ETV Bharat / state

কলকাতা থেকে ত্রিপুরা-গুয়াহাটি রুটে নতুন গরিব রথ, কবে ? - Garib Rath Express trains

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 9:31 PM IST

Updated : Jun 22, 2024, 10:32 PM IST

GARIB RATH EXPRESS: কলকাতা থেকে আগরতলা এবং কলকাতা থেকে গুয়াহাটি রুটে চালু হচ্ছে নতুন দু'টি গরিব রথ ট্রেন ৷ এই দু'টি ট্রেনে বাতানুকূল পরিষেবার পাশাপাশি থাকছে ইকোনমি ক্লাসের সুবিধে ৷ যাত্রীদের সাধ্যের কথা মাথায় রেখে টিকিটের দাম ঠিক করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

Garib Rath Express trains
কলকাতা দু'টি রুটে গরিব রথ এক্সপ্রেস (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 22 জুন: ফের চালু হচ্ছে দু'জোড়া গরিব রথ এক্সপ্রেস ট্রেন ৷ ভারতীয় রেলের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে, আগরতলা-কলকাতা এবং গুয়াহাটি-কলকাতা রুটে একটি করে গরিব রথ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

কলকাতা ও ত্রিপুরার মধ্যে রেলপথে যাতায়াতকে আরও সহজ করতে আগামী মাস থেকে এই রুটে দু'টি নতুন ট্রেন চালু করতে চলেছে রেল মন্ত্রক ৷ ত্রিপুরার রাজধানী আগরতলা শহর এবং কলকাতার মধ্যে দু-দুটি গরিব রথ এক্সপ্রেস চালাবার সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড ৷ এই রুটটি বেশ জনপ্রিয় এবং বহু যাত্রী এই রুটে যাতায়াত করেন ৷

তাই বলা যায়, এই রুটে দু'টি নতুন ট্রেন চালু হলে যাত্রীরা উপকৃত হবেন ৷ যাত্রীরা সাধ্যের মধ্যেই আরামদায়ক ট্রেন সফরের অভিজ্ঞতা পাবেন ৷ পাশাপাশি ছাত্রছাত্রী, দু'টি শহরের ব্যবসায়ী মহল এবং রোগীরাও উপকৃত হবেন ৷ বাতানুকূল সুবিধাযুক্ত এই ট্রেনে থাকছে অত্যাধুনিক সব ব্যবস্থা ৷ এই ট্রেন দু'টিতে পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে । আগরতলা-কলকাতা এবং গুয়াহাটি-কলকাতা রুটের দু'টি ট্রেনেই এসি 3 ইকোনমি ক্লাস রয়েছে ৷

দুটি গরিব রথ ট্রেনের পরিষেবা চালু হতে চলেছে সেগুলি হল: 12502/12501 আগরতলা-কলকাতা-আগরতলা গরিব রথ এক্সপ্রেস এবং 12518/12517 গুয়াহাটি-কলকাতা-গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস ৷

আগামী 3 জুলাই থেকে প্রতি সপ্তাহের প্রতি বুধবার সকাল 07:35 মিনিটে আগরতলা থেকে ছাড়বে 12502 আগরতলা কলকাতা গরিব রথ এক্সপ্রেস ৷ ট্রেনটি পরের দিন বেলা 2.30 মিনিটে কলকাতা এসে পৌঁছবে ৷ পাশাপাশি 12501 কলকাতা-আগরতলা এক্সপ্রেস আগামী 7 জুলাই রাত 9.40 মিনিটে কলকাতা থেকে ছেড়ে মঙ্গলবার ভোর 5.15 মিনিটে আগরতলা পৌঁছবে ৷

অর্থাৎ সপ্তাহের প্রতি রবিবার কলকাতা থেকে ছাড়বে এই ট্রেনটি ৷ আপ ও ডাউন লাইনে এই ট্রেনটি ধর্মনগর, নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বোঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, কাটোয়া জং স্টেশন এবং ব্যান্ডেল জংশন দিয়ে যাতায়াত করবে ৷

অন্যদিকে 12518 গুয়াহাটি-কলকাতা গরিব রথ এক্সপ্রেস আগামী 6 জুলাই থেকে প্রতি সপ্তাহের শনিবার ছাড়বে ৷ ট্রেনটি গুয়াহাটি থেকে রাত 9 টার সময় ছাড়বে এবং পরের দিন দুপুর 2.30 মিনিটে কলকাতা পৌঁছবে ৷

