শিলিগুড়ি, 18 জুন: আহত যাত্রীকে দিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে মালবাহী গাড়ির চালক এবং সহকারী চালকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করানো হয়েছে ৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল রেল পুলিশ বা জিআরপি ৷ রেল পুলিশের তরফে যাঁর নাম দিয়ে রেলের বিরুদ্ধে এবং মালবাহী ট্রেনের চালক ও সহকারী চালকের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করা হয়েছে, তিনিই জানালেন তিনি জানতেই না কীভাবে দুর্ঘটনা ঘটেছে ৷
রেল পুলিশের তরফে জানানো হয়, মঙ্গলবার শিলিগুড়ির 33 নম্বর ওয়ার্ডের লেকটাউনের বাসিন্দা চৈতালী মজুমদার ওই দুর্ঘটনায় রেল ও ট্রেনের চালক ও সহকারী চালকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে এফআইআর দায়ের করেন ৷ এদিকে মঙ্গলবার রাতে চৈতালী মজুমদার ও তাঁর বাবা সাফ জানিয়ে দেন তারা আদতে কোন অভিযোগই করেননি।
উলটে রেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় তাঁকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল বলে জানান তিনি ৷ পরে সেই সই ব্যবহার করেই মিথ্যা অভিযোগ করেছে রেল পুলিশ ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুপারিনটেনডেন্ট অফ রেলওয়ে পুলিশ এস সেলভামুরুগান ৷
এদিন চৈতালী মজুমদার বলেন, "আমি হাসপাতালে ভর্তি হওয়ার পর কয়েকজন আরপিএফ আসেন আমার কাছে ৷ তাঁরা আমার নাম, ঠিকানা, সব বিস্তারিত জানতে চায় ৷ এরপর আরও কয়েকজন এসে আমার থেকে জানতে চায় যে আমি কী পরিস্থিতির মধ্যে ছিলাম ৷ এবং তা ভিডিয়ো করে ৷ তখন আমাকে একটা সাদা কাগজে সই করতে বলে ৷ সেখানে আমার নাম, ঠিকানা শুধু লেখা ছিল ৷ আমায় সেখানে সই করে সোমবারের তারিখ দিয়ে দিতে বলে ৷"
মালবাহী ট্রেনের চালক ও সহকারী চালক সম্পর্কে চৈতালী বলেন, "আমি ট্রেনের ভিতের ছিলাম ৷ কোন গাড়ি ধাক্কা মেরেছে, তা জানার মতো অবস্থায় ছিলাম না ৷ সন্ধ্যার পর আমি জানতে পারি, একটা মালগাড়ি পিছন থেকে ধাক্কা মেরেছে ৷ আমি যাঁদের চিনি না, তাঁদের নামে কেন এফআইআর করতে যাব ?"
চৈতালীর বাবা চিন্ময় মজুমদার বলেন, "হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় আমার মেয়েকে দিয়ে একটি সাদা কাগজের সই করানো হয়েছে ৷ এখন শুনছি যে তাঁর নামেই অভিযোগ দায়ের করা হয়েছে রেলের বিরুদ্ধে । এটা সম্পূর্ণ ভিত্তিহীন ৷ আমার মেয়ে যাঁদের চেনে না, জানে না, তাঁদের বিরুদ্ধে কেনই বা অভিযোগ করতে যাবে ৷" যদিও এই বিষয়ে এসআরপি এস সেলভামুরুগান বলেন, "নিয়মমাফিক অভিযোগ দায়ের হয়েছে। আর মামলাও অজু করা হয়েছে ৷ সাদা কাগজে সই করানোর মতো এমন কোন ঘটনা ঘটেনি ৷"