কলকাতা, 14 মে: রাজভবনে মহিলাকর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। সেই ঘটনায় এ বার রিপোর্ট জমা পড়ল লালবাজারে ৷
স্থানীয় থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের হলেও লালবাজারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় যে, কোন ব্যক্তিবিশেষের বিরুদ্ধে অভিযোগ তা নিয়ে নয়, বরং ঘটনাটি কী ঘটেছিল তার তদন্ত করবে পুলিশ । সেই অনুযায়ী একটি স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম তৈরি করা হয়, যার মাথায় ছিলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় । সিটের তদন্তের ভিত্তিতে একটি রিপোর্ট জমা পড়ল কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের টেবিলে ।
এই বিষয়ে ইন্দিরা মুখোপাধ্যায় বলেন যে, "রাজভবনের কর্মীরা ও পুলিশ কর্মীরা আমাদের সাহায্য করেছেন । তদন্তের একটি রিপোর্ট ইতিমধ্যেই সিপিকে জমা দেওয়া হয়েছে । এর বাইরে এই মুহূর্তে আমি কিছু বলব না ।"
লালবাজার সূত্রের খবর, রিপোর্টটি নিয়ে একটি জরুরি ভিত্তিক বৈঠকে বসেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ও কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান-সহ উচ্চপদস্থ আধিকারিকরা । এই ঘটনায় বেশ কয়েকজন কর্মীকে তলব করা হয়েছে ৷ তাঁদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এখনও বাকি রয়েছে বলে লালবাজার সূত্রে খবর । সঠিক ঘটনাটি ঠিক কী ঘটেছিল, সেটা জানাও বাকি রয়েছে ।
সম্প্রতি রাজভবনের এক অস্থায়ী মহিলাকর্মী রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ, রাজভবনে তাঁর শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল । এই অভিযোগ খণ্ডন করে রাজভবনের তরফে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছিল ৷ তবে সেখানে কেন তাঁর মুখ অস্পষ্ট করা হয়নি এই নিয়ে প্রশ্ন তুলে, ন্যায়বিচারের দাবিতে প্রয়োজনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হবেন বলে জানান অভিযোগকারিণী ৷
আরও পড়ুন: