ETV Bharat / state

উৎসবে প্রতিবাদ ঘুড়িতে, রাত দখলের পর বিশ্বকর্মা পুজোয় আকাশ দখল - Vishwakarma Puja 2024 - VISHWAKARMA PUJA 2024

Vishwakarma Puja 2024: আরজি কর আবহে উৎসবের আকাশও ঢাকতে চলেছে প্রতিবাদের ঘুড়িতে ৷ রাত দখলের পর বিশ্বকর্মা পুজোয় এবার আকাশ দখলের পালা ৷ ঘুড়ির মাধ্যমে বিচারের দাবিতে সরব হবেন মানুষ ৷ কী কী বার্তা রয়েছে বিশেষ থিমের ঘুড়িতে ?

ETV BHARAT
রাত দখলের পর বিশ্বকর্মা পুজোয় আকাশ দখল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2024, 5:55 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা - আকাশে ঘুড়ির ঝাঁকে এগুলিরই অবাধ বিচরণ দেখা যায় বিশ্বকর্মা পুজোয় ৷ তবে এবার উৎসব হতে চলেছে আরজি কর আবহে ৷ ফলে আকাশ ঢাকবে প্রতিবাদের ঘুড়িতেই ৷ ঘুড়ি উড়িয়েই যাতে দিকে দিকে আরজি করের বিচারের দাবি ছড়িয়ে দেওয়া যায়, সেই চেষ্টা করেছেন বিক্রেতারা ৷ চাহিদাও তুঙ্গে সেই বিশেষ ঘুড়ির ৷ রাত দখলের পর এবার আকাশ দখল !

রাত দখলের পর বিশ্বকর্মা পুজোয় আকাশ দখল (নিজস্ব ভিডিয়ো)

আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল রাজ্য তথা দেশ ৷ বিচারের দাবিতে দিন থেকে রাত, রাস্তার দখল নিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ ৷ এবার শুরু আকাশ দখলের তোরজোড় ৷ ডাক্তারের প্রেসক্রিপশন, পুজোর চাঁদার বিল, অনলাইনে খাবারের বিল-সহ সবকিছুতে একটাই বার্তা ঘুরছে, 'জাস্টিস ফর আরজি কর' ৷ মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর ঘুড়িও তার থেকে বাদ পড়ল না ৷ এবারে সব উৎসবের থিমই যেন আরজি কর ইস্যু ৷

ঘুড়িতে কোথাও লেখা, 'তিলোত্তমা হারে না' ৷ আবার কোথায় দাবি, 'বিচার পাক অভয়া' ৷ আবার রয়েছে আরজি করের প্রতিবাদে অরিজিৎ সিংয়ের লেখা গানের লাইন, 'আর কবে' ৷ মঙ্গলবার বিশ্বকর্মা পুজোয় খোলা আকাশে এই ঘুড়ি উড়িয়েই আরও জোরালো হবে আরজি করের বিচারের দাবি ৷ রংবেরঙের ঘুড়ির পাশাপাশি এই ঘুড়ি বাজারে দেদার বিকোচ্ছে ৷

হাতিবাগান এলাকার ঘুড়ি বিক্রেতা শুভজিৎ গড়াই বলেন, "অনেক ক্রেতা সদ্য ঘটে যাওয়া ঘটনার বিচার চাইবেন ঘুড়ি মাধ্যমে । সেই ঘুড়ি উড়িয়েই প্রতিবাদ করবেন । তাই একাধিক এই ধরনের স্লোগান দিয়ে ঘুড়ি তৈরি করেছি ৷ অরিজিৎ সিংয়ের গানের লাইন 'আর কবে'ও ছাপানো হয়েছে ঘুড়িতে ৷ এই ঘুড়ি প্রচুর বিক্রি হচ্ছে । একেকটার দাম 15 টাকা ।"

লেবুতলা এলাকার আরেকটি দোকানের বিক্রেতা জানাচ্ছেন, "এরকম 100 ঘুড়ি অর্ডার করেছিলাম ৷ চোখের পলকে শেষ । ফের 200 ঘুড়ি অর্ডার করি । সেটাও শেষ । তাই আবারও 200 ঘুড়ি অর্ডার করেছি ৷ তার মধ্যে আর 10-12টা পড়ে রয়েছে । এত চাহিদা হবে কল্পনা করিনি ৷ চাহিদা যা আছে, সময় থাকলে আরও অর্ডার করা যেত । মানুষ এই দিনটায় যেমন ঘুড়ি উড়িয়ে আনন্দ করবেন, তেমনই তার মধ্যে দিয়েই প্রতিবাদও দেখাতে চাইছেন ।"

