ETV Bharat / state

চোপড়ায় বিজেপির বুথ এজেন্টদের বসতে না-দেওয়ার অভিযোগ, কমিশনে রাজু বিস্তা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: চোপড়ায় বিজেপির এজেন্টদের বুথে বসতে না দেওয়ার অভিযোগ তুললেন প্রার্থী রাজু বিস্তা ৷ কমিশনের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ এই ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসকে ৷

Raju Bista
Raju Bista
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 2:02 PM IST

চোপড়ায় বিজেপির বুথ এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ

শিলিগুড়ি, 26 এপ্রিল: দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়ায় বিজেপির বুথ এজেন্টদের বসতে না-দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচনের কমিশনের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা ৷ তিনি বলেন, "চোপড়ায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমাদের বুথ এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না ৷ আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি।"

শুক্রবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে । বিজেপি প্রার্থী রাজু বিস্তা শুক্রবার মাটিগাড়ার বানিয়াখাড়ি শিশু শিক্ষাকেন্দ্রে ভোট পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোটার নন, তবে প্রার্থী ৷ এই সুবাদে তিনি ভোটকেন্দ্রগুলি পরিদর্শন করেন এদিন। প্রথমে মহকুমা এলাকার বুথ পরিদর্শনের পর শিলিগুড়ি পৌর এলাকার বুথ পরিদর্শনে যান রাজু বিস্তা। এদিন শিলিগুড়ির 24 নম্বর ওয়ার্ডের জগদীশ চন্দ্র বিদ্যাপীঠ থেকে বেরোনোর সময় বিজেপি প্রার্থী অভিযোগ করেন, শিলিগুড়িতে মোটের উপর ভালো ভোট হলেও চোপড়ায় সবচেয়ে বেশি অশান্তির সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি 53টি বুথে নানা সমস্যা, ভোটারদের প্রভাবিত করা, বুথ জ্যাম করা-সহ একাধিক অভিযোগ তুলেছেন তিনি ৷ এই সমস্ত অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বিজেপি বলেও জানিয়েছেন রাজু বিস্তা ।

দার্জিলিং লোকসভা কেন্দ্রের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় স্থানীয়দের তাড়া করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। চোপড়ার 176-177 নম্বর বুথে এই ঘটনা ঘটেছে । জানা গিয়েছে, বুথের 100 মিটারের মধ্যে 144 ধারা জারি থাকে ৷ সেখানে একসঙ্গে জমায়েত করা যায় না ৷ তবে চোপড়ার 176-177 নম্বর বুথের বাইরে প্রচুর লোকজনের জমায়েত হয় এদিন । তাদের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাড়িয়ে বুথ থেকে তাদের দূরে সরিয়ে দেন। কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে জমায়েত হওয়া লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।

আরও পড়ুন:

  1. মোদিকে আরেকবার প্রধানমন্ত্রী চেয়ে বুথে গুরুং
  2. বালুরঘাটে ভোট উৎসবে সামিল তৃতীয় লিঙ্গের 79 জন
  3. দার্জিলিংয়ে আজ ভাগ্যপরীক্ষা রাজু-মুনীশের, পারবেন না ভোট দিতে

চোপড়ায় বিজেপির বুথ এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ

শিলিগুড়ি, 26 এপ্রিল: দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়ায় বিজেপির বুথ এজেন্টদের বসতে না-দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচনের কমিশনের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা ৷ তিনি বলেন, "চোপড়ায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমাদের বুথ এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না ৷ আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি।"

শুক্রবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে । বিজেপি প্রার্থী রাজু বিস্তা শুক্রবার মাটিগাড়ার বানিয়াখাড়ি শিশু শিক্ষাকেন্দ্রে ভোট পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোটার নন, তবে প্রার্থী ৷ এই সুবাদে তিনি ভোটকেন্দ্রগুলি পরিদর্শন করেন এদিন। প্রথমে মহকুমা এলাকার বুথ পরিদর্শনের পর শিলিগুড়ি পৌর এলাকার বুথ পরিদর্শনে যান রাজু বিস্তা। এদিন শিলিগুড়ির 24 নম্বর ওয়ার্ডের জগদীশ চন্দ্র বিদ্যাপীঠ থেকে বেরোনোর সময় বিজেপি প্রার্থী অভিযোগ করেন, শিলিগুড়িতে মোটের উপর ভালো ভোট হলেও চোপড়ায় সবচেয়ে বেশি অশান্তির সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি 53টি বুথে নানা সমস্যা, ভোটারদের প্রভাবিত করা, বুথ জ্যাম করা-সহ একাধিক অভিযোগ তুলেছেন তিনি ৷ এই সমস্ত অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বিজেপি বলেও জানিয়েছেন রাজু বিস্তা ।

দার্জিলিং লোকসভা কেন্দ্রের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় স্থানীয়দের তাড়া করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। চোপড়ার 176-177 নম্বর বুথে এই ঘটনা ঘটেছে । জানা গিয়েছে, বুথের 100 মিটারের মধ্যে 144 ধারা জারি থাকে ৷ সেখানে একসঙ্গে জমায়েত করা যায় না ৷ তবে চোপড়ার 176-177 নম্বর বুথের বাইরে প্রচুর লোকজনের জমায়েত হয় এদিন । তাদের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাড়িয়ে বুথ থেকে তাদের দূরে সরিয়ে দেন। কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে জমায়েত হওয়া লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।

আরও পড়ুন:

  1. মোদিকে আরেকবার প্রধানমন্ত্রী চেয়ে বুথে গুরুং
  2. বালুরঘাটে ভোট উৎসবে সামিল তৃতীয় লিঙ্গের 79 জন
  3. দার্জিলিংয়ে আজ ভাগ্যপরীক্ষা রাজু-মুনীশের, পারবেন না ভোট দিতে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.