ETV Bharat / state

আরজি করে দেহ উদ্ধার-স্থলেই ভিড় ! ভাইরাল ভিডিয়ো নিয়ে কী সাফাই লালবাজারের - RG Kar Doctor Rape and Murder

Kolkata Police on RG Kar Viral Video: সোমবার কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় লালবাজারে সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তিনি জানান, আরজি করের যে ছবি সামনে এসেছে, তা দেহ উদ্ধার-স্থলের 40 ফুটের বাইরে ছিল ৷

RG KAR DOCTOR RAPE AND MURDER
লালবাজার (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 5:58 PM IST

Updated : Aug 26, 2024, 7:10 PM IST

কলকাতা, 26 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একটি ভিডিয়ো সোমবার ভাইরাল হয়েছে ৷ সেখানে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার-স্থলে প্রচুর মানুষকে দেখা গিয়েছে ওই ভিডিয়োতে ৷ কিন্তু যাঁদের দেখা যাচ্ছে, তাঁরা কেউ দেহ উদ্ধারের জায়গায় যাননি বলে দাবি করা হয়েছে লালবাজারের তরফে ৷

এই নিয়ে এ দিন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তিনি জানান, আরজি করের নির্যাতিতার দেহ উদ্ধার যেখানে হয়েছিল, সেখান থেকে 40 ফুট দূরে ভিড় দেখা যাচ্ছে ৷ ফলে তথ্য-প্রমাণ লোপাট হওয়ার যে অভিযোগ উঠছে, তা ঠিক নয় ৷

উল্লেখ্য, এ দিন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ সেই ভিডিয়োয় সেমিনার হলে দেখা যাচ্ছে অনেককে ৷ তাঁদের মধ্য়ে কেউ পুলিশের পোশাকে, কেউ চিকিৎসক, নার্স বা হাসপাতালের কর্মীর পোশাকে ৷ সাধারণ পোশাকেও অনেককে দেখা যাচ্ছে ভিডিয়োতে৷ আরজি করের চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার পরপরই এই ভিডিয়োটা তোলা হয়েছে ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

কিন্তু এই ভিডিয়ো ঘিরে শোরগোল পড়ে গিয়েছে ৷ অনেকেই প্রশ্ন তুলেছেন যে ঘটনাস্থলে কেন এত ভিড় ? পরে লালবাজারে সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানান, ওই সেমিনার হলটি 51 ফুট বড় ৷ এর মধ্যে 40টি ফুট জায়গায় দেহ উদ্ধারের সঙ্গে সঙ্গেই ঢেকে দেওয়া হয় ৷ সেই 40 ফুটের মধ্যেই দেহ পড়েছিল ৷

তিনি আরও জানান, ছবিতে যে ভিড় দেখা যাচ্ছে, তা ওই 40 ফুটের বাইরেই ছিল ৷ ফলে তথ্য প্রমাণ লোপাট নিয়ে যে অভিযোগ উঠছে, তা ঠিক নয় ৷ কোনোভাবেই ঘটনাস্থলে বহিরাগতরা প্রবেশ করতে পারেনি ।

কলকাতা, 26 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একটি ভিডিয়ো সোমবার ভাইরাল হয়েছে ৷ সেখানে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার-স্থলে প্রচুর মানুষকে দেখা গিয়েছে ওই ভিডিয়োতে ৷ কিন্তু যাঁদের দেখা যাচ্ছে, তাঁরা কেউ দেহ উদ্ধারের জায়গায় যাননি বলে দাবি করা হয়েছে লালবাজারের তরফে ৷

এই নিয়ে এ দিন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তিনি জানান, আরজি করের নির্যাতিতার দেহ উদ্ধার যেখানে হয়েছিল, সেখান থেকে 40 ফুট দূরে ভিড় দেখা যাচ্ছে ৷ ফলে তথ্য-প্রমাণ লোপাট হওয়ার যে অভিযোগ উঠছে, তা ঠিক নয় ৷

উল্লেখ্য, এ দিন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ সেই ভিডিয়োয় সেমিনার হলে দেখা যাচ্ছে অনেককে ৷ তাঁদের মধ্য়ে কেউ পুলিশের পোশাকে, কেউ চিকিৎসক, নার্স বা হাসপাতালের কর্মীর পোশাকে ৷ সাধারণ পোশাকেও অনেককে দেখা যাচ্ছে ভিডিয়োতে৷ আরজি করের চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার পরপরই এই ভিডিয়োটা তোলা হয়েছে ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

কিন্তু এই ভিডিয়ো ঘিরে শোরগোল পড়ে গিয়েছে ৷ অনেকেই প্রশ্ন তুলেছেন যে ঘটনাস্থলে কেন এত ভিড় ? পরে লালবাজারে সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানান, ওই সেমিনার হলটি 51 ফুট বড় ৷ এর মধ্যে 40টি ফুট জায়গায় দেহ উদ্ধারের সঙ্গে সঙ্গেই ঢেকে দেওয়া হয় ৷ সেই 40 ফুটের মধ্যেই দেহ পড়েছিল ৷

তিনি আরও জানান, ছবিতে যে ভিড় দেখা যাচ্ছে, তা ওই 40 ফুটের বাইরেই ছিল ৷ ফলে তথ্য প্রমাণ লোপাট নিয়ে যে অভিযোগ উঠছে, তা ঠিক নয় ৷ কোনোভাবেই ঘটনাস্থলে বহিরাগতরা প্রবেশ করতে পারেনি ।

Last Updated : Aug 26, 2024, 7:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.