ETV Bharat / state

আরজি করের ‘নিন্দনীয়’ ঘটনায় কলুষিত হয়েছে প্রতিষ্ঠাতার ভাবমূর্তি, মত হাসপাতালের প্রতিষ্ঠাতার পরিবারের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনার সমালোচনা করেছেন হাসপাতালের প্রতিষ্ঠাতে রাধাগোবিন্দ করের (আরজি কর) পরিবারের লোকেরা৷ তাঁর বলছেন, এই ঘটনা ঘটনা নিন্দনীয় ও প্রতিষ্ঠানকে কলুষিত করেছে ৷

RG Kar Doctor Rape and Murder
আরজি করের ছবি-সহ পরিবারের সদস্যরা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 5:26 PM IST

Updated : Aug 14, 2024, 8:55 PM IST

হাওড়া, 14 অগস্ট: আরজি কর-কাণ্ড নিয়ে এখন তোলপাড় সারা রাজ্য ৷ প্রতিবাদে সরব সকলেই ৷ কিন্তু যিনি এই হাসপাতাল তৈরি করেছিলেন, সেই আরজি কর অর্থাৎ রাধাগোবিন্দ করের পরিবারের লোকজন কী বলছেন এই ঘটনা নিয়ে ? তাঁরাও সমালোচনায় সরব হয়েছেন ৷

আরজি করের ‘নিন্দনীয়’ ঘটনায় কলুষিত হয়েছে প্রতিষ্ঠাতার ভাবমূর্তি, মত হাসপাতালের প্রতিষ্ঠাতার পরিবারের (ইটিভি ভারত)

ওই পরিবারের সদস্য স্বাগতা ঘোষ বলেন, ‘‘যে লোকটা নিজের মাথার টুপি খুলে হাতে নিয়ে লোকেদের কাছ থেকে ভিক্ষে করে এই হাসপাতাল তৈরি করেছিলেন, সেই প্রতিষ্ঠানে এই ধরনের নিন্দনীয় ঘটনা ঘটল ৷ প্রতিষ্ঠান যেভাবে কলুষিত হল, তা বলার ভাষা নেই । সেখানে নিরাপত্তা ছিল না, এটা প্রমাণিত । তবু আদালত ও আইনের উপর আস্থা আছে ৷ আশা করব তারা সঠিকভাবে প্রকৃত দোষীকে শাস্তি দেবে । এটা যেন না হয় প্রকৃত দোষীর বদলে অন্য কাউকে ধরে বিচার করা হল ।’’

হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত বেতর এলাকায় রাধাগোবিন্দ কর, মানে আরজি করের বাড়ি ৷ তাঁর পরিবারের লোকেরা এখন বসবাস করছেন সেখানে । পরিবারের তরফে জানানো হয়েছে যে আরজি কর ইংল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও দেশে ফিরে আসেন ৷ বিদেশে থাকলে তাঁর প্রভাব-প্রতিপত্তি হয়তো অনেক হতো ৷ কিন্তু তিনি তা না করে, দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন ৷ ইংরেজ আমলে লোকেদের থেকে হাত পেতে ভিক্ষে করে এশিয়ার মধ্যে সর্বপ্রথম বেসরকারি হাসপাতাল তৈরি করেন ।

তাঁর পরিবারের আরেক সদস্য পার্থ করের বক্তব্য, ‘‘সেখানে এই ধরনের নারকীয় ঘটনা, সেই প্রতিষ্ঠানের গরিমা নষ্ট করছে । আমার দিদি-সহ অনেকেই চিকিৎসকের পেশাতেই আছেন, তবে বর্তমানের যে পরিস্থিতি তাতে যদি হাতুড়ে চিকিৎসক তৈরি হয়, তাহলে বড় ক্ষতি । আমি রাজ্যের প্রশাসনের কাছে অনুরোধ করব সঠিক ও প্রয়োজনীয় পদক্ষেপ করতে ।’’

তিনি আরও বলেন, ‘‘এই ঘটনা রাজ্য, দেশ ছেড়ে আন্তর্জাতিক হয়ে উঠেছে । ইংল্যান্ডের প্রচলিত সংবাদমাধ্যমেও এই খবর প্রকাশিত হচ্ছে । বহু মহিলারা পেশার কারণে অনেক রাতে বাড়ি ফেরেন । আমার বাড়িতেও আছে । তাই তাঁদের নিরাপত্তার বিষয় প্রশাসনকেই দেখতে হবে, এটা তাদের দায়িত্ব ৷

