শিলিগুড়ি, 20 ফেব্রুয়ারি: দু'মাসে উত্তরবঙ্গের বিভিন্ন রেল স্টেশন ও ট্রেন থেকে উদ্ধার হওয়া 56 জন নাবালক ও নাবালিকাকে পরিবারের হাতে তুলে দিল রেলপুলিশ । সোমবার রেল পুলিশের এই ভূমিকা প্রশংসা কুড়িয়েছে সমস্ত মহলে । শুধু তাই নয়, ওই দুই মাসে অভিযান চালিয়ে 109 কেজি 850 গ্রাম গাঁজা উদ্ধার করেছে তারা । এছাড়াও ওই সময়ে যাত্রীদের চুরি যাওয়া 52টি মোবাইল ফোন উদ্ধার করে তাদের মালিকদের ফিরিয়ে দিয়েছে রেল পুলিশ ।
এই প্রসঙ্গে শিলিগুড়ি রেলপুলিশ সুপার এম সেলভামুরুগান বলেন, "যাত্রী সুরক্ষার ক্ষেত্রে শিলিগুড়ি রেল পুলিশ নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করছে বলে এই সাফল্য মিলেছে । উদ্ধার হওয়া নাবালক-নাবালিকারা কেউ আবার নিজে থেকে বাড়ি থেকে বেরিয়ে এসে বিভিন্ন স্টেশনে ট্রেনে ঘুরে বেড়াচ্ছিল । আবার কেউ বাড়ি ফিরতে পারছিল না । কেউ আবার ভুল করে অন্য ট্রেনে উঠে অচেনা জায়গায় এসে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল ।
এই 56 জনের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নাবালক ও নাবালিকা যেমন রয়েছে, সেরকম বিহারেরও বেশ কয়েকজন রয়েছে । রেল পুলিশ তৎপর থাকায় তাদেরকে উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেককে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে । এভাবে এই নাবালক-নাবালিকারা ঘুরতে থাকলে অসৎ চক্রের হাতে পড়ে যেতে পারত । যাতে সেই ধরনের ঘটনা না-ঘটে সেজন্য আমরা বিশেষ নজর রাখি।"
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে 9 জন নাবালিকা ও 17 জন নাবালক এবং ফেব্রুয়ারি মাসে 13 জন নাবালিকা ও 13 জন নাবালক উদ্ধার হয়েছে শিলিগুড়ি রেল পুলিশের অধীনে থাকা বিভিন্ন স্টেশন থেকে।
আরও পড়ুন :