ETV Bharat / state

শেষ দিনেও জমজমাট 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার', বেস্ট ডেকরেশন অ্যাওয়ার্ড রামোজি ফিল্ম সিটির ঘরে - Travel and Tourism Fair

Travel and Tourism Fair in Kolkata: সামনেই পুজো ৷ কয়েক দিনের ছুটিতে ভাবছেন বাইরে কোথাও বেড়াতে যাবেন? কোথায় যেতে পারেন, সেখানে কী দেখতে পারেন, তার হদিশ পাওয়া গেল 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার'-এ । ছোট থেকে বড় অধিকাংশের নজর কাড়ল রামোজি ফিল্ম সিটির স্টল ৷ বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটিতে কী হয়, কোন কোন জিনিস না দেখলেই মিস, তারই হাল হকিকত জানলেন পর্যটনপ্রেমীরা ৷

Travel and Tourism Fair in Kolkata
রামোজি ফিল্ম সিটি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 8:20 PM IST

Updated : Jul 14, 2024, 9:49 PM IST

কলকাতা, 14 জুলাই: শেষ দিনেও জমজমাট চলতি বছরের 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার'। অগণিত মানুষের ভিড়ে ভাসল বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ। কাশ্মীর থেকে সিকিম এমনকী লাটাগুড়িও নিজেদের জায়গায় মানুষকে স্বাগত জানাতে মরিয়া। মানুষও উপচে পড়ে খোঁজ নিচ্ছেন বিভিন্ন রাজ্যের।

বেস্ট ডেকরেশন অ্যাওয়ার্ড পেল রামোজি ফিল্ম সিটি (ইটিভি ভারত)

এদিন 'বেস্ট ডেকরেশন অ্যাওয়ার্ড' এল 'রামোজি ফিল্ম সিটি'র ঘরেও। রামোজি ফিল্ম সিটির জেনারেল ম্যানেজার শোভন মিশ্র, অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট টিআরএল রাও এবং রামোজি ফিল্ম সিটির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের চিফ ম্যানেজার হরি কৃষ্ণাণের হাতে এদিন শংসাপত্র এবং স্মারক তুলে দেন 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার'-এর চেয়ারম্যান-সিইও সঞ্জীব আগরওয়াল। তিনি বলেন, "তিনদিনে দশ হাজার লোক এসেছেন এখানে। খুব ভালো সাড়া মিলেছে এবারও। বাঙালি ছুটি পেলেই ঘুরতে যেতে ভালোবাসে। আর সামনেই পুজো। তাই ঘোরার প্ল্যান শুরু হয়েছে এখন থেকেই ৷ ফলে, এই মেলায় এসে বিভিন্ন স্টলে গিয়ে নানা জায়গার খোঁজ খবর নিয়েছেন ভ্রমণপ্রিয়রা ৷"

তিনি আরও বলেন, "আমরা তো রামোজি ফিল্ম সিটিতেও একটা টিটিএফ করার কথা ভেবেছিলাম। রামোজি ফিল্ম সিটি বেস্ট ডেকরেশন অ্যাওয়ার্ড পেয়েছে। অন্যরাও এই অ্যাওয়ার্ড পেয়েছে। সকলের জন্যই খুশি। সকলেই নিজেদের যোগ্যতায় প্রশংসা পেয়েছে।" পুরস্কার পেয়ে খুশি রামোজি ফিল্ম সিটির জেনারেল ম্যানেজার শোভন মিশ্র এবং অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট টিআরএল রাও। 'টি টি এফ'-এর সঙ্গে অভিজ্ঞতা দুর্দান্ত বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, তিনদিন ব্যাপী 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার'-এ থাইল্যান্ড থেকে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কাশ্মীর, ওড়িশা, নেপাল, অসম, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বেঙ্গালুরু, গুজরাত, হিমাচলপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, শ্রীলঙ্কা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম, ত্রিপুরার পর্যটন বিভাগ উপস্থিত ছিল এক ছাদের তলায় । শেষ দিনে মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে চলতি বছরের 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার'।

কলকাতা, 14 জুলাই: শেষ দিনেও জমজমাট চলতি বছরের 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার'। অগণিত মানুষের ভিড়ে ভাসল বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ। কাশ্মীর থেকে সিকিম এমনকী লাটাগুড়িও নিজেদের জায়গায় মানুষকে স্বাগত জানাতে মরিয়া। মানুষও উপচে পড়ে খোঁজ নিচ্ছেন বিভিন্ন রাজ্যের।

বেস্ট ডেকরেশন অ্যাওয়ার্ড পেল রামোজি ফিল্ম সিটি (ইটিভি ভারত)

এদিন 'বেস্ট ডেকরেশন অ্যাওয়ার্ড' এল 'রামোজি ফিল্ম সিটি'র ঘরেও। রামোজি ফিল্ম সিটির জেনারেল ম্যানেজার শোভন মিশ্র, অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট টিআরএল রাও এবং রামোজি ফিল্ম সিটির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের চিফ ম্যানেজার হরি কৃষ্ণাণের হাতে এদিন শংসাপত্র এবং স্মারক তুলে দেন 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার'-এর চেয়ারম্যান-সিইও সঞ্জীব আগরওয়াল। তিনি বলেন, "তিনদিনে দশ হাজার লোক এসেছেন এখানে। খুব ভালো সাড়া মিলেছে এবারও। বাঙালি ছুটি পেলেই ঘুরতে যেতে ভালোবাসে। আর সামনেই পুজো। তাই ঘোরার প্ল্যান শুরু হয়েছে এখন থেকেই ৷ ফলে, এই মেলায় এসে বিভিন্ন স্টলে গিয়ে নানা জায়গার খোঁজ খবর নিয়েছেন ভ্রমণপ্রিয়রা ৷"

তিনি আরও বলেন, "আমরা তো রামোজি ফিল্ম সিটিতেও একটা টিটিএফ করার কথা ভেবেছিলাম। রামোজি ফিল্ম সিটি বেস্ট ডেকরেশন অ্যাওয়ার্ড পেয়েছে। অন্যরাও এই অ্যাওয়ার্ড পেয়েছে। সকলের জন্যই খুশি। সকলেই নিজেদের যোগ্যতায় প্রশংসা পেয়েছে।" পুরস্কার পেয়ে খুশি রামোজি ফিল্ম সিটির জেনারেল ম্যানেজার শোভন মিশ্র এবং অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট টিআরএল রাও। 'টি টি এফ'-এর সঙ্গে অভিজ্ঞতা দুর্দান্ত বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, তিনদিন ব্যাপী 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার'-এ থাইল্যান্ড থেকে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কাশ্মীর, ওড়িশা, নেপাল, অসম, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বেঙ্গালুরু, গুজরাত, হিমাচলপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, শ্রীলঙ্কা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম, ত্রিপুরার পর্যটন বিভাগ উপস্থিত ছিল এক ছাদের তলায় । শেষ দিনে মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে চলতি বছরের 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার'।

Last Updated : Jul 14, 2024, 9:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.