়েছে এই ভাঙার কাজ । এই সেমিনার হল থেকেই উদ্ধার হয়েছিল নির্যাতিতার দেহ ৷

আরজি কর হাসপাতালে চেস্ট মেডিসিনের যে ঘর ভাঙা হচ্ছিল তা ছিল চিকিৎসক খুনের সেমিনার হলে থেকে ঢিল ছোড়া দূরত্বে ৷ তবে কি প্রমাণ লোপাটের কোনও উদ্দেশ্য রয়েছে ? কেন এই ঘর ভাঙা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন আরজি কর মেডিক্যাল কলেজের আন্দোলনরত পড়ুয়ারা । যদিও সূত্রের খবর, পরশু দিন থেকেই এই ভাঙার কাজ চালু হয়েছে । এদিন হাসপাতালের বাইরে আন্দোলন করছিলেন বাম ছাত্র সংগঠনরা । এই বিষয় প্রকাশ্যে আসতেই তাঁরা মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের ভিতরে ব্যানার ছাড়া প্রবেশ করেন । মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত-সহ একাধিক বাম নেতারা এমার্জেন্সি ভিতরে প্রবেশ করেন। অন্যদিকে, ইমার্জেন্সির বাইরে কিন্তু হাসপাতালের ভিতরে বিক্ষোভ দেখান বাম ছাত্র-যুবরা ।

পরবর্তী সময়ে, এই ঘটনায় বাম ছাত্র যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "ভিতরে সেমিনার হলের সামনে একটি জায়গা ভাঙার কাজ চলছিল । প্রমাণ লোপাট করার চেষ্টা চলছে । আমরা গিয়ে তা আটকেছি ।" অপরদিকে আন্দোলনরত ছাত্র যুবরা এই বিষয়ে নিয়ে একটি বৈঠক করবেন তাঁরা । সেই বৈঠকে কেন এই ঘর ভাঙার কাজ হল তাও আলোচনা করা হবে ।

কলকাতা, 13 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ফের ধুন্ধুমার পরিস্থিতি । হাসপাতালের ভিতরে মঙ্গলবার বিক্ষোভ দেখাল বাম-ছাত্র যুবরা । এমার্জেন্সি বিভাগের ভিতর সেমিনার হলের সামনে একটি ঘর ভাঙা হচ্ছিল । কেন এই ঘর ভাঙা হল প্রশ্ন তুলল বাম ছাত্র যুব সংগঠন । একই প্রশ্ন তুললেন আন্দোলনরত চিকিৎসক সংগঠনও । তবে লাগাতার আন্দোলনের চাপে আপাতত বন্ধ রাখা হয়েছে এই ভাঙার কাজ । এই সেমিনার হল থেকেই উদ্ধার হয়েছিল নির্যাতিতার দেহ ৷

আরজি কর হাসপাতালে চেস্ট মেডিসিনের যে ঘর ভাঙা হচ্ছিল তা ছিল চিকিৎসক খুনের সেমিনার হলে থেকে ঢিল ছোড়া দূরত্বে ৷ তবে কি প্রমাণ লোপাটের কোনও উদ্দেশ্য রয়েছে ? কেন এই ঘর ভাঙা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন আরজি কর মেডিক্যাল কলেজের আন্দোলনরত পড়ুয়ারা । যদিও সূত্রের খবর, পরশু দিন থেকেই এই ভাঙার কাজ চালু হয়েছে । এদিন হাসপাতালের বাইরে আন্দোলন করছিলেন বাম ছাত্র সংগঠনরা । এই বিষয় প্রকাশ্যে আসতেই তাঁরা মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের ভিতরে ব্যানার ছাড়া প্রবেশ করেন । মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত-সহ একাধিক বাম নেতারা এমার্জেন্সি ভিতরে প্রবেশ করেন। অন্যদিকে, ইমার্জেন্সির বাইরে কিন্তু হাসপাতালের ভিতরে বিক্ষোভ দেখান বাম ছাত্র-যুবরা ।

পরবর্তী সময়ে, এই ঘটনায় বাম ছাত্র যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "ভিতরে সেমিনার হলের সামনে একটি জায়গা ভাঙার কাজ চলছিল । প্রমাণ লোপাট করার চেষ্টা চলছে । আমরা গিয়ে তা আটকেছি ।" অপরদিকে আন্দোলনরত ছাত্র যুবরা এই বিষয়ে নিয়ে একটি বৈঠক করবেন তাঁরা । সেই বৈঠকে কেন এই ঘর ভাঙার কাজ হল তাও আলোচনা করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.