উল্লেখ্য, গত শুক্রবার কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের চারতলার একটি সেমিনার হল থেকে এক চিকিৎসক পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ৷ ওই পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে ৷ এই ঘটনা নিয়ে উত্তাল সারা রাজ্য ৷ কর্মবিরতি পালন করছেন চিকিৎসকদের বড় অংশ৷ হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে ৷ পুলিশ আগেই একজনকে গ্রেফতার করেছিল৷ বুধবার তাঁকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় ৷

হাওড়া, 14 অগস্ট: আরজি কর-কাণ্ড নিয়ে এখন তোলপাড় সারা রাজ্য ৷ প্রতিবাদে সরব সকলেই ৷ কিন্তু যিনি এই হাসপাতাল তৈরি করেছিলেন, সেই আরজি কর অর্থাৎ রাধাগোবিন্দ করের পরিবারের লোকজন কী বলছেন এই ঘটনা নিয়ে ? তাঁরাও সমালোচনায় সরব হয়েছেন ৷

আরজি করের ‘নিন্দনীয়’ ঘটনায় কলুষিত হয়েছে প্রতিষ্ঠাতার ভাবমূর্তি, মত হাসপাতালের প্রতিষ্ঠাতার পরিবারের (ইটিভি ভারত)

ওই পরিবারের সদস্য স্বাগতা ঘোষ বলেন, ‘‘যে লোকটা নিজের মাথার টুপি খুলে হাতে নিয়ে লোকেদের কাছ থেকে ভিক্ষে করে এই হাসপাতাল তৈরি করেছিলেন, সেই প্রতিষ্ঠানে এই ধরনের নিন্দনীয় ঘটনা ঘটল ৷ প্রতিষ্ঠান যেভাবে কলুষিত হল, তা বলার ভাষা নেই । সেখানে নিরাপত্তা ছিল না, এটা প্রমাণিত । তবু আদালত ও আইনের উপর আস্থা আছে ৷ আশা করব তারা সঠিকভাবে প্রকৃত দোষীকে শাস্তি দেবে । এটা যেন না হয় প্রকৃত দোষীর বদলে অন্য কাউকে ধরে বিচার করা হল ।’’

হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত বেতর এলাকায় রাধাগোবিন্দ কর, মানে আরজি করের বাড়ি ৷ তাঁর পরিবারের লোকেরা এখন বসবাস করছেন সেখানে । পরিবারের তরফে জানানো হয়েছে যে আরজি কর ইংল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও দেশে ফিরে আসেন ৷ বিদেশে থাকলে তাঁর প্রভাব-প্রতিপত্তি হয়তো অনেক হতো ৷ কিন্তু তিনি তা না করে, দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন ৷ ইংরেজ আমলে লোকেদের থেকে হাত পেতে ভিক্ষে করে এশিয়ার মধ্যে সর্বপ্রথম বেসরকারি হাসপাতাল তৈরি করেন ।

তাঁর পরিবারের আরেক সদস্য পার্থ করের বক্তব্য, ‘‘সেখানে এই ধরনের নারকীয় ঘটনা, সেই প্রতিষ্ঠানের গরিমা নষ্ট করছে । আমার দিদি-সহ অনেকেই চিকিৎসকের পেশাতেই আছেন, তবে বর্তমানের যে পরিস্থিতি তাতে যদি হাতুড়ে চিকিৎসক তৈরি হয়, তাহলে বড় ক্ষতি । আমি রাজ্যের প্রশাসনের কাছে অনুরোধ করব সঠিক ও প্রয়োজনীয় পদক্ষেপ করতে ।’’

তিনি আরও বলেন, ‘‘এই ঘটনা রাজ্য, দেশ ছেড়ে আন্তর্জাতিক হয়ে উঠেছে । ইংল্যান্ডের প্রচলিত সংবাদমাধ্যমেও এই খবর প্রকাশিত হচ্ছে । বহু মহিলারা পেশার কারণে অনেক রাতে বাড়ি ফেরেন । আমার বাড়িতেও আছে । তাই তাঁদের নিরাপত্তার বিষয় প্রশাসনকেই দেখতে হবে, এটা তাদের দায়িত্ব ৷

উল্লেখ্য, গত শুক্রবার কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের চারতলার একটি সেমিনার হল থেকে এক চিকিৎসক পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ৷ ওই পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে ৷ এই ঘটনা নিয়ে উত্তাল সারা রাজ্য ৷ কর্মবিরতি পালন করছেন চিকিৎসকদের বড় অংশ৷ হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে ৷ পুলিশ আগেই একজনকে গ্রেফতার করেছিল৷ বুধবার তাঁকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় ৷

Last Updated : Aug 14, 2024, 8:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.