12517 কলকাতা-গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস আগামী 4 জুলাই, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ছাড়বে ৷ এই ট্রেনটি কলকাতা থেকে রাত 9.40 মিনিটে ছেড়ে পরের দিন বিকেল 4:15 মিনিটে গুয়াহাটি পৌঁছবে। আপ ও ডাউন লাইনে ট্রেনটি গোয়ালপাড়া টাউন, নিউ বোঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, কাটোয়া জংশন এবং ব্যান্ডেল জংশন হয়ে যাতায়াত করবে।

নয়াদিল্লি, 22 জুন: ফের চালু হচ্ছে দু'জোড়া গরিব রথ এক্সপ্রেস ট্রেন ৷ ভারতীয় রেলের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে, আগরতলা-কলকাতা এবং গুয়াহাটি-কলকাতা রুটে একটি করে গরিব রথ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

কলকাতা ও ত্রিপুরার মধ্যে রেলপথে যাতায়াতকে আরও সহজ করতে আগামী মাস থেকে এই রুটে দু'টি নতুন ট্রেন চালু করতে চলেছে রেল মন্ত্রক ৷ ত্রিপুরার রাজধানী আগরতলা শহর এবং কলকাতার মধ্যে দু-দুটি গরিব রথ এক্সপ্রেস চালাবার সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড ৷ এই রুটটি বেশ জনপ্রিয় এবং বহু যাত্রী এই রুটে যাতায়াত করেন ৷

তাই বলা যায়, এই রুটে দু'টি নতুন ট্রেন চালু হলে যাত্রীরা উপকৃত হবেন ৷ যাত্রীরা সাধ্যের মধ্যেই আরামদায়ক ট্রেন সফরের অভিজ্ঞতা পাবেন ৷ পাশাপাশি ছাত্রছাত্রী, দু'টি শহরের ব্যবসায়ী মহল এবং রোগীরাও উপকৃত হবেন ৷ বাতানুকূল সুবিধাযুক্ত এই ট্রেনে থাকছে অত্যাধুনিক সব ব্যবস্থা ৷ এই ট্রেন দু'টিতে পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে । আগরতলা-কলকাতা এবং গুয়াহাটি-কলকাতা রুটের দু'টি ট্রেনেই এসি 3 ইকোনমি ক্লাস রয়েছে ৷

দুটি গরিব রথ ট্রেনের পরিষেবা চালু হতে চলেছে সেগুলি হল: 12502/12501 আগরতলা-কলকাতা-আগরতলা গরিব রথ এক্সপ্রেস এবং 12518/12517 গুয়াহাটি-কলকাতা-গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস ৷

আগামী 3 জুলাই থেকে প্রতি সপ্তাহের প্রতি বুধবার সকাল 07:35 মিনিটে আগরতলা থেকে ছাড়বে 12502 আগরতলা কলকাতা গরিব রথ এক্সপ্রেস ৷ ট্রেনটি পরের দিন বেলা 2.30 মিনিটে কলকাতা এসে পৌঁছবে ৷ পাশাপাশি 12501 কলকাতা-আগরতলা এক্সপ্রেস আগামী 7 জুলাই রাত 9.40 মিনিটে কলকাতা থেকে ছেড়ে মঙ্গলবার ভোর 5.15 মিনিটে আগরতলা পৌঁছবে ৷

অর্থাৎ সপ্তাহের প্রতি রবিবার কলকাতা থেকে ছাড়বে এই ট্রেনটি ৷ আপ ও ডাউন লাইনে এই ট্রেনটি ধর্মনগর, নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বোঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, কাটোয়া জং স্টেশন এবং ব্যান্ডেল জংশন দিয়ে যাতায়াত করবে ৷

অন্যদিকে 12518 গুয়াহাটি-কলকাতা গরিব রথ এক্সপ্রেস আগামী 6 জুলাই থেকে প্রতি সপ্তাহের শনিবার ছাড়বে ৷ ট্রেনটি গুয়াহাটি থেকে রাত 9 টার সময় ছাড়বে এবং পরের দিন দুপুর 2.30 মিনিটে কলকাতা পৌঁছবে ৷

12517 কলকাতা-গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস আগামী 4 জুলাই, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ছাড়বে ৷ এই ট্রেনটি কলকাতা থেকে রাত 9.40 মিনিটে ছেড়ে পরের দিন বিকেল 4:15 মিনিটে গুয়াহাটি পৌঁছবে। আপ ও ডাউন লাইনে ট্রেনটি গোয়ালপাড়া টাউন, নিউ বোঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, কাটোয়া জংশন এবং ব্যান্ডেল জংশন হয়ে যাতায়াত করবে।

Last Updated : Jun 22, 2024, 10:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.