ETV Bharat / state

উত্তরের পর এবার ভিজবে দক্ষিণবঙ্গও, তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির বার্তা হাওয়া অফিসের - WB Weather Forecast - WB WEATHER FORECAST

West Bengal Weather Update: আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহের ইঙ্গিত ৷ পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত ৷ শুক্রবার দক্ষিণবঙ্গের পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া ছিল।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 7:27 AM IST

কলকাতা, 6 এপ্রিল: অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ ৷ বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ ৷ পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে আজ ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে । আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে ৷ পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে ৷ সন্ধ্যার পরে দক্ষিণবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আজ শনিবারও তাপপ্রবাহের ইঙ্গিত বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ৷ পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ৷ সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইবে।
আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা আছে । পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা আছে । সঙ্গে ঘণ্টায় 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে । সোমবারও ঝড়-বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইবে ৷

শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল । সব থেকে উষ্ণতম ছিল পানাগড় । এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 5.4 ডিগ্রি বেশি । দ্বিতীয় স্থানে রয়েছে পুরুলিয়া। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 5.4 ডিগ্রি বেশি । বীরভূমের সিউড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 5.4 ডিগ্রি বেশি । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া ছিল।

এদিন কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3.2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 89 শতাংশ । আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে । সারাদিনই অস্বস্তিকর গরম অনুভূত হবে। সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।

আরও পড়ুন:

  1. অকারণে মেজাজ খিটখিটে, শারীরিক সম্পর্কে অনীহা... পেরিমেনোপজের লক্ষণ নয় তো?
  2. বিমানে উঠলে কানে তালা কিংবা গা গুলিয়ে বমি ভাব! গান শুনলে মিলতে পারে রেহাই

কলকাতা, 6 এপ্রিল: অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ ৷ বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ ৷ পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে আজ ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে । আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে ৷ পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে ৷ সন্ধ্যার পরে দক্ষিণবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আজ শনিবারও তাপপ্রবাহের ইঙ্গিত বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ৷ পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ৷ সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইবে।
আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা আছে । পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা আছে । সঙ্গে ঘণ্টায় 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে । সোমবারও ঝড়-বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইবে ৷

শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল । সব থেকে উষ্ণতম ছিল পানাগড় । এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 5.4 ডিগ্রি বেশি । দ্বিতীয় স্থানে রয়েছে পুরুলিয়া। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 5.4 ডিগ্রি বেশি । বীরভূমের সিউড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 5.4 ডিগ্রি বেশি । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া ছিল।

এদিন কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3.2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 89 শতাংশ । আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে । সারাদিনই অস্বস্তিকর গরম অনুভূত হবে। সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।

আরও পড়ুন:

  1. অকারণে মেজাজ খিটখিটে, শারীরিক সম্পর্কে অনীহা... পেরিমেনোপজের লক্ষণ নয় তো?
  2. বিমানে উঠলে কানে তালা কিংবা গা গুলিয়ে বমি ভাব! গান শুনলে মিলতে পারে রেহাই
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.