ETV Bharat / state

ফের ফুলবদল! বিজেপি ছেড়ে তৃণমূলে মুকুটমণি; সঙ্গী শুভেন্দুর 'নির্যাতন তির' - লোকসভা নির্বাচন

BJP MLA Joins TMC: বিজেপি ছাড়লেন রাণাঘাট দক্ষিণের বিধায়ক। অভিষেকের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দিলেন মুকুটমণি অধিকারী।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 3:21 PM IST

Updated : Mar 7, 2024, 5:32 PM IST

কলকাতা, 7 মার্চ: রাজ্য রাজনীতিতে এ যেন উলটপূরাণ। নারী দিবসের ঠিক আগে ধাক্কা খেল বিজেপি। রাণাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী যোগ দিলেন তৃণমূলে। নারী দিবস উপলক্ষ্যে মিছিল শুরুর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে দল বদল করেন বিধায়ক। সে সময় অভিষেকের পাশেই ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অসীমা পাত্র এবং জুঁই বিশ্বাসরা। প্রথমে তাপস রায় আর তারপর দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দলে নিয়ে লোকসভা নির্বাচনের আগে চমক দিয়েছিল। এবার বিজেপি বিধায়ককে দলে নিয়ে পালটা চমক দিল শাসক শিবির।

বিধায়ক দল ছাড়ার পরপরই আক্রমণ শানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুকুটমণির বিরুদ্ধে থাকা একটি পুরনো অভিযোগকে হাতিয়ার করেই আক্রমণ শানান শুভেন্দু। কিছু দিন আগে বিয়ে হয় বিধায়কের। বিয়ের মাত্র 11 দিনের মধ্যেই তাঁর স্ত্রী স্বামীর বিরুদ্ধে মারধর করার অভিযোগ আনেন। সে কথা তুলে ধরে বিরোধী দলনেতা তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, "সবাই দেখুন আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূলের মিছিলে ভাইপোর পাশে কে হাঁটছেন! রাণাঘাটের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। বিয়ের মাত্র 11 দিনের মধ্যে স্ত্রী তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন। আর তাই খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় কেন তৃণমূল তাঁকে নিজেদের মিছিলে হাঁটার ক্ষেত্র যোগ্য বলে মনে করে!"

এদিকে, গতকাল আরও একবার নারী নির্যাতনের প্রশ্নে তৃণমূলকে আক্রমণ করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্চ মাসের শুরু থেকে এখনও পর্যন্ত তিনটি সভায় একাধিকবার সন্দেশখালি প্রসঙ্গে তৃণমূলকে তীব্র আক্রমণ করে চলেছেন মোদি। আগামি শনি ও সোমবার আবারও রাজ্য়ে আসছেন প্রধানমন্ত্রী। তখনও আক্রমণের এই ধারাই অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে । এবার স্ত্রী-কে মারধরের ঘটনায় অভিযুক্ত মুকুটমণি অধিকারী দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় এই সুরেই আক্রমণ করলেন শুভেন্দু।

আরও পড়ন...

  1. বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলকে উৎখাতের হুঙ্কার অভিজিতের, পালটা কটাক্ষ অভিষেকের
  2. পদ্মে যোগ তাপসের,'দুর্ভাগ্যজনক' বললেন কুণাল

কলকাতা, 7 মার্চ: রাজ্য রাজনীতিতে এ যেন উলটপূরাণ। নারী দিবসের ঠিক আগে ধাক্কা খেল বিজেপি। রাণাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী যোগ দিলেন তৃণমূলে। নারী দিবস উপলক্ষ্যে মিছিল শুরুর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে দল বদল করেন বিধায়ক। সে সময় অভিষেকের পাশেই ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অসীমা পাত্র এবং জুঁই বিশ্বাসরা। প্রথমে তাপস রায় আর তারপর দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দলে নিয়ে লোকসভা নির্বাচনের আগে চমক দিয়েছিল। এবার বিজেপি বিধায়ককে দলে নিয়ে পালটা চমক দিল শাসক শিবির।

বিধায়ক দল ছাড়ার পরপরই আক্রমণ শানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুকুটমণির বিরুদ্ধে থাকা একটি পুরনো অভিযোগকে হাতিয়ার করেই আক্রমণ শানান শুভেন্দু। কিছু দিন আগে বিয়ে হয় বিধায়কের। বিয়ের মাত্র 11 দিনের মধ্যেই তাঁর স্ত্রী স্বামীর বিরুদ্ধে মারধর করার অভিযোগ আনেন। সে কথা তুলে ধরে বিরোধী দলনেতা তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, "সবাই দেখুন আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূলের মিছিলে ভাইপোর পাশে কে হাঁটছেন! রাণাঘাটের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। বিয়ের মাত্র 11 দিনের মধ্যে স্ত্রী তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন। আর তাই খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় কেন তৃণমূল তাঁকে নিজেদের মিছিলে হাঁটার ক্ষেত্র যোগ্য বলে মনে করে!"

এদিকে, গতকাল আরও একবার নারী নির্যাতনের প্রশ্নে তৃণমূলকে আক্রমণ করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্চ মাসের শুরু থেকে এখনও পর্যন্ত তিনটি সভায় একাধিকবার সন্দেশখালি প্রসঙ্গে তৃণমূলকে তীব্র আক্রমণ করে চলেছেন মোদি। আগামি শনি ও সোমবার আবারও রাজ্য়ে আসছেন প্রধানমন্ত্রী। তখনও আক্রমণের এই ধারাই অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে । এবার স্ত্রী-কে মারধরের ঘটনায় অভিযুক্ত মুকুটমণি অধিকারী দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় এই সুরেই আক্রমণ করলেন শুভেন্দু।

আরও পড়ন...

  1. বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলকে উৎখাতের হুঙ্কার অভিজিতের, পালটা কটাক্ষ অভিষেকের
  2. পদ্মে যোগ তাপসের,'দুর্ভাগ্যজনক' বললেন কুণাল
Last Updated : Mar 7, 2024, 5:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.