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ছেড়ে কাজে যোগ দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেছিলেন, "উৎসবে ফিরুন ৷" রাজ্যজুড়ে যখন প্রতিবাদের ঝড়, তখন তাঁর এই আহ্বানকে সহজভাবে নিতে পারেননি অনেকেই ৷ কিছু মানুষজন আবার উৎসবকেও প্রতিবাদমুখর করার ডাক দিয়েছিলেন ৷ দেবীপক্ষ শুরু হওয়ার আগে সেই প্রচেষ্টাই দেখা গেল বিশ্বকর্মা পুজোর প্রাক্কালে ৷ পুজোর দিনে আকাশ ফুঁড়ে দিকে দিকে পৌঁছবে প্রতিবাদীদের কণ্ঠ ৷ উই ওয়ান্ট জাস্টিস ৷

কলকাতা, 16 সেপ্টেম্বর: পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা - আকাশে ঘুড়ির ঝাঁকে এগুলিরই অবাধ বিচরণ দেখা যায় বিশ্বকর্মা পুজোয় ৷ তবে এবার উৎসব হতে চলেছে আরজি কর আবহে ৷ ফলে আকাশ ঢাকবে প্রতিবাদের ঘুড়িতেই ৷ ঘুড়ি উড়িয়েই যাতে দিকে দিকে আরজি করের বিচারের দাবি ছড়িয়ে দেওয়া যায়, সেই চেষ্টা করেছেন বিক্রেতারা ৷ চাহিদাও তুঙ্গে সেই বিশেষ ঘুড়ির ৷ রাত দখলের পর এবার আকাশ দখল !

রাত দখলের পর বিশ্বকর্মা পুজোয় আকাশ দখল (নিজস্ব ভিডিয়ো)

আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল রাজ্য তথা দেশ ৷ বিচারের দাবিতে দিন থেকে রাত, রাস্তার দখল নিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ ৷ এবার শুরু আকাশ দখলের তোরজোড় ৷ ডাক্তারের প্রেসক্রিপশন, পুজোর চাঁদার বিল, অনলাইনে খাবারের বিল-সহ সবকিছুতে একটাই বার্তা ঘুরছে, 'জাস্টিস ফর আরজি কর' ৷ মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর ঘুড়িও তার থেকে বাদ পড়ল না ৷ এবারে সব উৎসবের থিমই যেন আরজি কর ইস্যু ৷

ঘুড়িতে কোথাও লেখা, 'তিলোত্তমা হারে না' ৷ আবার কোথায় দাবি, 'বিচার পাক অভয়া' ৷ আবার রয়েছে আরজি করের প্রতিবাদে অরিজিৎ সিংয়ের লেখা গানের লাইন, 'আর কবে' ৷ মঙ্গলবার বিশ্বকর্মা পুজোয় খোলা আকাশে এই ঘুড়ি উড়িয়েই আরও জোরালো হবে আরজি করের বিচারের দাবি ৷ রংবেরঙের ঘুড়ির পাশাপাশি এই ঘুড়ি বাজারে দেদার বিকোচ্ছে ৷

হাতিবাগান এলাকার ঘুড়ি বিক্রেতা শুভজিৎ গড়াই বলেন, "অনেক ক্রেতা সদ্য ঘটে যাওয়া ঘটনার বিচার চাইবেন ঘুড়ি মাধ্যমে । সেই ঘুড়ি উড়িয়েই প্রতিবাদ করবেন । তাই একাধিক এই ধরনের স্লোগান দিয়ে ঘুড়ি তৈরি করেছি ৷ অরিজিৎ সিংয়ের গানের লাইন 'আর কবে'ও ছাপানো হয়েছে ঘুড়িতে ৷ এই ঘুড়ি প্রচুর বিক্রি হচ্ছে । একেকটার দাম 15 টাকা ।"

লেবুতলা এলাকার আরেকটি দোকানের বিক্রেতা জানাচ্ছেন, "এরকম 100 ঘুড়ি অর্ডার করেছিলাম ৷ চোখের পলকে শেষ । ফের 200 ঘুড়ি অর্ডার করি । সেটাও শেষ । তাই আবারও 200 ঘুড়ি অর্ডার করেছি ৷ তার মধ্যে আর 10-12টা পড়ে রয়েছে । এত চাহিদা হবে কল্পনা করিনি ৷ চাহিদা যা আছে, সময় থাকলে আরও অর্ডার করা যেত । মানুষ এই দিনটায় যেমন ঘুড়ি উড়িয়ে আনন্দ করবেন, তেমনই তার মধ্যে দিয়েই প্রতিবাদও দেখাতে চাইছেন ।"

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ছেড়ে কাজে যোগ দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেছিলেন, "উৎসবে ফিরুন ৷" রাজ্যজুড়ে যখন প্রতিবাদের ঝড়, তখন তাঁর এই আহ্বানকে সহজভাবে নিতে পারেননি অনেকেই ৷ কিছু মানুষজন আবার উৎসবকেও প্রতিবাদমুখর করার ডাক দিয়েছিলেন ৷ দেবীপক্ষ শুরু হওয়ার আগে সেই প্রচেষ্টাই দেখা গেল বিশ্বকর্মা পুজোর প্রাক্কালে ৷ পুজোর দিনে আকাশ ফুঁড়ে দিকে দিকে পৌঁছবে প্রতিবাদীদের কণ্ঠ ৷ উই ওয়ান্ট জাস্টিস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.