কলকাতা, 18 মার্চ: গার্ডেনরিচে বেআইনি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ায় এখনও চলছে উদ্ধারকাজ ৷ বৃষ্টির মধ্যেই ধ্বংসস্তুপের নীচে আটকে পড়া মানুষজনকে উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ ইতিমধ্যেই ছয় জনের মৃত্য়ুর খবর সামনে এসেছে । দুর্ঘটনার খবর পেয়ে এলাকা পরিদর্শনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দোষীদের রেয়াত করা হবে না বলে সাফ জানান মুখ্যমন্ত্রী ৷ এরপরেই বেআইনি বহুতল নির্মাণে অভিযুক্ত প্রোমোটারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পাশাপাশি, ইতিমধ্যেই অসহায় মানুষদের দেখতে যান বিজেপি নেতা সজল ঘোষ ৷ তাঁকে দেখেই তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান তোলে বলে অভিযোগ ৷ এমনকী, পুলিশের সঙ্গেও বিজেপি নেতা জড়িয়ে পড়েন বচসায় ৷
ক্ষোভ প্রকাশ করে বিজেপি নেতা বলেন, "আমি একজন পৌর প্রতিনিধি ৷ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে ৷ আমাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি ৷ পুলিশও ঢুকতে দিচ্ছে না ৷ বলছে 144 ধারা জারি হয়েছে এলাকায় ৷ এই ধারা একমাত্র আমার জন্য ৷ আজ এইসব নিয়ে কথা বলতে চাই না ৷ তার আগে ধ্বংসস্তুপের নীচে যাঁরা চাপা পড়ে রয়েছেন, তাঁদেরকে উদ্ধার করা হোক ৷ কিছু লোক ওখানে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন ৷ আমি সেখান থেকে সরে এসেছি ৷ আমি চাই না, উদ্ধার কাজে কোনও রকম বাধা আসুক ৷"
বিজেপির মহিলা মোর্চার মণ্ডল সভাপতি রচনা সিংও এদিন আসেন ঘটনাস্থলে ৷ তাঁর এক পরিচিত ধ্বংসস্তুপে চাপা পড়ে মারা গিয়েছে বলে জানান তিনি ৷ বলেন, "যে চালাঘরের উপরে বিল্ডিংটি ভেঙে পড়েছে সেখানে আমার এক পরিচিত থাকতেন ৷ খুবই কাছের ছিলেন তিনি ৷ তাঁর মৃত্যুতে আমি শোকাহত ৷ এখানে মানুষের জীবনের কোনও দাম নেই ৷"
উল্লেখ্য, রবিবার রাতেই গার্ডেনরিচের 134 নম্বর ওয়ার্ডে একটি পাঁচ তলা নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে। বিল্ডিং লাগুয়া ঝুপড়ির ওপরে বহুতল ভেঙে পড়ায় একাধিক মানুষজন ধ্বংসস্তুপের তলায় চাপা পড়েন। রাত থেকেই শুরু হয় উদ্ধার কাজ ৷ হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ। গোটা কর্মকাণ্ড তদারকি করছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ধ্বংসস্তুপের নীচে প্রায় সাত জনের বেশি মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ৷
অন্যদিকে, বৃষ্টি শুরু হতেই সাময়িকভাবে ব্যহত হয় উদ্ধার কাজ ৷ তারমধ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মী থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। কতজন চাপা পড়েছেন তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি ৷
আরও পড়ুন
1. ঘটনাস্থলে অসুস্থ মুখ্যমন্ত্রী, বহুতল ভেঙে পড়ার ঘটনায় দোষীদের শাস্তি হবেই, জানালেন মমতা
2. ঘুমন্ত অবস্থায় আগুনে ঝলসে মৃত্যু এক শিশু সহ একই পরিবারের 3 জনের
3. আজমেরে রেল দুর্ঘটনা, লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেসের লাইনচ্যুত 4টি বগি, আহত একাধিক