ETV Bharat / state

13,678 পদ ফাঁকা; কলকাতা পুরনিগমে নিয়োগ নিয়ে বড় আপডেট - KMC RECRUITMENT

কলকাতা পুরনিগমের 13,678টি শূন্যপদে নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে ৷ 327টি পদে চলছে নিয়োগ প্রক্রিয়া ৷

ETV BHARAT
কলকাতা পুরনিগমে নিয়োগ নিয়ে বড় আপডেট (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2024, 5:33 PM IST

কলকাতা, 29 অক্টোবর: কলকাতা পুরনিগমে বিপুল শূন্যপদ নিয়ে মাঝেমধ্যেই হইচই হয় । মহানগরী আড়ে বহরে বেড়েছে, বেড়েছে কাজের চাপ । তবে লোকবলের অভাব স্পষ্ট । কিন্তু কত পদে লোক নিয়োগ হবে, এটা এতদিন অস্পষ্ট ছিল ৷ এবার তা জানিয়ে দিল কলকাতা পুরনিগম । বাকি পদে কী হবে, সেটাও স্পষ্ট করা হল ।

সম্প্রতি বাম কাউন্সিলর নন্দিতা রায় অভিযোগ তোলেন, বিপুল শূন্যপদ রয়েছে কলকাতা পুরনিগমে । এদিকে, লোকবলের অভাবে কাজের সমস্যা হচ্ছে । নিয়োগ নিয়ে পুরনিগমের অবস্থান স্পষ্ট করার দাবি করেন তিনি ।

এই প্রশ্নে কর্মিবর্গ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, কলকাতা পুরনিগমের মোট স্থায়ী পদ 46,404টি । তবে তিনি জানান, এই পদের মধ্যে 22,624টি পদে নিয়োগ সম্ভব । বাকি পদে সরাসরি নিয়োগ করা যায় না, কারণ বাকি পদ পদোন্নতির উপর নির্ভর করে । এর মধ্যে 22,624টি পদের মধ্যে 13,678টি পদ খালি আছে ।

কলকাতা পুরনিগম সূত্রে খবর, 2018 সালের পুর আইন অনুসারে নিয়োগের ক্ষেত্রে এখন রাজ্যের অনুমতি দরকার হয় । অনুমতি মিললে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় । সেই নিয়মের ভিত্তিতে 5,171টি পদে নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছে পুরনিগম ৷ এছাড়াও 327টি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে ।

পাশাপশি জানা যাচ্ছে, কলকাতা পুরনিগমের পদ পুনর্বিন্যাস হচ্ছে । টপ ম্যান, ট্রলি ম্যান, ভিস্তি, প্রপেল ক্র্যাফট ড্রাইভার - এই ধরনের অনেক পদের অবলুপ্তি ঘটছে । আবার বেশকিছু নতুন পদ তৈরিরও প্রয়োজন হচ্ছে । পদ পুনর্বিন্যাসের বিষয়টি নির্ধারণের জন্য কলকাতার মেয়রের নির্দেশে একটি কমিটি তৈরি হয়েছে ।

বিভিন্ন জায়গায় শূন্যপদ থাকায় যাঁরা বর্তমানে কর্মরত তাঁদের উপর কাজের চাপ পড়ছে । এদিকে, কর্মী থেকে ইঞ্জিনিয়ার সংগঠনও নিয়োগের দাবি তুলছে । তবে এতদিন নিয়োগ নিয়ে পুরনিগম তাদের অবস্থান স্পষ্ট করেনি । সম্প্রতি বাম কাউন্সিলর অধিবেশনে এই অভিযোগ তোলাতে মোট শূন্যপদ ও কতগুলি পদে নিয়োগ হবে তা জানানো হল পুরনিগমের তরফে ৷

কলকাতা, 29 অক্টোবর: কলকাতা পুরনিগমে বিপুল শূন্যপদ নিয়ে মাঝেমধ্যেই হইচই হয় । মহানগরী আড়ে বহরে বেড়েছে, বেড়েছে কাজের চাপ । তবে লোকবলের অভাব স্পষ্ট । কিন্তু কত পদে লোক নিয়োগ হবে, এটা এতদিন অস্পষ্ট ছিল ৷ এবার তা জানিয়ে দিল কলকাতা পুরনিগম । বাকি পদে কী হবে, সেটাও স্পষ্ট করা হল ।

সম্প্রতি বাম কাউন্সিলর নন্দিতা রায় অভিযোগ তোলেন, বিপুল শূন্যপদ রয়েছে কলকাতা পুরনিগমে । এদিকে, লোকবলের অভাবে কাজের সমস্যা হচ্ছে । নিয়োগ নিয়ে পুরনিগমের অবস্থান স্পষ্ট করার দাবি করেন তিনি ।

এই প্রশ্নে কর্মিবর্গ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, কলকাতা পুরনিগমের মোট স্থায়ী পদ 46,404টি । তবে তিনি জানান, এই পদের মধ্যে 22,624টি পদে নিয়োগ সম্ভব । বাকি পদে সরাসরি নিয়োগ করা যায় না, কারণ বাকি পদ পদোন্নতির উপর নির্ভর করে । এর মধ্যে 22,624টি পদের মধ্যে 13,678টি পদ খালি আছে ।

কলকাতা পুরনিগম সূত্রে খবর, 2018 সালের পুর আইন অনুসারে নিয়োগের ক্ষেত্রে এখন রাজ্যের অনুমতি দরকার হয় । অনুমতি মিললে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় । সেই নিয়মের ভিত্তিতে 5,171টি পদে নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছে পুরনিগম ৷ এছাড়াও 327টি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে ।

পাশাপশি জানা যাচ্ছে, কলকাতা পুরনিগমের পদ পুনর্বিন্যাস হচ্ছে । টপ ম্যান, ট্রলি ম্যান, ভিস্তি, প্রপেল ক্র্যাফট ড্রাইভার - এই ধরনের অনেক পদের অবলুপ্তি ঘটছে । আবার বেশকিছু নতুন পদ তৈরিরও প্রয়োজন হচ্ছে । পদ পুনর্বিন্যাসের বিষয়টি নির্ধারণের জন্য কলকাতার মেয়রের নির্দেশে একটি কমিটি তৈরি হয়েছে ।

বিভিন্ন জায়গায় শূন্যপদ থাকায় যাঁরা বর্তমানে কর্মরত তাঁদের উপর কাজের চাপ পড়ছে । এদিকে, কর্মী থেকে ইঞ্জিনিয়ার সংগঠনও নিয়োগের দাবি তুলছে । তবে এতদিন নিয়োগ নিয়ে পুরনিগম তাদের অবস্থান স্পষ্ট করেনি । সম্প্রতি বাম কাউন্সিলর অধিবেশনে এই অভিযোগ তোলাতে মোট শূন্যপদ ও কতগুলি পদে নিয়োগ হবে তা জানানো হল পুরনিগমের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.